ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের ঢাকা ও ময়মনসিংহ পর্বে ‘নর্থরিম ল্যাবস’র ১ম স্থান অর্জন
তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ২৬ ফেব্রুয়ারি, বুধবার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা এর কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হলো ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫। এ আয়োজনে আরো ছিলো ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর ঢাকা ও ময়মনসিংহ পর্ব এবং প্যানেল আলোচনা।
ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর ঢাকা ও ময়মনসিংহ পর্বের শীর্ষ ৮টি প্রকল্পের প্রতিযোগিরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনে ‘পিচিং কম্পিটিশন’-এ অংশ নেন। শীর্ষ ৮টি প্রকল্প হলো নর্থরিম ল্যাবস, স্বচ্ছ, পিংকলাইফলাইন, সাউন্ড ভিশন, ডেনিম রিভাইভ, এগ্রোনোভা, এগ্রি উদ্যোগ, নির্ভয়া।
অত:পর ‘ফ্রম আইডিয়া টু স্কেল: দ্যা স্টার্টআপ জার্নি’ শীর্ষক প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্যানেল আলোচনার সঞ্চালনায় ছিলেন ইরাদ কাওসার, নির্বাহী পরিচালক, বিল্ড বাংলাদেশ। প্যানেলিস্ট হিসেবে ছিলেন সাদিয়া হক, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, শেয়ারট্রিপ; তাসফিয়া তাসবিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, মার্কোপলো এআই; ইয়াওয়ার মেহবুব, সহ-প্রতিষ্ঠাতা এবং সিএসও, আরোগ্য; আদনান ইমতিয়াজ হালিম, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড। এতে তরুণ অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ও স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সাথে সরাসরি নেটওয়ার্কিং-এর সুযোগ পান এবং তাদের মধ্যে স্টার্টআপ সম্পর্কিত ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলিকে উৎসাহিত করা। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি প্রধান বিভাগ - রাজশাহী ও রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহে সামিট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ও রংপুর পর্ব, ১৩ ফেব্রুয়ারি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিলেট পর্ব, ১৭ ফেব্রুয়ারি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, খুলনাতে খুলনা ও বরিশাল পর্ব, ২২ ফেব্রুয়ারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রামে (সিআইইউ) ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের চট্টগ্রাম পর্ব অনুষ্ঠিত হয়।
ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের ঢাকা ও ময়মনসিংহ পর্বে ১ম স্থান অর্জন করে ‘নর্থরিম ল্যাবস’ প্রকল্প, ২য় স্থান অর্জন করে ‘স্বচ্ছ’ প্রকল্প এবং ৩য় স্থান অর্জন করে ‘পিংকলাইফলাইন’ প্রকল্প। রিমোট সেন্সিং এবং এআই ব্যবহার করে গাছ নির্বাচন, গাছের স্থানিক পরিকল্পনা এবং রক্ষণাবেক্ষণ কৌশল নিরূপণের স্টার্টআপ নর্থরিম ল্যাবস ১ম স্থান অর্জন করে ৩ লক্ষ টাকা, বায়োডিগ্রেডেবল ও সাশ্রয়ী প্রিমিয়াম টুথব্রাশের স্টার্টআপ ‘স্বচ্ছ’ ২য় স্থান অর্জন করে ২ লক্ষ টাকা এবং স্তন ক্যান্সার রোগীদের ওয়ান স্টপ সল্যুশন প্রদানের স্টার্টআপ ‘পিংকলাইফলাইন’ ৩য় স্থান করে ১ লক্ষ টাকা অর্জন করে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। আরো উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ তৈয়্যব, পলিসি এডভাইজার (সমন্বয় ও সংস্কার), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।
শীষ হায়দার চৌধুরী বলেন, আজকের এই আয়োজনটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেষ হয়েছে। ইতোমধ্যে রাজশাহী, সিলেট, খুলনা, চট্টগ্রাম ও সর্বশেষ ঢাকায় ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হলো। ২৮ ফেব্রুয়ারিতে সামিটের চূড়ান্ত পর্ব, ঢাকার বিআইসিসিতে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, আমরা আমাদের যুবকদের গতানুগতিক কর্মসংস্থানের পরিবর্তে উদ্ভাবনের প্রতি উৎসাহিত করতে চাই। ডিজিটাল যুগে যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে তা খুঁজে বের করার জন্য আমি তরুণ ও যুবকদের অনুরোধ জানাই। চাকরির জন্য প্রতিযোগিতা নয় বরং চাকরি প্রদানের লক্ষ্যে যুব সমাজকে প্রস্তুত হতে হবে।
তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে আয়োজিত স্টার্টআপ সামিট কার্যকর ভূমিকা রাখবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
No comments