দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের চট্টগ্রাম পর্বে ১ম স্থান অর্জন করে ‘ইউনিঅ্যাপ’ প্রকল্প

তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ২২ ফেব্রুয়ারি, শনিবার, দিনব্যাপী চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম (সিআইইউ) এর কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হলো ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫। দিনব্যাপী এ আয়োজনে আরো ছিলো ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর চট্টগ্রাম পর্ব, প্রদর্শনী ও সেমিনার।

ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর চট্টগ্রাম পর্বের শীর্ষ ৮টি প্রকল্পের প্রতিযোগিরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনে ‘পিচিং কম্পিটিশন’-এ অংশ নেন। শীর্ষ ৮টি প্রকল্প হলো লুপব্যাগ, ইজিগো, গ্রোসি, রোডবুক বিডি, খেলবো, ইউনিঅ্যাপ, বিট, টডভোব।

অত:পর ‘ফ্রম আইডিয়া টু স্কেল: দ্যা স্টার্টআপ জার্নি’ শীর্ষক প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্যানেল আলোচনার সঞ্চালনায় ছিলেন আরাফাতুল ইসলাম আকিব, প্রতিষ্ঠাতা, স্টার্টআপ চট্টগ্রাম। প্যানেলিস্ট হিসেবে ছিলেন ফাহাদ ইফাজ, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, আইফার্মার; অনায়েত রশিদ, প্রতিষ্ঠাতা ও সিইও, ট্রাকলাগবে; তাহসিনা আহমেদ, নির্বাহী পরিচালক, বিওয়াইএলসি; নাবিলা নওরিন, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, মোয়ার স্পেস লিমিটেড।

‘স্টার্টআপ ফান্ডামেন্টালস: মাস্টারিং দ্যা এসেনশিয়ালস অব বিল্ডিং অ্যান্ড স্কেলিং অ্যা বিজনেস’ শীর্ষক মাস্টারক্লাসে বক্তব্য প্রদান করেন এন্ডুরিংএক্সের প্রতিষ্ঠাতা ও টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক সিওও মির্জা সালমান হোসেন বেগ। এতে তরুণ অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ও স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সাথে সরাসরি নেটওয়ার্কিং-এর সুযোগ পান এবং তাদের মধ্যে স্টার্টআপ সম্পর্কিত ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলিকে উৎসাহিত করা। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি প্রধান বিভাগ - রাজশাহী ও রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহে সামিট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ও রংপুর পর্ব, ১৩ ফেব্রুয়ারি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিলেট পর্ব, ১৭ ফেব্রুয়ারি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, খুলনাতে ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের খুলনা ও বরিশাল পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়া, সর্বশেষ চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় (ঢাকা ও ময়মনসিংহ পর্ব) ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হবে। ইয়ুথ স্টার্টআপ সামিটের চট্টগ্রাম পর্বে - চুয়েট ক্যারিয়ার ক্লাব এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস পার্টনার, স্টার্টআপ চট্টগ্রাম, কমিউনিটি পার্টনার এবং নলেজ পার্টনার হিসেবে ছিলো লাইটক্যাসল।

ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের চট্টগ্রাম পর্বে ১ম স্থান অর্জন করে ‘ইউনিঅ্যাপ’ প্রকল্প, ২য় স্থান অর্জন করে ‘ইজিগো’ প্রকল্প এবং ৩য় স্থান অর্জন করে ‘রোডবুক বিডি’ প্রকল্প। ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জকারী প্রকল্পসমূহকে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকা পুরষ্কার প্রদান করা হয়।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আবেদন ব্যবস্থা সহজীকরণের স্টার্টআপ ‘ইউনিঅ্যাপ’ প্রকল্প ১ম স্থান অর্জন করে। ভবিষ্যতে পরিবেশবান্ধব গ্রিন ডেলিভারি পরিষেবার স্টার্টআপ ‘ইজিগো’ প্রকল্প ২য় স্থান অর্জন করে। মহিলাদের জন্য নিরাপদ, ঝামেলামুক্ত, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে পরিবহন সমাধান বিষয়ক স্টার্টআপ ‘রোডবুক বিডি’ প্রকল্প ৩য় স্থান অর্জন করে।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ মনজুর কাদের, ডিন, বিজনেস স্কুল, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম (সিআইইউ)।

শীষ হায়দার চৌধুরী বলেন, আজকের এই আয়োজনটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেষ হয়েছে। ইতোমধ্যে রাজশাহী, সিলেট, খুলনা ও সর্বশেষ চট্টগ্রামে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হলো। ২৮ ফেব্রুয়ারিতে সামিটের চূড়ান্ত পর্ব, ঢাকার বিআইসিসিতে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, আমরা আমাদের যুবকদের গতানুগতিক কর্মসংস্থানের পরিবর্তে উদ্ভাবনের প্রতি উৎসাহিত করতে চাই। ডিজিটাল যুগে যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে তা খুঁজে বের করার জন্য আমি তরুণ ও যুবকদের অনুরোধ জানাই। চাকরির জন্য প্রতিযোগিতা নয় বরং চাকরি প্রদানের লক্ষ্যে যুব সমাজকে প্রস্তুত হতে হবে।

তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে আয়োজিত স্টার্টআপ সামিট কার্যকর ভূমিকা রাখবে বলেও বক্তরা আশাবাদ ব্যক্ত করেন। 

No comments

Powered by Blogger.