ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের খুলনা ও বরিশাল পর্বে ১ম স্থান অর্জন করে ‘ইকো সেন্টিনেলস’ প্রকল্প
খুলনায় তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত
তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ১৭ ফেব্রুয়ারি, সোমবার, দিনব্যাপী নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, খুলনা এর কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হলো ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫। দিনব্যাপী এ আয়োজনে আরো ছিলো ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর খুলনা ও বরিশাল পর্ব ও সেমিনার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। উদ্বোধনী বক্তব্যে সামি আহমেদ বলেন, আমরা তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই এবং তাদের চিন্তা চেতনা আমাদের জাতি গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে এই লক্ষ্যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও আইসিটি ডিভিশন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ‘ফ্রম আইডিয়া টু স্কেল: দ্যা স্টার্টআপ জার্নি’ শীর্ষক প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্যানেল আলোচনার সঞ্চালনায় ছিলেন কাজী রিদওয়ান আহমেদ, সহ-প্রতিষ্ঠাতা, স্কুট। প্যানেলিস্ট হিসেবে ছিলেন কাজী বাউল্যান্ড, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, অ্যাগ্রোশিফট; আদনান ইমতিয়াজ হালিম, সিইও ও সহ-প্রতিষ্ঠাতা, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড; জিয়া আশরাফ, সহ-প্রতিষ্ঠাতা ও সিওও, চালডাল এবং ইরাদ কাওসার, নির্বাহী পরিচালক, বিল্ড বাংলাদেশ।
এতে তরুণ অংশগ্রহণকারী সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ও স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের সাথে সরাসরি নেটওয়ার্কিং-এর সুযোগ পান এবং তাদের মধ্যে স্টার্টআপ সম্পর্কিত ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
প্যানেল আলোচনার পর ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর খুলনা এবং বারিশাল পর্বের শীর্ষ ৮টি প্রকল্পের প্রতিযোগিরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনে ‘পিচিং কম্পিটিশন’-এ অংশ নেন। শীর্ষ ৮টি প্রকল্প হলো অ্যাকুয়াসেন্স বিডি, থ্রাস্ট রিলিফ, ইকো সেন্টিনেলস, এগ্রো অ্যাসিস্ট্যান্ট, সতেজ, ইমপ্যাক্ট এক্স, এগ্রো কেয়ার ও আইস্টাডি।
ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলিকে উৎসাহিত করা। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি প্রধান বিভাগ রাজশাহী ও রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহে সামিট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ও রংপুর পর্ব, ১৩ ফেব্রুয়ারি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের সিলেট পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়া, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (২২ ফেব্রুয়ারি, চট্টগ্রাম পর্ব) এবং সর্বশেষ চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় (ঢাকা ও ময়মনসিংহ পর্ব) ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হবে।
ইয়ুথ স্টার্টআপ সামিটের খুলনা ও বরিশাল পর্বে - খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাব, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি এবং খুলনা ক্যারিয়ার ক্লাব ক্যাম্পাস পার্টনার, স্টার্টআপ বরিশাল, কমিউনিটি পার্টনার এবং নলেজ পার্টনার হিসেবে ছিলো লাইটক্যাসল।
ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জের খুলনা ও বরিশাল পর্বে ১ম স্থান অর্জন করে ‘ইকো সেন্টিনেলস’ প্রকল্প, ২য় স্থান অর্জন করে ‘অ্যাকুয়াসেন্স বিডি’ প্রকল্প এবং ৩য় স্থান অর্জন করে ‘থ্রাস্ট রিলিফ’ প্রকল্প। ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জকারী প্রকল্পসমূহকে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ এবং ১ লক্ষ টাকা পুরষ্কার প্রদান করা হয়। জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা ও বাংলাদেশে স্থিতিস্থাপকতা গড়ে তোলা বিষয়ে সমাধান প্রস্তাবের জন্য ১ম স্থান অর্জন করে ‘ইকো সেন্টিনেলস’ প্রকল্প। জীববৈচিত্র্য সংরক্ষণের সাথে মানুষের খাদ্য চাহিদাকে সামঞ্জস্যপূর্ণ করা এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানের মাধ্যমে ফসল সংগ্রহের স্থিতিস্থাপকতা অর্জনে ‘ইকো সেন্টিনেলস’ প্রকল্প কার্যকর হবে বলে তরুণ উদ্ভাবকদের অভিমত। পাশাপাশি, লবণাক্ততা-প্রভাবিত এলাকাগুলোতে বিকল্প উপায়ে কৃষির সম্প্রসারণে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইওটি, ডেটা এবং বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে মৎস্যক্ষেত্রের রূপান্তরের লক্ষ্যে ‘স্বাস্থ্যসম্মত পানি, স্বাস্থ্যসম্মত মাছ’ এই স্লোগানকে প্রতিপাদ্য ধরে উপযুক্ত মাছ বাছাই, সঠিক ঘনত্ব বজায়, পানির মান পর্যবেক্ষণ, কার্যকর সার ও ঔষধ নির্বাচন এবং সার্বিক পরামর্শ প্রদানের সেবা নিয়ে উপস্থাপিত ‘অ্যাকুয়াসেন্স বিডি’ প্রকল্প ২য় স্থান অর্জন করে। বাংলাদেশে জলবায়ু চ্যালেঞ্জ ও স্থিতিস্থাপকতা গড়ে তোলার জন্য লবণাক্ততা-প্রভাবিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ সম্পর্কিত থ্রাস্ট রিলিফ রেইন - ইন অ্যা বক্স প্রকল্প উপস্থাপনের জন্য ৩য় স্থান অর্জন করে ‘থ্রাস্ট রিলিফ’। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল হক জোয়ারদার।
আরো তথ্যের জন্য ভিজিট করুন www.yss.startupbangladesh.gov.bd।
No comments