'পুসাক' এর আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল ২০২৩ অনুষ্ঠিত
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব কুলাউড়া (পুসাক) এর আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল ২০২৩ অনুষ্ঠিত।
আজ ১৮ এপ্রিল রোজ মঙ্গলবার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব কুলাউড়া (পুসাক) এর আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল কুলাউড়ার নবীনচন্দ্র সরকারি মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব কুলাউড়া (পুসাক) এর প্রতিষ্ঠাতা আহবায়ক মো. এনামুল হাসান কাওছার এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুমতাহিন চৌধুরীর সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কুলাউড়া সমিতির সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইফতার আয়োজন কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম তানভীর ও যুগ্ম আহবায়ক রুহুল ইসলাম।
এসময়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০ (আউট অব ফোর) পেয়ে প্রথম স্থান অর্জন করার সংগঠনের আহবায়ক মো. এনামুল হাসান কাওছারকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
No comments