দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

আটটা বাজে দেরি করিস না (ও তিরিশ টাকা কেজি মাছ) | লিরিক্স | হাওয়া সিনেমার গান

ও তিরিশ টাকা কেজি মাছ 

বাবু পেয়ে খাবে লো

জল দিয়ে বেশি করিস না

আটটা বাজে দেরি করিস না। 

রুপালি মাছের মত সরু পাহাড়ে

কালো দিঘীর কালো জলে রুপের বাহারে

রুপের বাহারে

রুপের বাহারে

রুপালি মাছের মত সরু পাহাড়ে

কালো দিঘীর কালো জলে রুপের বাহারে

রুপের বাহারে

রুপের বাহারে

ও তোর ভোরের সুরুয

ও তোর ভোরের সুরুয কপালে তোর সিঁদূর হয়ে যাবে লো

কারো দিকে নজর লাগাস না ।

ও তিরিশ টাকা কেজি মাছ 

বাবু পেয়ে খাবে লো

জল দিয়ে বেশি করিস না

আটটা বাজে দেরি করিস না। 


ইলিশ মাছের কাটা ভালো চিংড়ি মাছের টক

সাত টাকাতে কিনবে লোকে গিলবে গবাগব

গিলবে গবাগব

গিলবে গবাগব

ইলিশ মাছের কাটা ভালো চিংড়ি মাছের টক

সাত টাকাতে কিনবে লোকে গিলবে গবাগব

গিলবে গবাগব

গিলবে গবাগব

ও তোর কচি পোনা

ও তোর কচি পোনা বেচেবেচে হাটে বেচা হবে গো

কারো দিকে নজর লাগাস না 

চুনোপুটি আর বেচিস না

চুনোপুটি আর বেচিস না

ও তিরিশ টাকা কেজি মাছ 

বাবু পেয়ে খাবে লো

জল দিয়ে বেশি করিস না

আটটা বাজে দেরি করিস না

আটটা বাজে দেরি করিস না

আটটা বাজে দেরি করিস না।


গানটি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি: 

আটটা বাজে দেরি করিস না | AAT TA BAJE DERI KORISH NA - HAWA FILM SONG 

 Lyrics and Composition: Collected 

Music: Emon Chowdhury 

Vocal: Basudeb Das Baul 

 Hawa - হাওয়া Film by Mejbaur Rahman Sumon | 2022

No comments

Powered by Blogger.