এতো পড়াশোনা করে, ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ে কি লাভ হলো!
-আব্দুর রহিম কাওছার
পৃথিবীর একমাত্র দেশ হয়তো বাংলাদেশ-ই, যেখানে পড়াশোনা শেষ করার সাথে সাথে জিজ্ঞেস করা হয় চাকরি বাকরি করছো কিনা? কেউ একবার জিজ্ঞেস করে না ভালো আছো কিনা সবমিলিয়ে? কিংবা ব্যবসা বাণিজ্য কিছু করছো কিনা?
বরং যদি শুনে চাকরি করছে না; তাহলে এমন প্রতিক্রিয়া দেখানো হয় যেন পড়াশোনা করে ভুল হয়েছে! বলতে থাকে তাহলে এতো পড়াশোনা করে, ভালো স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ে পড়ে কি লাভ হলো?
সত্যি বলতে আমাদের দেশে পড়াশোনা করা অর্থই হলো চাকরি করা! কি এক অদ্ভুত সমাজে আমাদের বসবাস! সমাজের এই মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পড়াশোনা শেষ করা ছেলেমেয়ে প্রথমত অনেক বেশি নিজেদেরকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে; সমাজ কি বলবে না বলবে এসব ভেবে ভেবে!
দ্বিতীয়ত চাকরি করা ছাড়া এইসব ছেলেমেয়েরা অন্য কোনো কিছু করার সাহসও করতে পারে না!
লেখক: আব্দুর রহিম কাওছার, সম্মানিত উপদেষ্ঠা, দ্যা ডেইলি এডুকেশন পরিবার।
No comments