দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

বন্যার্তদের সাহায্যার্থে জবিতে মানবিক মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা

দ্যা ডেইলি এডুকেশন ডেস্ক

বন্যার্তদের সাহায্যার্থে জবিতে মানবিক মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা

সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াতে মানবিক মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে মুক্তমঞ্চ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার (২২ জুন) সন্ধ্যা ৭ ঘটিকায় বিশ্ববিদ্যলয়ের দ্বিতীয় গেইটের সামনে মানবিক মঞ্চ স্থাপন করে সাংস্কৃতিক পরিবেশনাটি প্রদর্শিত হয়।

জবিস্থ সিলেট বিভাগের শিক্ষার্থীবৃন্দের সমন্বয়ক মো. এনামুল হাসান কাওছার এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মো কামরুল হুসাইন। 

সাংস্কৃতিক পরিবেশনায় বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রলীগের বিপ্লবী সাধরণ সম্পাদক এস এম আকতার হোসেন বলেন, সরকার সার্বক্ষনিক দেশের মানুষের পাশে  আছে। তবে, দেশের মানুষের উচিৎ মানবিক জায়গা থেকে সিলেটে বন্যার্তদের পাশা দাঁড়ানো। বাংলাদেশ ছাত্রলীগ দেশের যে কোন সংকটময় পরিস্থিতিতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবে।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে মনের মানুষ, রিজেক্টেড ব্যান্ড, উদীচী শিল্পীগোষ্ঠী, সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, নাট্যকলা বিভাগ ও সংগীত বিভাগ। এছাড়াও সোহরাওয়ার্দী কলেজ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সংগীত পরিবেশনা করে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ। 

উক্ত সাংস্কৃতিক পরিবেশনায় সভাপতিত্ব করেন মুক্তমঞ্চ পরিষদের সভাপতি নাঈম রাজ।

মুক্তমঞ্চের সভাপতি বলেন, "মানুষ মানুষের জন্য এই মন্ত্র নিয়ে সিলেটবাসীর পাশে দাঁড়াতে দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায়।"

টানা চার দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনার দ্বিতীয় দিন থাকছে সিনেমা প্রদর্শন, তৃতীয় দিন সাংস্কৃতিক সন্ধ্যা ও চতুর্থ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হবে। 

জবিস্থ সিলেট বিভাগের শিক্ষার্থীবৃন্দ ও জবি মুক্তমঞ্চের স্বেচ্ছাসেবীরা সাংস্কৃতিক পরিবেশনায় আগত দর্শকবৃন্দের কাছ থেকে প্রথমদিনে অর্থিক অনুদান সংগ্রহ করে ৪২ হাজার ১৮৭ টাকা। এরই মধ্যদিয়ে জবিস্থ সিলেট বিভাগের শিক্ষার্থীবৃন্দের মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ টাকায়। 

সিলেট বিভাগের বন্যার্তদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা প্রদান করতে চাইলে

বিকাশ ও নগদ:

01722254230 

(পার্সোনাল- কাওছার, ১০ম ব্যাচ)

01521461775 

(পার্সোনাল- নুরুজ্জামান, ১১তম ব্যাচ)

01759100796 

(পার্সোনাল- কামরুল, ১৪তম ব্যাচ)

01782568551

(পার্সোনাল- অনুপম, ১৫তম ব্যাচ)

[সংযুক্ত সবগুলো নম্বর পার্সোনাল একাউন্ট, কাজেই সেন্ড মানি বা ক্যাশইন অপশন ব্যবহার করুন]

রকেট: 

017222542308

(পার্সোনাল- কাওছার, ১০ম ব্যাচ)

017592302643

(পার্সোনাল- লিপন, ১২তম ব্যাচ)

ব্যাংক একাউন্ট

A/C Name: MD. ANAMUL HASAN KAWSAR

A/C No: 0200008876150

Branch Name: Agrani Bank Limited

Branch Name: Jagannath University Branch, Dhaka South Zone

Routing No: 010273106

উল্লেখ্য, এই ত্রাণ কার্যক্রমের ব্যবস্থাপনায় আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

No comments

Powered by Blogger.