প্রাণীবিজ্ঞানের ভাষায় প্রেম পত্র | হাবীব স্যার
প্রাণীবিজ্ঞানের ভাষায় প্রেম পত্র।
উৎসর্গ: আমার ছাত্র ছাত্রীদের।
প্রিয় অপ্সরা( বাংলাদেশের প্রথম হিমায়িত শিশু),
এ্যানিমেল ডাইভারসিটির প্রতিসাম্যতা অনুসারে মানুষ হিসেবে আমরা দ্বিপার্শ্বীয় প্রাণী। অপ্রতিসাম্য বা অরীয় নই। ক্যারোলাস লিনিয়াসের দ্বিপদী নামকরণের Homo sapiens. তাই তুমি আমার রক্তসংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হৃদপিণ্ডের হৃৎস্পন্দন। যেখানে স্বাভাবিক রক্ত চাপ স্ফিগমোম্যানোমিটারের স্কেলে ১২০-৮০। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুসের প্রশ্বাসের গৃহিত অক্সিজেন। তুমি ছাড়া বিপাক হয় না। পাকস্থলীর পরিপাকেও বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণকারী এনজাইমের অভাবে ব্যাঘাত ঘটে। আবার রেচনতন্ত্রের প্রধান অঙ্গ কিডনিও কাজ করতে চায় না। তোমাকে ছাড়া দেহের সমস্ত অর্গান সিস্টেম ই কাজ করে না। তুমি যে আমার হিরা,মনি, মুক্তা(প্রথম টেস্টটিউব বেবীত্রয়)। তুমি আমার এই অগোছালো অর্গান সিস্টেম কে সবচেয়ে বড় অঙ্গ ত্বকের মতোই ঢেকে রেখো প্লিজ। সব কিছুকেই মস্তিকের মতোই নিয়ন্ত্রণ কইরো প্লিজ। তোমার আমার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শুক্রাণু ও ডিম্বানুর মিলনে যে আরাধ্য জাইগোটে ভ্রূন সৃষ্টি হবে, তাকে আমরা পৃথিবীর বুকে সুন্দর করে বিকশিত করবো।
আমার হিস্টোলজিতে যে কোষ আছে তা প্রকৃত কোষ, ব্যাকটেরিয়া বা আ্যমিবার মতো আদিকোষী নয়। আমার দেহের ৪০০০০ জিন ভালোবাসার ভান্ডার। আমার দেহের জিন হরগোবিন্দ খোরানার আবিষ্কারকৃত কৃত্রিম জিন নয়।জেনেটিক্স ইন্জিনিয়ারিং এ আমার ভালোবাসার ক্লোন তুমি পাবে না। আমার ভালোবাসা ডায়নোসরের মতো বিলুপ্তি ঘটবে না বরং Periplaneta americana এর মতো হাজার হাজার বছর টিকে থাকবে। আমি তোমাকে Apis indica এর মতো রানী করে রাখবো। দয়া করে আমার কোষে গহ্বর সৃষ্টি করো না। আমাদের কোষের সঞ্চিত খাদ্য হবে গ্লাইকোজেন, উদ্ভিদের মতো স্টার্চ বা শর্করা হবে না।।
তুমিই হবে আমার জীবনের নিউক্লিয়াস, তুমিই হবে মাইটোকন্ড্রিয়ার মতো আমার শক্তিঘর। তোমার আমার রক্তে Rh ফ্যাক্টর জনিত কোন সমস্যা নেই। তোমার কোলে মাথা রেখে যে উষ্ণতা পাই তাতে আমার তরল রক্তকে হেপারিনের দ্বারা তরল রাখতে হয় না । আমার রক্তের p^h 7.4 হলেও তোমার প্রতি ভালোবাসার স্কেলে 14.
তোমার কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। মৃতুর পর ডিনাইট্রেশন ব্যাকটেরিয়া যখন আমার শরীরটাকে পঁচায় ফেলবে তখনও আমার কঙ্কালতন্ত্রের ২০৬ টা হাড় তোমাকে বলে উঠবে ভালোবাসি অপ্সরা,ভালোবাসি তোমায়।
ইতি,
তোমার Panthera tigiris (রয়েল বেঙ্গল টাইগার)
প্লিজ প্লিজ কেউ কপি করবেন না, শেয়ার করুন। এগুলো আমার মৌলিক সৃষ্টি। কপি করলে আপডেট বা কারেকশনের সুযোগ থাকবে না। এই প্রেম পত্রে উল্লেখিত শব্দগুলোই প্রানী বিজ্ঞানের BCS সিলেবাস।।
বিনীত,
হাবীব স্যার।
জয় হোক মেহনতি শিক্ষার্থীর,
দেখা হবে বিজয়ে।।
No comments