একদম সহজ নিয়মে "বার" বের করার কৌশল
![]() |
বার বের করার কৌশল |
একদম সহজ নিয়মে "বার" বের করার কৌশল
প্রথমেই একনজরে দেখে নিই নিম্নোক্ত বার কোডগুলো:
শনিবার= ১,
রবিবার= ২,
সোমবার= ৩,
মঙ্গলবার= ৪,
বুধবার= ৫,
বৃহস্পতিবার= ৬ এবং
শুক্রবার= ০
⭕ সুত্র = (A+B+C) ÷ 7
এখানে,
👉A= সালটির শেষের দুই ডিজিট
👉B= আপনি যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল।
👉C= যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ওই বছরে মোট যত দিন
-
উদাহরণ হিসেবে একটা অংক সমাধান করা যাক:
২০১৬ সালের ১৬ এপ্রিল কি বার ছিলো❔
➡সমাধান
এখানে,
👉A= ১৬ (সালটির শেষের দুই ডিজিট।)
👉B= ৪ (২০০০, ২০০৪, ২০০৮, ২০১২ অর্থাৎ, আপনি যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল।)
*এখানে খেয়াল রাখতে হবে যে, ২০১৬ সালের পূর্বে যতগুলো লিপ ইয়ার ছিলো ঠিক সেগুলো লিপ ইয়ার-ই কেবল ধরতে হবে। লিপ ইয়ার হিসেবে ২০১৬ কেও ধরা যাবেনা, ২০১৬ কে ধরলে অংক মিলবে না।
👉C= (৩১+২৯+৩১+১৬) = ১০৭ (যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ওই বছরে মোট যত দিন)
সুতরাং (১৬+৪+১০৭) ÷ ৭ = ১২৭÷৭
যার ভাগশেষ ১ (কারণ আমরা আগেই জেনেছি বারকোডগুলো হলো- শনিবার= ১, রবিবার= ২, সোমবার= ৩, মঙ্গলবার= ৪, বুধবার= ৫, বৃহস্পতিবার= ৬ এবং শুক্রবার= ০)
অতএব দিনটি ছিলো শনিবার ✌।
No comments