দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

একদম সহজ নিয়মে "বার" বের করার কৌশল

বার বের করার কৌশল

একদম সহজ নিয়মে "বার" বের করার কৌশল 

প্রথমেই একনজরে দেখে নিই নিম্নোক্ত বার কোডগুলো:

শনিবার= ১, 

রবিবার= ২, 

সোমবার= ৩, 

মঙ্গলবার= ৪,

বুধবার= ৫, 

বৃহস্পতিবার= ৬ এবং 

শুক্রবার= ০


⭕ সুত্র = (A+B+C) ÷ 7


এখানে, 

👉A= সালটির শেষের দুই ডিজিট

👉B= আপনি যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল।

👉C= যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ওই বছরে মোট যত দিন

-

উদাহরণ হিসেবে একটা অংক সমাধান করা যাক: 

২০১৬ সালের ১৬ এপ্রিল কি বার ছিলো❔

➡সমাধান

এখানে, 

👉A= ১৬ (সালটির শেষের দুই ডিজিট।)

👉B= ৪ (২০০০, ২০০৪, ২০০৮, ২০১২ অর্থাৎ, আপনি যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল।)

*এখানে খেয়াল রাখতে হবে যে, ২০১৬ সালের পূর্বে যতগুলো লিপ ইয়ার ছিলো ঠিক সেগুলো লিপ ইয়ার-ই কেবল ধরতে হবে। লিপ ইয়ার হিসেবে ২০১৬ কেও ধরা যাবেনা, ২০১৬ কে ধরলে অংক মিলবে না।

👉C= (৩১+২৯+৩১+১৬) = ১০৭ (যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ওই বছরে মোট যত দিন)

সুতরাং (১৬+৪+১০৭) ÷ ৭ = ১২৭÷৭

যার ভাগশেষ ১ (কারণ আমরা আগেই জেনেছি বারকোডগুলো হলো- শনিবার= ১, রবিবার= ২, সোমবার= ৩, মঙ্গলবার= ৪, বুধবার= ৫, বৃহস্পতিবার= ৬ এবং শুক্রবার= ০)

অতএব দিনটি ছিলো শনিবার ✌। 

No comments

Powered by Blogger.