নতুনদের জন্য বিসিএস প্রিলি প্রস্তুতি নির্দেশনা | কীভাবে পড়বো?
নতুনদের জন্য বিসিএস প্রিলি প্রস্তুতি নির্দেশনা। বিসিএস প্রিলির জন্য কীভাবে পড়বো?
১। বাংলা:
অনেকে বাংলা ভালো পারেন। অনেকে গ্রামার কোনভাবেই বুঝে উঠতে পারেন না। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনি বিগত বছরের প্রশ্ন দেখুন। আর যে টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেটা বোর্ড বই থেকে দেখেন।
বানান শুদ্ধি, বাক্য সংকোচন, সমার্থক শব্দ দেখবেন না এই শেষ মুহুর্তে।
সাহিত্য অংশে পিএসসি নির্ধারিত ১১জন সাহিত্যিকের ভেতর ফররুখ আহমদ বাদ দিয়ে বাকি ১০জন পড়ুন। এর সাথে
পঞ্চপান্ডব, ৩ বন্দ্যোপাধ্যায়, শওকত ওসমান, সৈয়দ শামসুল হক, শরতচন্দ্র চট্টোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস, শামসুর রাহমান, প্রমথ চৌধুরী, মুনির চৌধুরী, জহির রায়হান, হুমায়ুন আজাদ, সেলিম আল দীন, জীবনানন্দ দাশ, হাসান আজিজুল হক, আলাউদ্দিন আলা আজাদ।
এর বাইরে লেখক ও কবিদের ছদ্মনাম, ইয়ং বেংগল, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, গণভ্যুত্থান ও দেশ ভাগ নিয়ে রচিত সাহিত্য কর্ম শেষ সময়ে দেখে যাবেন।
২। ইংরেজি:
সাহিত্যতে যেভাবে প্রশ্ন হচ্ছে সেখানে গভীরভাবে না পড়লে ৬/৭ এর বেশি পাওয়া কঠিন। তাই এখানের জন্য আপনি যেভাবে প্রস্তুত ততটুকুই পড়ুন। শেষ সময়ে এসে নিজের প্লান পাল্টাবেন না।
গ্রামারে-
Subject Verb agreement,Voice, Parts of Speech,Gerund, Participle,Clause, Phrase এসব দেখুন।
শেষ সময়ে preposition, phrase and idioms এসব মুখস্ত পড়া দেখে সময় নষ্ট করবেন না।
৩।গণিত+মানসিক দক্ষতা:
এখানে শেষ সময়ের প্রস্তুতি বলতে কিছু নাই।যার ব্যাসিক ভালো তার না দেখলেও হবে।
আর ব্যাসিক কম+ভয়ে থাকেন তাদের বলবো নিজে তো কম করে হলেও কিছু পারেন সেগুলো দেখেন যেন আসলে ভুল না হয়।ম্যাথ আপনি দাগাবেনও শেষে যেন মাথা শেষেই গরম হয়।
আর আপনি বেশি বেশি সময় দিন মানসিক দক্ষতায়।বিগত প্রিলি+লিখিত আপনি অবশ্যই দেখে যাবেন।কারণ রিপিট আসেই।
৩।সাধারণ জ্ঞানঃ
সিলেবাস অনেক বড়।আর টপিকেরও সাব টপিক আছে।তবে শেষ সময়ে এটা পড়তেই ভালো লাগে বেশি যেহেতু লজিক কম।
বাংলাদেশ বিষয়াবলীঃ
১। মুক্তিযুদ্ধের ইতিহাস (১৯৪৭-৭১)
২।বাংলাদেশের সংবিধান
৩। বাংলাদেশের জনসংখ্যা
৪।বাংলাদেশের অর্থনীতি(এখানে সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়।তাই সাম্প্রতিকে জোর দিন।)
৫।সরকার ব্যবস্থা
আন্তর্জাতিকঃ
১।আন্তর্জাতিক সংস্থা, তাদের সদর দপ্তর, প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যা
২।আন্তর্জাতিক অস্ত্রচুক্তি,চুক্তির সাল
৩।বিখ্যাত প্রণালী
৪।পরিবেশ ও জলবায়ু অধ্যায়।
৪।নৈতিকতা ও সুশাসনঃ
পরামর্শ দেবার যোগ্যতা নেই আসলে।৩টা বিসিএস বিসিএস দেওয়ার সুযোগ হয়েছে।
৪০ এ ১ পেয়েছি।
৪১ এ. ৫ পেয়েছি।
৪৩ এ -.৫ খেয়েছি।
৫।ভূগোলঃ
বোর্ড বই সবার পড়া আছে আশা করি।পড়া থাকলে ৫/৬ আপনি নিশ্চিত পাবেন।একদিন ৩/৪ ঘন্টা পরে রিভিশান দিয়ে দিন
৬।বিজ্ঞানঃ
৪০,৪১ ও ৪৩ প্রিলির প্রশ্ন দেখে বোঝা যায় খুব কঠিন প্রস্ন হচ্ছে।নন সায়েন্সদের বেশ সমস্যা হচ্ছে।ওনারা আশা করি নিজেদের প্রস্তত করেছেন।
বিগত প্রশ্ন দেখুন।৮/১০ ভালো মার্কস ৪০,৪১,৪৩ বিবেচনায়।আপনি কোথায় আছে৷ যাচাই করে দেখুন।
তারপরও জীববিজ্ঞান ও এর বিভিন্ন শাখা,উদ্ভিদের বিভিন্ন অংশ,রক্ত,খাদ্য,রোগ,আলো,চুম্বক,বিদ্যুৎ,তড়িৎ কোষ,অম্ল,ক্ষার ও লবণ ইত্যাদি দেখে যেতে পারেন।
৭।কম্পিউটারঃ
কম্পিউটারের ইতিহাস পড়তে যাবেন না।
ইনপুট আউটপুট ডিভাইস,সিপিইউ,মেমোরি, কম্পিউটার বাস,কম্পিউটারের নাম্বার ব্যবস্থা,অপারেটং সিস্টেম,ফার্মওয়্যার,অনুবাদক সফটওয়্যার,ভাইরাস ও ডেটাবেজ সিস্টেম পড়ুন শেষ সময়ে।
৮।তথ্যপ্রযুক্তিঃ
কম্পিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং,ব্লুটুথ,ওয়াইফাই,ওয়াইম্যাক্স,আইপি এড্রেস,ডোমেইন নেম,WWW,ইমেইল,সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সদর দপ্তর ও সিইও।
পরীক্ষার হলে কীভাবে দাগাবো?
পরীক্ষার হলে বসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল বুঝতে পারা প্রশ্নটি কেমন হলো?সহজ কথায় কাট মার্ক রেঞ্জ কেমন হবে আর আমি কয়টা দাগাবো।এটা বুঝতে পারা খুব কঠিন কাজ।কোভিডের লক ডাউন কাট মার্কস আগের থেকে ৪/৫ বাড়ায়ে দিয়ে গিয়েছে!!
দেখেন আপনি যদি সিরিয়াস স্টুডেন্ট হন তাহলে কয়টা দাগাবো এ প্রশ্ন আপনার জন্য না কারণ আপনি পারবেন ও বেশি আর সংখ্যা আপনার কাসে গুরুত্বপূর্ণ নয়।
তবে যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য এক গোলক ধাধা।
আমার মতে ১৩০-১৫০ এই রেঞ্জে দাগিয়ে আসে ভালো।
যা দাগাবো সঠিক দাগাবো এভাবে হলেও ১৩০ এর কম দাগানো উচিত হবে না কারণ কিছু ভুল হবেই।আবার সব তো কমন এভাবে দাগাতে দাগাতে ১৫০ এর বেশি দগানো ঠিক হবে না।
এখানে বেশি পেয়ে লাভ নাই।
আর প্রতিটি প্রশ্ন দাগানোর সময় নাম্বার দেখে দাগাবেন।মানে প্রশ্ন ১৪৩ এর উত্তর খ এটা প্রশ্নে দেখবেন আবার ওএমআরে দাগানোর সময় ও ১৪৩ এর খ দেখে দাগাবেন।নয়তো পারা ২/৩ টা প্রশ্ন নেগেটিভের খাতায় চলে যাবে যা আর রিকাভার করা সম্ভব না।
অনেকে গিয়ে বলবে আমি অমুক কোচিং টপার।এদের থেকে সাবধান।কারণ যে টপার সে বুদ্ধিমান লোক।উনি জানেন এই ভাষণ দেওয়া মানে সবাই ওনাকে বিরক্ত করবে।এটা কোন সিরিয়াস ক্যান্ডিডেটই চান না।
লিখেছেন:
Saifuzzaman Sumon
Recommended as
Assistant Superintendent Of Police(40th BCS)
Merit-30.
কৃতজ্ঞতা: জাকির বিসিএস স্পেশাল।
No comments