নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন | BCS প্রিলি প্রশ্নব্যাংক (৩৫ থেকে ৪৩ প্রিলি) | ব্যাখ্যাসহ
![]() |
ব্যাখ্যাসহ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে আসা বিসিএস প্রিলির প্রশ্নব্যাংক |
ব্যাখ্যাসহ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে আসা বিসিএস প্রিলির প্রশ্নব্যাংক |
পরীক্ষা: 35th BCS (Preli) General
পরীক্ষার তারিখ: ৬ মার্চ ২০১৫
মাক্স: ২০০
কোড : চামেলি কোড; ১
✪ প্রশ্ন: নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
ক) মানুষের আচরণের মনস্তাত্ত্বিক
ব্যাখ্যা প্রদান
খ) মানুষের জীবনের সফলতার দিকগুলো
আলোচনা
গ) সমাজে বসবাসকারী মানুষের আচরণ
ব্যাখ্যা
ঘ) সমাজে বসবাসকারী মানুষের
আচরণের আলোচনা ও মূল্যায়ন
☑ উত্তর: ঘ) সমাজে বসবাসকারী
মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
ব্যাখ্যা: সমাজে
বসবাসকারী মানুষের কাজের ভালো-মন্দ দিকগুলো মানুষের আচরণেরই দুটি রূপ। এগুলো
আলোচনার পাশাপাশি নীতিবিদ্যা এসব সম্পর্কে সমালোচনাও করে থাকে।
✪ প্রশ্ন: মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
ক) ঐচ্ছিক ক্রিয়া
খ) অনৈচ্ছিক ক্রিয়া
গ) ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
ঘ) ক ও গ নামক ক্রিয়া
☑ উত্তর: ক) ঐচ্ছিক ক্রিয়া
ব্যাখ্যা: নীতিবিদ্যা
সমাজে বসবাসকারী মানুষের কাজের ভাল-মন্দ, উচিত-অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে। আর
উপর্যুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঐচ্ছিক কাজ। অকস্মাৎ ঘটে যাওয়া ও অন্যের দ্বারা
প্রভাবিত হয়ে কোনো কর্মকাণ্ড নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে না।
✪ প্রশ্ন: মূল্যবোধ (Values) কী?
ক) মানুষের আচরণ পরিচালনাকারী
নীতি ও মানদণ্ড
খ) শুধুমাত্র মানুষের
প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
গ) সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার
প্রয়োজনীয় মনোভাব
ঘ) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
☑ উত্তর: ক) মানুষের আচরণ
পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
ব্যাখ্যা: মূল্যবোধের
সংজ্ঞা সম্পর্কে যেটা স্পেনসার বলেছেন ‘মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভাল
মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি বিষয় পছন্দ করার ক্ষেত্রে
ব্যবহৃত হয়।
✪ প্রশ্ন: সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
ক) আইনের শাসন
খ) নৈতিকতা
গ) সাম্য
ঘ) উপরের সবগুলো
☑ উত্তর: ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা: কোনো
সমাজে একক কোনো নীতিমালা মূল্যবোধের আকার ধারণ করে তালিকা নির্ধারণ করা অত্যন্ত
শক্ত, তবে আইনের শাসন, সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার নীতি ও ঔচিত্যবোধ গণতান্ত্রিক
সমাজে সর্বজনস্বীকৃত উপাদান আর এসবের উপর ভিত্তি করেই সামাজিক মূল্যবোধ গড়ে উঠে।
✪ প্রশ্ন: সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -
ক) মত প্রকাশের স্বাধীনতা
খ) প্রশাসনের নিরপেক্ষতা
গ) নিরপেক্ষ বিচার ব্যবস্থা
ঘ) নিরপেক্ষ আইন ব্যবস্থা
☑ উত্তর: ক) মত প্রকাশের
স্বাধীনতা
ব্যাখ্যা: গণতান্ত্রিক
সমাজ ব্যবস্থায় সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত বিষয়, যা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের
নিরপেক্ষতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ আইন ব্যবস্থা, প্রশাসনের স্বচ্ছতা
ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়গুলো পূর্ণমাত্রায় বজায় থাকলেও যদি মত প্রকাশের
স্বাধীনতা বিষয়টি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই সুশাসন থাকে না। কেননা, মত
প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই রাষ্ট্রীয় যাবতীয় কাজের সমালোচনা করে সুন্দর রাষ্ট্র
ব্যবস্থা গড়ে তোলা যায়।
✪ প্রশ্ন: সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে
সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?
ক) সুশাসনের সামাজিক দিক
খ) সুশাসনের অর্থনৈতিক দিক
গ) সুশাসনের মূল্যবোধের দিক
ঘ) সুশাসনের গণতান্ত্রিক দিক
☑ উত্তর: খ) সুশাসনের
অর্থনৈতিক দিক
ব্যাখ্যা: জাতিসংঘ
ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল
করা। আর দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র্য মানুষের ন্যূনতম দৈনিক
আয় ১.২৫ ডলারের উপর করতে হবে দারিদ্র্যসীমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য। আর
এজন্যই MDG-এর লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব দেয়।
✪ প্রশ্ন: “আইনের চোখে সব নাগরিক সমান।” - বাংলাদেশের সংবিধানের কত নম্বর
ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
ক) ধারা ০৭
খ) ধারা ২৭
গ) ধারা ৩৭
ঘ) ধারা ৪৭
☑ উত্তর: খ) ধারা ২৭
ব্যাখ্যা: “আইনের
চোখে সব নাগরিক সমান” ধারাটি বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ২৭তম ধারায় রয়েছে,
যেখানে নাগরিক অধিকারের বিষয়গুলোর নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
✪ প্রশ্ন: ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
ক) জাতিসংঘ
খ) ইউএনডিপি
গ) বিশ্বব্যাংক
ঘ) আইএমএফ
☑ উত্তর: গ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা: বিশ্বব্যাংক
সুশাসন সম্পর্কে ১৯৮৯ সালে ব্যাখ্যা দিতে গিয়ে বলে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ
সৃষ্টি করতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই। উপর্যুক্ত বিষয়গুলো
নিশ্চিত করার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা করা যায়।
✪ প্রশ্ন: ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
ক) সামাজিক অবক্ষয়ের
খ) মূল্যবোধ অবক্ষয়ের
গ) সুশাসনের
ঘ) শিক্ষার গুণগতমানের
☑ উত্তর: গ) সুশাসনের
ব্যাখ্যা: সুশাসন
একটি আপেক্ষিক ইস্যু। সমাজে বা রাষ্ট্রে সুশাসন আছে কি-না তা বোঝা যায় প্রশাসনিক
কাঠামো, দুর্নীতির অবস্থা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং গণমাধ্যমের ভূমিকা।
তবে উপর্যুক্ত বিষয়গুলোর মধ্যে গণমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের
নিয়ামকগুলোর সুস্থ ও বিকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরে ইতিবাচক জনমত সৃষ্টির
মাধ্যমে সুশাসনকে সুসংহত করে।
পরীক্ষা: 36th BCS (Preli) General
পরীক্ষার তারিখ: ০৮ জানুয়ারি ২০১৬
মাক্স: ২০০
কোড: দোলনচাঁপা কোড ; ১
✪ প্রশ্ন: নৈতিকভাবে বলা হয় মানবজীবনের–
ক) নৈতিক শক্তি
খ) নৈতিক বিধি
গ) নৈতিক আদর্শ
ঘ) সবগুলোই
☑ উত্তর: গ) নৈতিক আদর্শ
ব্যাখ্যা: ধর্ম,
ঐতিহ্য এবং মানব আচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব। শুভর প্রতি অনুরাগ ও অশুভর
প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে
সম্পর্কযুক্ত একটি বিশেষ গুণ হলো নৈতিকতা। প্রত্যেক ব্যক্তিই আইন বা অন্যান্য
বিষয়ের উপর একে প্রাধান্য দেয়। তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
✪ প্রশ্ন: ‘Power : A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা?
ক) ম্যাকিয়াভেলি
খ) হবস
গ) লক
ঘ) রাসেল
☑ উত্তর: ঘ) রাসেল
ব্যাখ্যা: ‘Power
: A New Social Analysis’ হলো দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি বিখ্যাত গ্রন্থ।
এটি প্রকাশিত হয় ১৯৩০ সালে। এই গ্রন্থে তিনি যুক্তি দেখিয়েছেন মানুষের সর্বশেষ ও
সর্বোচ্চ লক্ষ্য হলো ক্ষমতা।
✪ প্রশ্ন: ‘সুবর্ণ মধ্যক’ হলো–
ক) গাণিতিক মধ্যমান
খ) দুটি চরমপন্থার মধ্যবর্তী
পন্থা
গ) সম্ভাব্য সব ধরনের কাজের
মধ্যমান
ঘ) একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
☑ উত্তর: খ) দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
ব্যাখ্যা: ‘সুবর্ণ
মধ্যক’ হলো একটি দার্শনিক পরিশব্দ। ইংরেজিতে এটি হলো Golden Mean। এরিস্টিটল দুটি
চরমপন্থার মধ্যবর্তী অবস্থাকে সুবর্ণ মধ্যক (Golden mean) বলেছেন। যেমন- একদিকে
খুবই প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব। এই দুই অবস্থার মাঝামাঝিটি হলো 'সুবর্ণ
মধ্যক'।
✪ প্রশ্ন: নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায়–
ক) মৌলিক মূল্যবোধ সংক্রান্ত
সাধারন বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
খ) বাস্তবতার নিরিখে নির্দিষ্ট
আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
গ) দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত
করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি
ঘ) উপরের তিনটিই সঠিক
☑ উত্তর: ঘ) উপরের তিনটিই সঠিক
ব্যাখ্যা: নৈতিক
আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায় কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কর্মকর্তা,
কর্মচারীদের পেশাগত দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্যের পরিচিতি ও প্রযোজ্য নিয়মনীতি।
বাস্তবতার নিরিখে সকল প্রতিষ্ঠানের নৈতিক আচরণবিধি এক নাও হতে পারে। তাই সঠিক
উত্তরটি হবে (ঘ)।
✪ প্রশ্ন: ব্যক্তিগত মূল্যবোধ লালন করে–
ক) সামাজিক মূল্যবোধকে
খ) গণতান্ত্রিক মূল্যবোধকে
গ) ব্যক্তিগত মূল্যবোধকে
ঘ) স্বাধীনতার মূল্যবোধকে
☑ উত্তর: ঘ) স্বাধীনতার মূল্যবোধকে
ব্যাখ্যা: ব্যক্তিগত
মূল্যবোধ হলো ব্যক্তির স্বতন্ত্র মূল্যবোধ। এই মূল্যবোধে ব্যক্তির স্বাধীনতাকে
পালন করা হয়। যদিও নির্দিষ্ট কোনো গোষ্ঠী, সংস্কৃতি, ধর্ম, রাজনৈতিক দল, পরিবার,
বন্ধু-বান্ধব, জাতীয়তা, ইতিহাস প্রভৃতি ব্যক্তিগত মূল্যবোধ গঠনে সাহায্য করে।
তথাপি সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজস্ব অর্জিত জ্ঞান ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি
করে ব্যক্তিগত মূল্যবোধ প্রতিষ্ঠা লাভ করে। যেখানে অন্যান্য মূল্যবোধ থেকে
ব্যক্তিগত মূল্যবোধের প্রধান পার্থক্য হলো ব্যক্তির স্বাধীনতা বা স্বকীয়তা । তাই
সমাজের এক এক ব্যক্তির মূল্যবোধ এক এক রকম।
✪ প্রশ্ন: মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে–
ক) দুর্নীতি রোধ করা
খ) সামাজিক অবক্ষয় রোধ করা
গ) রাজনৈতিক অবক্ষয় রোধ করা
ঘ) সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
☑ উত্তর: খ) সামাজিক অবক্ষয় রোধ করা
ব্যাখ্যা: যে
চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার আচরণ ও কর্মকাণ্ডকে
নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলে। এই মূল্যবোধ শিক্ষার প্রধান লক্ষ্য
হলো সামাজিক অবক্ষয় রোধ করা।
✪ প্রশ্ন: সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে–
ক) সুসম্পর্ক গড়ে তোলে
খ) আস্থার সর্ম্পক গড়ে তোলে
গ) শান্তির সম্পর্ক গড়ে তোলে
ঘ) কোনোটিই নয়
☑ উত্তর: খ) আস্থার সর্ম্পক গড়ে তোলে
ব্যাখ্যা: সুশাসন
বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে
শাসিতের সম্পর্ককে বুঝায়। সম্পর্ক হতে পারে কয়েক ধরনের। তবে যেহেতু প্রশাসনের
জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের
অনুশাসন প্রভৃতি ছাড়া একটি দেশের সুশাসন ভাবা যায় না, তাই সুশাসন ব্যবস্থায় শাসক ও
শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠে। এই আস্থার সম্পর্ক যত শক্তিশালী হবে,
সুশাসন তত মজবুত হবে।
✪ প্রশ্ন: সুশাসনের পূর্বশর্ত হচ্ছে–
ক) অর্থনৈতিক উন্নয়ন
খ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
গ) সামাজিক উন্নয়ন
ঘ) সবগুলোই
☑ উত্তর: খ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
ব্যাখ্যা: সুশাসনের
পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ছাড়া
সুশাসন প্রতিষ্ঠা সম্ভবপর হয় না। প্রশ্নের (ক) ও (গ) নং অপশন খ নং এ থাকায় সঠিক
উত্তর হবে (খ)। ঘ নং অপশনটি যদি ও ভিন্ন কিছু নয়, কিন্তু আইকিউ বিবেচনায় সেটি ভুল
হবে।
✪ প্রশ্ন: একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
ক) স্বাধীনতা
খ) ক্ষমতা
গ) কর্মদক্ষতা
ঘ) জনকল্যাণ
☑ উত্তর: ঘ) জনকল্যাণ
ব্যাখ্যা: একজন
জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধগুলো হলো সততা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, জবাবদিহিতা
প্রভৃতি। তবে সবগুলোই জনকল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় জনকল্যাণ-ই হবে একজন
জনপ্রশাসকের প্রধান মৌলিক মূল্যবোধ।
✪ প্রশ্ন: সুশাসনের পথে অন্তরায়–
ক) আইনের শাসন
খ) জবাবদিহিতা
গ) স্বজনপ্রীতি
ঘ) ন্যায়পরায়ণতা
☑ উত্তর: গ) স্বজনপ্রীতি
ব্যাখ্যা: সুশাসনের
অন্তরায়গুলো হলো- স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়ম ইত্যাদি। অন্যদিকে আইনের শাসন,
জবাবদিহিতা ও ন্যায়পরায়ণতা হলো সুশাসনের বৈশিষ্ট্য।
No comments