গবেষণা প্রস্তাবনার ধাপসমূহ | Steps of Research Proposal
গবেষণা কী? গবেষণা কাকে বলে?
সুশৃঙ্খল পদ্ধতি অনুসরণ করে সত্যকে অনুসন্ধান করাকেই গবেষণা বলা যেতে পারে।
শিক্ষাবিদ মৌলির মতে-
পরিকল্পিত ও ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহপূর্বক সেই তথ্যের বিশ্লেষণ এবং ব্যাখ্যার মাধ্যমে যখন কোনো সমস্যার নির্ভরযোগ সমাধান খুঁজে পাওয়া যায় তখন সেই পদ্ধতিকে গবেষণা বলা হয়।
সুতরাং বলা যায় যে,
সুনির্দিষ্ট এক বা একাধিক গবেষণা পদ্ধতি অনুসরণ করে কোনো সীমায়িত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ বা সত্য আবিষ্কার করে জ্ঞানের শুন্যতা পূরণ করাই বস্তুত গবেষণা।
গবেষণা-প্রস্তাব (Research Proposal)
গবেষণার কাজ সম্পাদনের জন্য যে পরিকল্পনা করা হয় তাই মূলত গবেষণা-প্রস্তাব। অর্থাৎ, Research proposal is the blue print of future activities of a research.
সামগ্রিকভাবে বলা যায়, গবেষণা-প্রস্তাব একটি লিখিত দলিল। এই দলিলে গবেষণার সমস্যা, বিবরণ, লক্ষ্য, পরিধি, সীমাবদ্ধতা, গবেষণা পদ্ধতি, নমুনায়ন, বিশ্লেষণ, সম্ভাব্য ফলাফল প্রভৃতি বিধৃত থাকে। বলা হয়, "A research proposal provides a preview of why a study will be undertaken an how it will be conducted. It is s useful device for planning and may be required in some circumstances." সুলিখিত গবেষণা-প্রস্তাব নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অনুমোদন লাভ করে মান সম্পন্ন গবেষণার ক্ষেত্র প্রস্তুতিতে ভূমিকা রাখে।
গবেষণা প্রস্তাবনার কাঠামো
একটি গবেষণা-প্রস্তাবনায় সাধারণত চারটি অধ্যায় লক্ষ্য করা যায়। যথা:
০১) প্রথম অধ্যায়: ভূমিকা (Introduction)
০২) দ্বিতীয় অধ্যায়: সাহিত্য পর্যালোচনা (Literature Review)
০৩) তৃতীয় অধ্যায়: গবেষণা পদ্ধতি (Research Methodology)
০৪) চতুর্থ অধ্যায়: উপসংহার (Conclusion)
গবেষণা প্রস্তাবনার উদ্দেশ্য
১) গবেষণার পরিপূর্ণ কাঠামো সম্পর্কে অগ্রিম ধারণা অর্জন করা যায়।
২) গবেষণার সমস্যা তথা গবেষণার উত্থাপিত প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা যায়।
৩) গবেষণার সম্ভাব্যতা ও সীমাবদ্ধতা সম্পর্কে জানা যায়।
৪) গবেষণার ফলাফল ও কার্যকারিতা সম্পর্কে ধারণা অর্জন করা যায়।
গবেষণা প্রস্তাবনার ধাপসমূহ
সাধারণত নিম্নের বিষয়সমূহ যে কোনো (বিশেষত সাহিত্য গবেষণা) গবেষণার-প্রস্তাবে অন্তর্ভুক্ত হতে পারে
০১) শিরোনাম (Title)
০২) ভূমিকা (Introduction)
০৩) বিষয় বা সমস্যার বিবরণ (Statement of the problem)
০৪) প্রায়োগিক/ কার্যকরী সংজ্ঞা (Operational definition of the term used)
০৫) লক্ষ্য/ উদ্দেশ্য (Objective)
৫.১) সাধারণ লক্ষ্য/ উদ্দেশ্য (General objective)
৫.২) বিশেষ লক্ষ্য/ উদ্দেশ্য (Specific objective)
০৬) প্রাসঙ্গিক রচনাবলির সমালোচনা/ সাহিত্য পর্যালোচনা (Literature review)
০৭) যৌক্তিকতা (Justification)
০৮) পরিধি (Scope/ Research area)
০৯) সীমাবদ্ধতা (Limitation)
১০) সম্ভাব্যতা (Feasibility)
১১) গবেষণা-পদ্ধতি (Research methodology)
১২) উৎস (Sources)
১২.১) মুখ্য উৎস (Primary sources)
১২.২) গৌণ উৎস (Secondary sources)
১৩) নমুনায়ন (Sampling)
১৪) অধ্যায় পরিকল্পনা (Chapterization/ Organization of the thesis)
১৫) পূর্বানূমান (Hypothesis)
১৬) সম্ভাব্য বাজেট (Budget)
১৭) সময় বন্ঠন (Time planning)
১৮) অন্যান্য পরিকল্পনা (Others planning)
১৯) উপসংহার (Conclusion)
২০) সম্ভাব্য গ্রন্থপঞ্জি/ প্রাসঙ্গিক গ্রন্থপঞ্জি (Tentative Bibliography)
লিখেছেন-
মো. এনামুল হাসান কাওছার
শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
তথ্যসূত্র:
১) সফিকুন্নবী সামাদী, গাজী মোঃ সাইফুজ্জামান ও মোঃ মেহেদী হাসান রচিত 'সাহিত্য-গবেষণা বিষয় ও কৌশল', বিশ্বসাহিত্য ভবন, ঢাকা। (তৃতীয় প্রকাশ, মে ২০১৭)
২) প্রফেসর ড. শেখ মোঃ রেজাউল করিম সম্পাদিত প্রফেসর ড. মনিরা জাহান ও প্রমুখ রচিয়িতা কর্তৃক রচিত 'ব্যাচেলর অব এডুকেশন শিক্ষায় গবেষণা Research in Education বিষয় কোড: ৮২২২৬৩', শিক্ষা মন্ত্রনালয়, ঢাকা। (প্রথম মুদ্রণ, ডিসেম্বর ২০১৮
৩) ইন্টারনেট
No comments