কনস্তান্তিন স্তানিস্লাভস্কি এর অভিনয় পদ্ধতির নক্সা | Diagram of Stanislavski's System
Constantin Stanislavski (1863 – 1938):
An Actor, Director, Playwright, Teacher & Constantin Stanislavski is the creator of “The System” basis for modern-day “method acting”. Cofounder of the Moscow Art Theater (MAT) in 1897 with Vladimir Danchenko.
পরিবার প্রদত্ত নাম: কনস্তানতিন সারগেয়েভিচ আলেক্সেইয়েভ।
Constantin Stanislavski's Book:
"An Actor Prepares" (An Actor Prepares was first published as a single volume in English at 1936. In the Russian language 'Рабо́та актёра над собо́й'- An Actor's Work on Himself in the Creative Process of Experience at 1938). Chapters of "An Actor Prepares"-
1) The First Test (প্রাথমিক পরীক্ষা)
2) When Acting Is an Art (অভিনয় যখন শিল্পকর্ম)
3) Action (নাট্যক্রিয়া)
4) Imagination (কল্পনাশক্তি)
5) Concentration of Attention (মনঃ সংযোগ)
6) Relaxation of Muscles (পেশী শিথিল করা)
7) Units and Objectives (ইউনিট ও লক্ষ্যবস্তু)
8) Faith and a Sense of Truth (আস্থা ও সত্যবোধ)
9) Emotion Memory (আবেগ-স্মৃতি)
10) Communion (ভাবসংযোগ)
11) Adaptacion (অভিযোজন)
12) Inner Motive Forces (অভ্যন্তরীণ পরিচালিকা শক্তি)
13) The Unbroken Line (অবিচ্ছিন্ন রেখা)
14) The Inner Creative State (অভ্যন্তরীন সৃষ্টিশীল অবস্থা)
15) The Super-Objective (মহত্তর/ চূড়ান্ত লক্ষ্য)
16) On the Threshold of the Subconscious (অবচেতনতার দ্বারদেশে)
"Building a Character" (Building a Character was first published in English at 1950. Russian: "Работа актера над собой"- An Actor's Work on Himself or Herself in the Creative Process of Physical Characterisation at 1955. World War II delayed the publication of Building a Character for more than ten years)" and "Creating a Role” was published in Russian language at 1957 & in English language at 1961.
Contents of "Building a Character"
1) Toward a Physical Characterization (শারীরিক চরিত্রায়নের পথে)
2) Dressing a Character (চরিত্রের অঙ্গসজ্জা)
3) Characters and Types (চরিত্র ও টাইপ)
4) Making the Body Expressive (দেহ ও অভিব্যক্তি)
5) Plasticity of Motion (গতিছন্দে নমনীয়তা)
6) Restraint and Control (সংযম ও নিয়ন্ত্রণ)
7) Diction and Singing (উচ্চারণ ও সঙ্গীত)
8) Intonations and Pauses (স্বরাঘাত ও বিরতি)
9) Accentuation: The Expressive Word (স্বরাঘাত)
10) Perspective in Character Building (চরিত্র নির্মাণে পরিপ্রেক্ষিত বিচার)
11) Tempo-Rhythm in Movement (গতির মধ্যে ছন্দলয়)
12) Speech Tempo-Rhythm (সংলাপ উচ্চারণে ছন্দলয়)
13) Stage Charm (মঞ্চমায়া সঞ্চার)
14) Toward an Ethics for the Theatre (থিয়েটারের নীতিশাস্ত্র)
15) Patterns of Accomplishment (প্রতিপাদিত বিষয়ের নক্সা)
16) Some Conclusions on Acting (অভিনয় সম্পর্কে কয়েকটি কথা)
কনস্তান্তিন স্তানিস্লাভস্কি এর অভিনয় পদ্ধতির মূল প্রশ্ন
১) অভিনেতা কী উপায়ে অভিনয় করবেন?
২) কী উপায়ে অভিনয়ের মাধ্যমে অভিনেতা নাটকের অর্থ দর্শকবৃন্দের প্রতি বহন করতে পারেন?
৩) কী উপায়ে অভিনয় করলে 'আন্তরিকতাশুণ্য', 'ভাণ', অথবা 'নকল' মনে হবে না, বরং মনে হবে জীবন নতুন করে, 'সত্য'রূপে 'পাঠ' করা হলো?
জাদুর যদি সূচনাবিন্দু হিসেবে কাজ করে এবং সুপ্ত কল্পনাকে উদ্দীপ্ত করে। জাদূর যদি ও প্রদত্ত পরিস্থিতি একে অপরের সম্পূরক। ইলাস্ট্রেশন: মো. এনামুল হাসান কাওছার, শিক্ষার্থী, জবি। |
Three Directives (কনস্তান্তিন স্তানিস্লাভস্কি এর অভিনয় পদ্ধতির তিনটি লক্ষ্য/ নির্দেশনা)
1. "the art of the dramatic actor is the art of internal and external actions"
(অভিনয় মূলত অভিনেতৃর অভ্যন্তরীণ ও বাহ্যিক কর্মের সমন্বিত শিল্প।)
2. "the truth of passions and plausibility [verisimilitude (সত্যতা/ আপাত সত্য)] of feeling within suggested circumstances"
(প্রদত্ত পরিস্থিতির মধ্যে আবেগের সত্যতা এবং অনুভুতির যৌক্তিকতা নিহিত থাকে।)
3. "the subconscious creativity of nature itself through the concise (সংক্ষিপ্ত) psycho-technique of the actor"
(সংক্ষিপ্ত সাইকো-টেকনিকের মাধ্যমে অভিনেতা অবচেতন সৃজনশীলতায় আরোহন করে।/ অভিনেতা কর্তৃক সংক্ষিপ্ত সাইকো-টেকনিকের (সচেতনতার) মাধ্যমে অচেতনতায় উত্তরণ।)
স্তানিস্লাভস্কির সিস্টেম সম্পর্কে ৩টি অতিগুরুত্বপূর্ন বিষয় হলো-
১) অভিনেতার ধারাবাহিক চর্চা।
২) মহড়ার সময় রোল (চরিত্র) তৈরি।
৩) অভিনেতার দ্বৈত-সত্ত্বা।
স্তানিস্লাভস্কির সিস্টেম এই তিনটি বিষয়ের উপর গুরুত্বারোপ করে।
স্তানিস্লাভস্কির মতে, "অচেতনের উপর জোর করা অসম্ভব।" কারণ, আবেগ কখনই সচেতন ইচ্ছার মাধ্যমে উপস্থাপন করা যায় না। এজন্য প্রয়োজন, সচেতনতার মাধ্যমে 'ফাঁদ' পাতা। "এককথায় স্তানিস্লাভস্কির অভিনয় পদ্ধতি সচেতনতার মাধ্যমে অচেতনতায় (প্রস্তাবিত চূড়ান্ত লক্ষ্যে) পৌঁছানোর পথ।" (Through the conscious to the unconscious.)
চিত্র ১: কনস্তান্তিন স্তানিস্লাভস্কি এর অভিনয় পদ্ধতির নক্সা, ১৯৩৪ | Diagram of Stanislavski's System, 1934 |
চিত্র ২: কনস্তান্তিন স্তানিস্লাভস্কি এর অভিনয় পদ্ধতির নক্সা, ১৯৩৪ | Diagram of Stanislavski's System, 1934 |
চিত্র ৩: কনস্তান্তিন স্তানিস্লাভস্কি এর অভিনয় পদ্ধতির রুশ নক্সা (রুশ ভাষায়) | Diagram of Stanislavski's System |
চিত্র ৪: কনস্তান্তিন স্তানিস্লাভস্কি এর অভিনয় পদ্ধতির রুশ নক্সা (ইংরেজি অনুবাদ) | Diagram of Stanislavski's System |
চিত্র ৫: কনস্তান্তিন স্তানিস্লাভস্কি এর অভিনয় পদ্ধতির রুশ নক্সার স্থিরচিত্র (বাংলা অনুবাদ) |
চিত্র ৬: কনস্তান্তিন স্তানিস্লাভস্কি এর অভিনয় পদ্ধতির নক্সা, ১৯৮২ | Diagram of Stanislavski's System, 1982, Reference: Jean Benedetti, Stanislavski: An Introduction (London: Metheun, 1982), P. 61 |
চিত্র ৭: কনস্তান্তিন স্তানিস্লাভস্কি এর অভিনয় পদ্ধতির নক্সা (বাংলা অনুবাদ) কৃতজ্ঞতা: অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। |
No comments