দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

বাংলাদেশ বিষয়াবলি (সংবিধান) | স্পেশাল মডেল টেস্ট- বিসিএস প্রস্তুতি

 




বাংলাদেশ বিষয়াবলি (সংবিধান) | স্পেশাল মডেল টেস্ট- বিসিএস প্রস্তুতি

১. সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?

শেখ মুজিবুর রহমান

রাজিয়া বানু

ড. কামাল হোসেন

খালেদ মোশাররফ


উ: ড. কামাল হোসেন।


২. সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?

বেগম রাজিয়া বানু

নুরজাহান

শামসুন্নাহার

রোকেয়া


উ: বেগম রাজিয়া বানু


৩. বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?


উ: ২ টি


৪.বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?

১২

১৩

৫৩

১১


উ: ১১ টি।


৫. বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?

১৫২

১৫৩

১৫১

১৫৭


উ: ১৫৩ টি।


৬. বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?

আব্দুর রউফ

আনিসুল হক

রাজিয়া বানু

শেখ মুজিব 


উ: আবদুর রাউফ।


৭. একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত বছর বয়সে?

২৫

৩০

৩৫

৩৭


উ: ৩৫


৮. সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

২৫

২৮

৩৮

৩৭


উত্তর: ৩৭ অনুচ্ছেদে।


৯. সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?

৩৮

৪০

৪২

৪১


উত্তর: ৩৮অনুচ্ছেদে।


১০. বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?

৩৯(২)ক

৩৬

৪০

৪১


উত্তর:  ৩৯(২)ক অনুচ্ছেদে


১১.ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?

৭৭

৭৮

৯৯

৯০


উত্তর: ৭৭ অনুচ্ছেদে।


১২. জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?

১৯৮১

১৯৮৩

১৯৫৬

১৯৮০


উত্তর: ১৯৮০ সালে।


১৩. বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?

১৮

১৯

১৬

১৭


উত্তর: ১৭ বার 

 

১৪. ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?

১৯৮৪

১৯৭৫

১৯৭৭

১৯৮১


উত্তর:  ১৯৭৫।


১৫. সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে?

৭০

৬৫

৬০

৮০

উত্তর: ৬০ জন।


১৬. সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?

২০

২১

২৩

২৫


উত্তর: ২২ অনুচ্ছেদ।


১৭. “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?

২৬

২৭

২৮

২৯

উত্তর: ২৭ অনুচ্ছেদে।


১৮.  জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়?

১৯৬১

১৯৬৩

১৯৬২

১৯৬৪

উত্তর: ১৯৬২ সালে।


১৯. যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -

৪৫

৫০

৪৭

৫২

উত্তর: ৪৭


২০. বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?

৪র্থ

৫ম

৩য়

২য়

উত্তর: চতুর্থ


বি:দ্র: মডেল টেস্ট পড়া শেষ হলে Done লিখতে ভুলবেন না।


No comments

Powered by Blogger.