দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

পানি ডায়া / প্যারা চুম্বক ? পানি ডায়া চুম্বক পদার্থ

পানি ডায়া চুম্বকের উদাহরণ

প্রশ্ন: পানি ডায়া / প্যারা চুম্বক ? 

উত্তর: পানি ডায়া চুম্বক পদার্থ। 


উচ্চ মাধ্যমিক পদার্থ বিজ্ঞান ২য় পত্রের ৪র্থ অধ্যায়ে ডায়া, প্যারা ও ফেরো চুম্বকের সংজ্ঞায় বলা আছে-

যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে প্যারা চুম্বক বলে।" 

যেমন: 

  • সোডিয়াম
  • এন্টিমনি
  • প্লাটিনাম
  • ম্যাঙ্গানিজ
  • তরল অক্সিজেন
  • ক্রোমিয়াম
  • আর্মেনিয়াম

এগুলো হলো প্যারা চুম্বক পদার্থ। 


যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে ডায়াচৌম্বক বলে ।

যেমন : 

  • তামা
  • রুপা
  • দস্তা
  • বিসমাথ
  • সীসা কাচ
  • মার্বেল
  • হিলিয়াম
  • পানি
  • আর্গন
  • সোডিয়াম ক্লোরাইড

উপর্যুক্ত পদার্থগুলো ডায়া চুম্বকের উদাহরণ। কাজেই, পানি ডায়া চুম্বক পদার্থ।  


যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরো চুম্বক বলে ।
যেমন : 

  • লোহা
  • নিকেল
  • কোবাল্ট প্রভৃতি। 


কৃতজ্ঞতা: জাকির বিসিএস স্পেশাল।

No comments

Powered by Blogger.