দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

৪১তম বিসিএস লিখিত পরীক্ষার বাংলা থেকে ইংরেজি অনুবাদ



৪১তম বিসিএস লিখিত পরীক্ষার বাংলা থেকে ইংরেজি অনুবাদ

দৈনিক প্রথম আলো মতামত , ২১ জুন,২০২১ (২০ তারিখের নিউজ)

✍️
যুদ্ধ, নিপীড়ন, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে আজ সারা বিশ্বে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত।
==At present, more than 82 million people around the world are displaced to save them from war, oppression, violence and human rights abuses.
বাস্তুচ্যুত মানুষের এ রেকর্ড সংখ্যা পুরো বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক।
==This record number of the displaced people is almost half of the total population of Bangladesh.
✍️
সারা বিশ্বে বাস্তুচ্যুতির প্রধান উৎসের পাঁচটি দেশের একটি মিয়ানমার, যেখান থেকে ২০১৭ সালে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে।
==Myanmar is one of the five major sources of displacement across the world, from where about 10 lakh Rohingya fled to Bangladesh being refugee in 2017.
✍️
উদার মানবিকতার দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশ চার বছর ধরে এসব রোহিঙ্গা শরণার্থীকে কক্সবাজারে আশ্রয় দিচ্ছে।
==Bangladesh has been sheltering these Rohingya refugees in Cox's Bazar for four years as an example of liberal humanity.
✍️
এই শরণার্থীরা নিজ দেশে ফিরে যেতে চায়; কিন্তু তাদের নিরাপত্তা, মর্যাদা এবং মিয়ানমারের নাগরিক হওয়ার একটি সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সেটা সম্ভব নয়।
==These displaced refugees want to return to their respective country. But it is not possible without a fair plan for their security, dignity and citizenship of Myanmar.
✍️
তার আগপর্যন্ত এখানে আমরা তাদের সুরক্ষা, সহায়তা ও নিরাপত্তা দিয়ে যাচ্ছি।
==Until then, we have been providing them protection, support and safety.
✍️
প্রত্যেক শরণার্থীর রয়েছে ব্যক্তিগত দুঃখ–কষ্ট ও যন্ত্রণার ইতিহাস।
==Every refugee has a history of individual suffering and misery.
✍️
বিশ্ব শরণার্থী দিবসের এই দিনে আমরা স্মরণ করি তাদের দৃঢ় প্রত্যয় ও টিকে থাকার মনোভাবকেও।
==We also remember their firm conviction and the struggle of survival on this day of World Refugee Day.
✍️
তারা নিয়মিত সংগ্রাম করে যাচ্ছে মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে। তারা আশাবাদী, একদিন তারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবে।
==They are regularly struggling to survive with dignity. They are optimistic that one day they will return to Myanmar, their homeland.
✍️✍️

কৃতজ্ঞতা: Farhana Islam

No comments

Powered by Blogger.