দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

কই সেই দিন?

 

কই সেই দিন? 

মোঃ নূরে আলম হায়দার 


কই সেই দিন?

এক সাথে বসে কথা বলার

কাঁধে হাত রেখে পথ চলার

বসে এক সাথে বাজানো বিন...


কই সেই দিন?

সেই রাস্তার পাসে কেরাম খেলা

আড্ডার সেই মিলন মেলা

কোথায় হয়ে গেল বিলীন।


কই সেই দিন....

সেই রাতের গভীরে আড্ডার ছল

বলা বাবা আসছে তারাতারি চল

পারব কি শোধ করতে তোমার ঋন...


কই সেই দিন? 

এক হাতে লাটি এক হাতে বল

দিন গরিয়ে এলো বিকাল খেলব চল,

আর কি বাজবে না দাওয়াতের বিন!


কই সেই দিন? 

গাছের গোড়ায় বসে অপেক্ষা করা

চার দিকে তার নজর কড়া,

বুকের পাশে রঙ্গিত বন্ধু রঙিন। 


কই সেই দিন? 

সেই লুডুর আসরে বসে পরা

তাল গাছটাকে নজর করা

রটানো কু পিন।


কই সেই দিন?

মিল ঘড়টা আজ পরে আছে একা

হয়না করো কারো সাথে দেখা

দক্ষিণে বসে হাওয়া খাওয়ার দিন।


কই সেই দিন? 

রাতের আঁধারে হাতে বাঁশি 

কেউ ভাবে কারো মুখে অট্ট হাসি

কাঁপছে বুকটা চিন চিন।


কই সেই দিন...

রাতের গভীরে আসা ফোন

বন্ধু তারাতারি সব গোছা কথা শোন

এসব ফ্যাকে ঋণ। 


কই সেই দিন?

ইফতারের কাতারের সামনে বসা

চুপি চুরি আর নামাজে হাসা

আমি তো তার ঋনী চিরদিন। 

No comments

Powered by Blogger.