দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

রোভার জোবায়ের সাংবাদিকতার পাশাপাশি আর্তমানবতার সেবায় রেখেছেন উল্লেখযোগ্য অবদান

রোভার জোবায়ের সাংবাদিকতার পাশাপাশি আর্তমানবতার সেবায় রেখেছেন উল্লেখযোগ্য অবদান


দ্যা ডেইলি এডুকেশন ফিচার ডেস্ক- 

বাবা আমিনুল ইসলাম ও মা রাশেদা আকতারের ঘর আলোকিত করে ০৮ ফেব্রুয়ারী ১৯৯৮ইং তারিখে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন এহসানুল মাহবুব জোবায়ের।

তিনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে একাডেমিক যাত্রারম্ভের পাশাপাশি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাথে যুক্ত হন। পরবর্তীতে সহকারী রোভার মেট ও ২০১৯-২০ শিক্ষাবর্ষে রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০-২১ শিক্ষাবর্ষে রোভার ইন কাউন্সিলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালে রোভার মেট কোর্স, ২০২০ সালে স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স এবং যথাসময়ে স্তর ভিত্তিক তিনটি দক্ষতা কোর্স সফলভাবে সুসম্পন্ন করেছেন। 

পাশাপাশি তিনি দেশের প্রাচীন জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক ইত্তফাকের সাথে যুক্ত আছেন। বিভিন্ন সময়ে রোভার স্কাউটের অর্জন, কর্মসূচী ও তৎপরতা গুরুত্বের সাথে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেছেন। বাংলাদেশ স্কাউটস এর মুখপাত্র 'অগ্রদূত' এ নিয়মিত লেখালেখি করে আসছেন। একাডেমিক ও সাংগঠনিক কাজে দক্ষতার পাশাপাশি জবি রোভার স্কাউট গ্রুপের দলীয় দায়িত্ব সুচারুভাবে পালনসহ তিনি নানাবিধ সেবামূলক ব্যতিক্রমধর্মী কাজ-এ মানবকল্যাণে সর্বদা নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গণে একজন দক্ষ সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সুনাম অর্জন করেছেন।

জেলা স্কাউটস ও জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন। যেমন- বৈশ্বিক মহমারী করোনায় দুস্থদের জন্য খাবার বিতরণের নিমিত্তে অর্থ তহবিল গঠনে সহায়তা, শীতবস্ত্র বিতরণ, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ডেংগু প্রতিরোধে সচেতনতা তৈরি, বিশ্ববিদ্যালয় দিবস, স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় দায়িত্বপালন, শিশু দিবস, জাতীয় দিবস সমূহ-সহ অন্যান্য কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত স্কাউটিং ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে নিয়মিত ফিচার ও কলাম লিখে স্কাউটিং ও ইতিবাচক সমাজ বিনির্মাণে অবদান রেখে যাচ্ছেন। 

এছাড়া, ২০ ফেব্রুয়ারি ২০১৯, রাত ১০টা ১০ মিনিটে রাজধানী ঢাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। চকবাজার ট্রাজেডিতে জীবনের ঝুঁকি নিয়ে রাতে কাজ করেন জবির ২জন রোভার। পরবর্তীতে ২১ তারিখ রোভার জোবায়েরসহ জবির ২০জন রোভার উৎসুক জনতার ভীড় সামলাতে এবং অগ্নিনির্বাপণ শেষে উদ্ধার কাজ ত্বরান্বিত করতে সর্বাত্মক সহযোগিতা করেন।

বর্তমানে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য সচিব হিসেবে দায়িত্বরত আছেন। 


No comments

Powered by Blogger.