জুর্সার সভাপতি আকমল সম্পাদক ওমর
জুর্সার সভাপতি আকমল সম্পাদক ওমর
দ্য ডেইলি এডুকেশন ডেক্স
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট এলামনাই এসোসিয়েশন (জুর্সা) এর নতুন নির্বাহী পরিষদ (২০২১-২৩) গঠন করা হয়েছে।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ- কমিশনার এডভোকেট খাঁন মো. পীর-ই আজম আকমল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনার মু.ওমর আলী। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোর হল রোমে জুর্সার বার্ষিক সাধারন সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়।
No comments