দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের চার্টার ডে অনুষ্ঠিত



যুব সংগঠন রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের ৮ম চার্টার ডে অনুষ্ঠিত

দ্যা ডেইলি এডুকেশন ডেস্ক

আজ ৫ই ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হয় চার্টার ডে প্রোগ্রাম। বিশ্বব্যাপী গড়ে উঠা সেবমূলক সংগঠন গুলোর মধ্যে অন্যতম প্রাচীন রোটারি ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন রোটারেক্ট ক্লাব। রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮১ বাংলাদেশ এর রোটারি ক্লাব অব ঢাকা তিলোত্তমার যুব সংগঠন  ক্লাব রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দন। রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দন এর প্রতিষ্ঠা হয় ২০১৩ সালের ২৭ অক্টোবরে প্রতিষ্ঠাতা সভাপতি রোটারেক্টর রবিউল ইসলাম রবিন এর হাত ধরে এবং  পরবর্তীতে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি রোটারি ইন্টারন্যাশনাল এর সনদ প্রাপ্ত হয়।


চার্টার ডে প্রোগ্রামে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের পার্টনার ক্লাব রোটারি ক্লাব অব ঢাকা তিলোত্তমা রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পিপি রোটারিয়ান মর্তুজা আলী, বর্তমান সভাপতি রোটারিয়ান আতিকুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ ইরফান, রোটারিয়ান পারভেজ, রোটারিয়ান এবি সিদ্দিক মানিক, রোটারিয়ান নজরুল,অনন্যা ঢাকা রোটারি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান সাইমা রহমান।


এছাড়াও উপস্থিত ছিলেন রোটারেক্ট অঙ্গনের ডিআরআর ইলেক্ট ২০২১-২২ পিপি মোস্তাফিজুর রহমান, আইপি ডিআরআর রোটারিয়ান আবু বকর সিদ্দিক রুপম, পিডিআরআর রোটারিয়ান মাসুম উল আলম,স্কাটন নর্থ রোটারেক্ট ক্লাবের পিপি মেহেদী, উত্তরা ক্লাবের পিপি রিফাত, ঢাকা ক্যান্টনমেন্ট ক্লাবের পিপি সজীব, ঢাকা ফোর্ট ক্লাবের পিপি শাফী, ঢাকা কর্মাস কলেজ ক্লাবের পিপি তানভীর, গ্রেটার যশোর ক্লাবের পিপি শাহরুখ, শ্যামলী ঢাকা ক্লাবের আরপিপি কাউসার, গুলশান ক্লাবের পিপি কাইয়ুমসহ অন্যান্য রোটারেক্টগন।


চার্টার ডে প্রোগ্রামের আয়োজন শুরু হয় রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের অন্যতম নিয়মিত প্রোজেক্ট  উইন্টার কিডস ডিস্টিভিসন প্রোগ্রাম উষ্ণ এর মাধ্যমে। উষ্ণ-২১ প্রোজেক্টে ৫০ জনেরও অধিক রিকশাওয়ালা এবং সিএনজি চালকদের মাঝে মাস্ক এবং ভ্যাসলিন বিতরণ করা হয়।


উষ্ণ প্রোজেক্ট শেষে রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের ১০০ তম রেগুলার মিটিং শুরুর উদ্বোধন করেন রোটারেক্ট ক্লাব তিলোত্তমা স্পন্দনের ২০২০-২১ এর প্রেসিডেন্ট রোটারেক্টর সাখাওয়াত হোসেন। পবিত্র কোরআান তেলওয়াত এবং জাতীয় সংগীত ১০০তম রেগুলার মিটিং এর আয়োজন স্মরণীয় করে রাখতে কেক কেটে সেলিব্রেশন করা হয়। ১০০ তম রেগুলার মিটিং শুরুর পূর্বে ২০১৯-২০ এর ক্লাব সভাপতি রোটারেক্টর সায়েম সভাপতির কলার বর্তমান সভাপতি রোটারেক্টর সাখাওয়াতের কাধে হস্তান্তর করেন।


ক্লাবের বিগত একটি বছরের কার্যক্রম সম্পর্কে আলোচনা করে বিদায়ী প্রেসিডেন্ট রোটারেক্ট সায়েমকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোটারেক্ট ডিস্ট্রিক্ট থেকে আগত সকল রোটারেক্টদের লিডারদেরসহ সকলকে রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের সকল কার্যক্রম সম্পর্কে অবহিত করে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টের সাখাওয়াত ক্লাবের ১০০তম রেগুলার মিটিং  সমাপ্ত ঘোষণা  করে পরবর্তী কার্যক্রম পরিচালনার সময় নেন।


১০০তম রেগুলার মিটিং শেষে  রোটারেক্ট ক্লাব তিলোত্তমা স্পন্দনের ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে   চার্টার ডে প্রোগ্রামের মূল আয়োজন শুরু হওয়ার আগ মূহুর্তে বার বি কিউ পার্টির উদ্বোধন করেন রোটারি ক্লাব অব তিলোত্তমার ২০২১-২২ এর প্রেসিডেন্ট ইলেক্ট সম্মানীত রোটারিয়ান নূরে ইরফান। বার বি কিউ পার্টি উদযাপনের পর রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের মূল আয়োজন চার্টার ডে প্রোগ্রাম শুরু হয় পুনরায় কেক কেটে সেলিব্রেশনের মাধ্যামে।


চার্টার ডে প্রোগ্রাম পরিচালনা করেন রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের চার্টার প্রেসিডেন্ট রোটারেক্টর রবিউল ইসলাম রবিন। চার্টার প্রেসিডেন্ট রোটারেক্টর রবিন পার্টনার ক্লাব রোটারি ক্লাব অব ঢাকা তিলোত্তমার চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মর্তুজা স্যারের কথা বলে রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের স্মৃতিচারণ করে সকলের সামনে পরিচয় করিয়ে দেন রোটারিয়ান মর্তুজা আলীকে।


মর্তুজা স্যার রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের ভূয়সী করে রোটারি ক্লাব অব ঢাকা তিলোত্তমার বর্তমান প্রেসিডেন্ট আতিকুল ইসলাম স্যার এবং রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের বর্তমান প্রেসিডেন্ট রোটারেক্ট সাখাওয়াত কে ধন্যবাদ জানান এছাড়াও ক্লাব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখায় চার্টার প্রেসিডেন্ট রোটারেক্টর রবিন সহ সকলকে ধন্যবাদ জানান।


পরবর্তীতে রোটারি ক্লাব অব ঢাকা তিলোত্তমার প্রেসিডেন্ট রোটারিয়ান আতিকুল ইসলাম রোটারেক্ট ক্লাব অব তিলোত্তমা স্পন্দনের সকলকে ধন্যবাদ জানান এতো সুন্দর মনোমুগ্ধকর আয়োজন করার জন্য ভবিষ্যতে ক্লাব কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ দিক নির্দের্শনা দেন।


অতিথি হিসেবে আগত ঢাকা উত্তর সিটি করপোরেশন অন্তর্ভুক্ত ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধার সন্তান রোটারিয়ান জাহিদ ইসলাম মোল্লা সকল রোটারেক্ট সদস্যদের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে গঠনমূলক আলোচনা করে বক্তব্য রাখেন। 


আমন্ত্রিত অথিতির পর বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ঢাকা তিলোত্তমার সম্মানীত রোটারিয়ান পারভেজ স্যার, মানিক স্যার, রোটারি ক্লাব অব ঢাকা অনন্যার চার্টার প্রেসিডেন্ট এ্যাডভোকেট সায়মা ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট রোটারেক্ট লিডারসহ,বিভিন্ন ক্লাবের রোটারেক্টগন।এছাড়াও বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নূরে ইরফান স্যার।


চার্টার ডে প্রোগ্রামের শেষ মূহুর্তে আমন্ত্রিত সকলের উদ্দেশ্যে আজকের প্রোগ্রাম আয়োজনের জন্য জন্য রোটারেক্ট ক্লাব তিলোত্তমা স্পন্দনের ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর সাখাওয়াত হোসেন পার্টনার ক্লাব রোটারি ক্লাব অব ঢাকা তিলোত্তমার সকল রোটারিয়ানগণ ধন্যবাদ জানান।চার্টার ডে প্রোগ্রামের আগত সকল রোটারিয়ান, রোটারেক্ট এবং অথিতিদের ধন্যবাদ জানিয়ে নৈশভোজের যোগদানের জন্য অনুরোধ করে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করেন।


No comments

Powered by Blogger.