দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

ডাঈস বাংলাদেশের আয়োজনে উচ্চশিক্ষা এবং চ্যালেঞ্জ বিষয়ক লাইভ প্রোগ্রাম অনু্ষ্ঠিত

 

উচ্চশিক্ষা এবং চ্যালেঞ্জ বিষয়ক লাইভ প্রোগ্রাম অনু্ষ্ঠিত

ডাঈস বাংলাদেশের আয়োজনে উচ্চশিক্ষা এবং চ্যালেঞ্জ বিষয়ক লাইভ প্রোগ্রাম অনু্ষ্ঠিত

মোঃ সাখাওয়াত হোসেন:  

যুব স্বেচ্ছাসেবী সংস্থা ডাঈসের আয়োজনে বাংলাদেশীদের জন্য উচ্চশিক্ষা এবং চ্যালেঞ্জ  বিষয়ক লাইভ প্রোগ্রাম অনু্ষ্ঠিত হয়। বাংলাদেশীদের জন্য উচ্চশিক্ষা এবং চ্যালেঞ্জ বিষয়ক লাইভ প্রোগ্রাম ৩০শে জানুয়ারি ২০২১, সন্ধ্যা ০৭টা ০১ মিনিটে শুরু হয়।

উক্ত লাইভ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ডাঈস বাংলাদেশের স্বেচ্ছাসেবী আর্থি কারিম। অতিথি হিসেবে ছিলেন ড. মারিয়া ফেরদৌসী-সিডনি বিশ্ববিদ্যালয়, ডা. সুশোভন সরকার-মাস্টার্স, ইউনিভার্সিতাত অতোনোমা ডি বার্সেলোনা, তানহা নুনা-গবেষনা অফিসার, আইসিডিডিআরবি। প্রায় ১ঘন্টার বেশি সময় ব্যাপী অনুষ্ঠিত এ লাইভটি ডাঈসের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম পেজে সম্প্রচারিত হয়।

বাংলাদেশীদের জন্য উচ্চশিক্ষা এবং চ্যালেঞ্জে আলোচনায় উচ্চ শিক্ষার বিষয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সম্ভাবনা ও সীমাবদ্ধতা প্রভৃতি বিষয় ছাড়াও অতিথিগণ দর্শকবৃন্দের কমেন্টের প্রেক্ষিতে বিভিন প্রশ্নের উত্তর প্রদান করেন। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন ইয়াসিন হোসেন রাকিব ও আদনান মেহমুদ সাম্রাট, হেড অফ কমিউনিকেশন, ডাঈস বাংলাদেশ।

No comments

Powered by Blogger.