১৬ ডিসেম্বর | কবিতা | সাজ্জাদ হোসেন
১৬ ডিসেম্বর
দুটি শব্দ, একটি বাক্য
বহু প্রতিক্ষায় অবসান,
জয় বাংলার দেশে
বিজয়ের উল্লাসে।
বহু বাসনার বহু ত্যাগে
অর্জিত মোদের সোনার বাংলা,
লাখো শহীদের রক্তের রর্জিত
জাতির পিতার সোনার বাংলা।
দু'লক্ষ মা-বোনের সম্মান হানি
কি করে মোরা ভুলিতে পারি?
এখনো সব প্রতিচ্ছবিতে
কোটি বাঙ্গালি গর্জে ওঠি।
১৬ ডিসেম্বর
একটি ভূখণ্ড, লাল সবুজ পতাকা
একটি জাতীয় সংগীত
আমাদের সোনার বাংলা।
হিন্দু থেকে মুসলিম
বৌদ্ধ থেকে খ্রিস্টান
আর্য থেকে অনার্য
সবার হৃদয়ে সোনার বাংলা।
আমার দেশ,তোমার দেশ
লাখো মুক্তিযোদ্ধার আত্মত্যাগ।
বাঙ্গালি জাতির সমুদ্র গর্জন
বাংলাদেশ, বাংলাদেশ।
লেখক-
সাজ্জাদ হোসেন (ইহসান)
শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
No comments