দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

ই-বাণিজ্যের ভূমিকা বিষয়ক লাইভ প্রোগ্রাম অনু্ষ্ঠিত


ডাঈস বাংলাদেশের আয়োজনে মহামারী চলাকালীন ই-বাণিজ্যের ভূমিকা বিষয়ক লাইভ প্রোগ্রাম অনু্ষ্ঠিত

মোঃ সাখাওয়াত হোসেনঃ  
যুব স্বেচ্ছাসেবী সংস্থা ডাঈস বাংলাদেশের আয়োজনে মহামারী চলাকালীন ই-বাণিজ্যের ভূমিকা বিষয়ক লাইভ প্রোগ্রাম অনু্ষ্ঠিত হয়।

মহামারী চলাকালীন ই-বাণিজ্যের ভূমিকা বিষয়ক লাইভ প্রোগ্রামটি তারিখ ২৬ জুলাই, ২০২০ সন্ধ্যা ০৮টা ৩০ মিনিটে অনষ্ঠিত হয়। উক্ত লাইভ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডাঈস বাংলাদেশের স্বেচ্ছাসেবী আর্থি কারিম। অথিতি হিসেবে ছিলেন  আব্দুল্লাহ আল মামুন, সিইও, হেলদি ফুড; সাইফুদ্দিন মাহমুদ সিইও, ওরডিনারি বাট এক্সট্রা।

প্রায় ১ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ লাইভটি  সামাজিক যোগাযোগ মাধ্যম ডাঈস বাংলাদেশের ফেসবুক পেজে সম্প্রচারিত হয়ে থাকে।

লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন ইয়াসিন হোসেন রাকিব ও আদনান মেহমুদ সাম্রাট এবং প্রচ্ছদ ডিজাইন করেন মো. এনামুল হাসান কাওছার।  

No comments

Powered by Blogger.