দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

টিআইবি ঢাকা ইয়েস-২ এর উদ্যোগে ভিডিও এডিটিং প্রশিক্ষন অনুষ্ঠিত






টিআইবি ঢাকা ইয়েস-২ এর উদ্দ্যেগে ভিডিও এডিটিং প্রশিক্ষন অনুষ্ঠিত
মোঃ সাখাওয়াত হোসেনঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী দুর্নীতি বিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) এর অন্যতম ঢাকা ইয়েস-২ এর উদ্দ্যেগে ভিডিও এডিটিং প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
২৫শে জুলাই রোজ রবিবার বিকাল ৩টায় শুরু হয় ভিডিও এডিটিং প্রশিক্ষন প্রোগ্রাম। প্রশিক্ষন প্রোগ্রামে অংশগ্রহন করে টিআইবির অন্তর্গত ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) এর ঢাকা ইয়েসের বিভিন্ন ইয়েস গ্রুপ এরং জেলা পর্যায়ে গঠিত (সচেতন নাগরিক কমিটি )সনাকের সদস্যরা।
প্রশিক্ষনের প্রশিক্ষক হিসেবে ছিলেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার বরকত উল্লাহ বাবু এবং প্রশিক্ষনে আরোও উপস্থিত ছিলেন টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ তেীহিদ এবং প্রোগ্রাম ম্যানেজার অর্চি বিশ্বাষ।
অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত প্রায় ২ ঘন্টার এ প্রশিক্ষণে প্রায় ৩০জন ইয়েস সদস্য অংশগ্রহন করে।ভিডিও এডিটিং এর মেীলিক বিষয়াদি সম্পর্কে বিস্তারিত ধারনা প্রধানের মাধ্যমে প্রশিক্ষন প্রোগ্রামটি প্রাণবন্ত করে তুলেন প্রশিক্ষক বরকত উল্লাহ বাবু।


প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ইয়েস সদস্যগণ ভিডিও এডিটিং সম্পর্কে জানতে পারে এরং এ সম্পর্কে ব্যাপক উৎসাহ দেখতে পাওয়ায় প্রশিক্ষন আয়োজনকারীগণ ভিডিও এডিটিং এর উপর আরে প্রশিক্ষন আয়োজনের ঘোষনা দিয়ে প্রশিক্ষনে সমাপ্ত ঘোষনা করেন।

No comments

Powered by Blogger.