জাতিসংঘের সংক্ষিপ্ত প্রোফাইল
জাতিসংঘের সংক্ষিপ্ত প্রোফাইল
#নাম- United Nations (UN)
#প্রতিষ্ঠা- ২৪ অক্টোবর, ১৯৪৫ (জাতিসংঘ সনদ কার্যকর)
#প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫১
#বর্তমান সদস্য- ১৯৩
#সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান (১৪ জুলাই ২০১১)
#সদর দপ্তর- নিউইয়র্ক
#ইউরোপীয় সদর দপ্তর- জেনেভা
#মূল সংস্থা- ৬টি
#অফিশিয়াল/দাপ্তরিক ভাষা- ৬টি
#সচিবালয়ে ব্যবহৃত ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি)
#বর্তমান মহাসচিব- পর্তুগালের নাগরিক
আন্তোনিও গুতারেস।
#জাতিসংঘ গঠন
#জাতিসংঘ গঠনের ৭টি গুরুত্বপূর্ণ ঘটনা বা পদক্ষেপ উল্লেখযোগ্য। এগুলো হল-
১. লন্ডন ঘোষণা
২. আটলান্টিক সনদ : ১৪ আগস্ট, ১৯৪১;
#তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও বৃটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল আটলান্টিক মহাসাগরে বৃটিশ নৌ-তরী ‘প্রিন্সেস অব ওয়েলস’-এ বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য এক ঘোষণা দেন। এটিই আটলান্টিক সনদ নামে পরিচিত।
৩. মস্কো সম্মেলন
৪. তেহরান সম্মেলন
৫. ডাম্বারটন ওকস সম্মেলন
৬. ইয়াল্টা সম্মেলন
৭. সানফ্রান্সিসকো সম্মেলন : ২৫ এপ্রিল ১৯৪৫, #সানফ্রান্সিসকো’তে ৫০টি দেশের প্রতিনিধিরা একটি সম্মেলনে যোগ দেন। ২৬ জুন তারা ১১১ ধারা সম্বলিত জাতিসংঘ সনদ স্বাক্ষর করেন। ১৫ অক্টোবর সম্মেলনে অংশ না নেয়া প্রথম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। আর সনদটি কার্যকর হয় ২৪ অক্টোবর। অর্থাৎ সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বেই তাতে স্বাক্ষর করে পোল্যান্ড। অর্থাৎ, সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত রাষ্ট্র ৫০টি, কিন্তু সেই সম্মেলনে গৃহীত সনদে স্বাক্ষরকারী দেশ ৫১টি (পোল্যান্ড’সহ)।
#জাতিসংঘ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য
#জাতিসংঘের প্রতিষ্ঠাকালিন সদস্য ছিল- ৫১ টি
#সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত সদস্য- ৫০ টি
#জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়- ২৬ জুন, ১৯৪৫
#জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী দেশ- ৫১ টি
#জাতিসংঘ সনদ কার্যকরী হয়- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে
#জাতিসংঘ দিবস- ২৪ অক্টোবর
#জাতিসংঘের সদর দপ্তর- নিউইয়র্ক
#জাতিসংঘের সদস্য নয়- তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন
#জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক- ভ্যাটিকান এবং ফিলিস্তিন
#জাতিসংঘ সনদ স্বাক্ষরকারী সম্মেলনে (সানফ্রান্সিসকো সম্মেলনে) উপস্থিত না থেকেও যে দেশটি জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে পরিগণিত হয়- পোল্যান্ড
#জাতিসংঘের বর্তমান সদস্য- ১৯৩
#জাতিসংঘের সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান
#দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য পদ লাভ করে- ১৪ জুলাই
#জাতিসংঘ হতে স্বেচ্ছায় পদত্যাগকারী একমাত্র দেশ- ইন্দোনেশিয়া
#ইন্দোনেশিয়া পদত্যাগ করে পুনরায় ফিরে আসে- ১৯৬৫
#পূর্বে কোন দেশ জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই- তাইওয়ান
#তাইওয়ান চীনের নিকট জাতিসংঘের সদস্যপদ হারায়- ১৯৭১
#বিশ্বের স্বাধীন দেশ হয়েও জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান ও কসোভো
জাতিসংঘের সংস্থা
#জাতিসংঘের মূল সংস্থা- ৬টি (বর্তমানে অবশ্য কার্যকর সংস্থা ৫টি । কারণ, ১৯৯৪ সালে পালাউ’র স্বাধীনতার পরপর অছিপরিষদ (Trusteeship Council) স্থগিত
করা হয়।)।
#সাধারণ পরিষদ
General Assembly
#সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়- লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে ।
#সাধারণ পরিষদে প্রতিটি দেশের ভোট দেয়ার ক্ষমতা- ১টি।
#বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়- ১৯৮৬ সালে।
#সভাপতিত্ব করেন- হুমায়ুন রশীদ চৌধুরী।
২। নিরাপত্তা পরিষদ
Security Council
#নিরাপত্তা পরিষদ পরিচিত– স্বস্তি পরিষদ নামে
#নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা- ১৫ টি (৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী)
#৫টি স্থায়ী রাষ্ট্র- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন
#১৯৬৫সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল- ১১ টি
#নিরাপত্তা পরিষদের কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে- ৫ টি স্থায়ী সদস্যের ও ৯ টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন
#ভেটো মানে- আমি এটা মানি না (না ভোট)
#জাতিসংঘে ভেটো দানের ক্ষমতা আছে- নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী রাষ্ট্রের
#বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য হয়- মোট ২ বার (১৯৭৮ ও ১৯৯৯)
#২য় বার বাংলাদেশ (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১ মেয়াদে) সভাপতির দায়িত্ব পালন করে
#সভাপতিত্ব করেন- আনোয়ারুল করিম চৌধুরী
৩।অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
Economic and Social Council (ECOSOC)
৪। আন্তর্জাতিক আদালত*
#International Court of Justice
#World Court
#ICJ)
#জাতিসংঘের আন্তর্জাতিক আদালত পরিষদের নাম- স্থায়ী সালিশী আদালত
#আন্তর্জাতিক আদালতের সদর দফতরের নাম- শান্তি প্রাসাদ (হেগ, নেদারল্যান্ডস)
#আন্তর্জাতিক আদালতের বিচারক- ১৫ জন
#আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ- ৯ বছর
#আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট- হিশাস ওয়াদা (Hisashi Owada)
৫। সচিবালয়
#Secretariat
৬। অছি পরিষদ
#Trusteeship Council
#১৯৯৪সালে পালাউ স্বাধীন হলে জাতিসংঘের এই সংস্থাটি স্থগিত (suspended) করা হয় ।
#২০০২সালে আন্তর্জাতিক অপরাধী আদালত (International Criminal Court) (ICC, ICCt) প্রতিষ্ঠা করা হয় । এটিও জাতিসংঘের আওতাভুক্ত, তবে তাদের কাজেকর্মে অনেকটাই স্বাধীন । এটি কোন ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ প্রভৃতির বিচার করে । তবে ২০০২ সালের ১ জুলাই যেদিন এটি প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করা হয় তার আগের কোন অপরাধ এই আদালতের আওতাধীন হবে না ।
#ICC প্রতিষ্ঠা- ১ জুলাই ২০০২
#ICC র সদর দপ্তর- হেগ, নেদারল্যান্ডস
#ICC র সদস্য- ১১৬ (১ নভেম্বর থেকে ১১৭; ১ ডিসেম্বর থেকে ১১৮)
#বাংলাদেশ ICC র সদস্য নয়/ চুক্তি স্বাক্ষর করেনি
UN Women : জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা
#জাতিসংঘের সর্বশেষ অঙ্গসংস্থা (১৭তম)
#অনুমোদন লাভ- ২ জুলাই ২০০৯
#কার্যক্রম শুরু- ১ জানুয়ারি ২০১১
#পুরো নাম/ আসল নাম- United Nations Entity for Gender Equlity and the Empowerment of Women
#প্রধান- মিশেল ব্যাচলেট (চিলির প্রথম নারী প্রেসিডেন্ট; জাতিসংঘের পরবর্তী উপমহাসচিব)
#সদর দপ্তর- নিউইয়র্ক
#জাতিসংঘের মহাসচিব
#জাতিসংঘ মহাসচিবের মেয়াদ- ৫ বছর (প্রকৃতপক্ষে মহাসচিবের পদের নির্দিষ্ট কোন মেয়াদ নেই । তবে ঐতিহ্যগতভাবে মহাসচিব ৫ বছরের জন্য ১ বা ২ মেয়াদে নির্বাচিত হন)
#জাতিসংঘের প্রথম মহাসচিব- ট্রিগভে লি (Trygve Lie) (নরওয়ে)
#জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব- কফি আনান (ঘানা)
#মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন- উ থান্ট (মায়ানমার) (প্রথম এশীয় মহাসচিব)
#জাতিসংঘের বর্তমান মহাসচিব- বান কি মুন (দক্ষিণ কোরিয়া) (নির্বাচিত হন- ২০০৭ সালে)
#জাতিসংঘের মহাসচিবদের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১) ও কফি আনান(২০০১)
#জাতিসংঘের যে মহাসচিব মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার পান- দ্যাগ হেমারশোল্ড(১৯৬১)
#জাতিসংঘে বাংলাদেশ
#সদস্যপদ লাভ
১৩৬তম সদস্য
১৯৭৪ (১৭ সেপ্টেম্বর)
#UN-এর নিরাপত্তা পরিষদের সদস্য (স্বস্তি পরিষদ)
#মোট ২ বার
২য় বার বাংলাদেশ (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১ মেয়াদে) সভাপতির দায়িত্ব পালন করে
সভাপতিত্ব করেন আনোয়ারুল করিম চৌধুরী
১ম বার : ১৯৭৮ (১০ নভেম্বর)
২য় বার : ১৯৯৯ (১৪ অক্টোবর)
#UN-এর সাধারণ পরিষদের সভাপতি
#সভাপতিত্ব করেন হুমায়ুন রশীদ চৌধুরী
১৯৮৬
#জাতিসংঘ ঘোষিত শীর্ষ সম্মেলন
#সম্মেলন,স্থান,সময়কাল
#শিশু বিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলন
নিউইয়র্ক-১৯৯০
#পরিবেশ ও উন্নয়ন সম্মেলন (ধরিত্রী সম্মেলন)
রিওডি জেনিরো-১৯৯২
#বিশ্ব মানবাধিকার সম্মেলন ভিয়েনা-১৯৯৩
#আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলন
কায়রো-১৯৯৪
#চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং-১৯৯৫
#পরিবেশ সম্মেলন+৫ নিউইয়র্ক-১৯৯৭
#বর্ণবাদ ও বর্ণবৈষম্য বিরোধী বিশ্ব সম্মেলন
ডারবান-২০০১
#জাতিসংঘ ও নোবেল (শান্তিতে)
#জাতিসংঘ মোট নোবেল পায়- ৮ বার
#জাতিসংঘ/ জাতিসংঘের মহাসচিব নোবেল পায়- ২ বার
#জাতিসংঘের অঙ্গসংস্থাগুলো নোবেল পায়- ৬ বার
#জাতিসংঘের মোট- ৫টি অঙ্গসংস্থা নোবেল পেয়েছে (UNHCR, UNICEF, ILO, IAEA, IPCC)
#জাতিসংঘের যে অঙ্গসংস্থা ২ বার নোবেল পেয়েছে- UNHCR
#জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ
প্রতিবন্ধী বর্ষ- ১৯৮১
নারীবর্ষ- ১৯৮৪
আদিবাসী বর্ষ- ১৯৯৩
আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ
আন্তর্জাতিক সাংস্কৃতিক সৌহার্দ্য বর্ষ ২০১০
আন্তর্জাতিক নাবিক বর্ষ
আন্তর্জাতিক যুব বর্ষ- ১২ আগস্ট ২০১০ থেকে ১১ আগস্ট ২০১১
আন্তর্জাতিক বন বর্ষ
আন্তর্জাতিক রসায়ন বর্ষ ২০১১
Int’l year for people of African Descent
International Year of Cooperatives
International Year of Sustainable Energy for All ২০১২
International Year of Water Cooperation- ২০১৩
#Extra information of UN:-
★ জাতিসংঘের সদর দপ্তরের জমি দান করেন "জন ডি রকফেলার জুনিয়র"
★ জাতিসংঘের সনদের রচয়িতা হলেন:- Archibald Macleish
★ জাতিসংঘের বাজেট ঘোষিত হয় দু'বছরে একবার
★ জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয় ৪ টি দেশ তা হল:-- ১) তাইওয়ান ২) ভ্যাটিকান সিটি ৩) কসোভো ৪) ফিলিস্তিন
★ জাতিসংঘের রেডিও বাংলা যাত্রা শুরু করে ২১ ফ্রেব্রুয়ারি ২০১৩ সালে।
★ জাতিসংঘের রেডিও ওয়েবসাইটে খবর প্রচার করা হয় ৯ টি ভাষায়।
★ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি হল:- বিজয়া লক্ষ্মী পণ্ডিত (ভারত)
★ জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম মুসলিম নারী সভাপতি (২০০৬) ছিল:- সায়খা হায়া বিনতে রশিদ আল খলিফা (বাহরাইন)
★ Veto শব্দটি হল :- ল্যাটিন শব্দ
★ নিরাপত্তা পরিষদে সর্বোচ্চবার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে "জাপান"
★অর্থনৈতিক ও সমাজিক পরিষদের প্রতি বছর এবং তিন বছর মেয়াদের জন্য সদস্য নির্বাচিত হয় ১৮ জন।
★ অর্থনৈতিক ও সমাজিক পরিষদের আঞ্চলিক কমিশন রয়েছে ৫ টি
★ আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী (১৯৮৮ সালে) বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের মধৌমে বিবাদ মীমাংসায় ভূমিকার জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
★ জাতিসংঘ ২০০১ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
★ IAEA ২০০৫ সালে বিশ্বের পরমাণু অস্ত্রবিস্তার রোধ নিরস্ত্রীকরণ এবং শান্ততিপুর্ণ ব্যবহারে যথাযোগ্য ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ নোবেল লাভ করেন।
জাতিসংঘের নোবেল সংক্রান্ত :---
১)করডেল হান্স ১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠায় নেতৃত্ব দানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
২)দ্যাগ হ্যামারশোন্ড ১৯৬১ সালে কঙ্গো সংকট নিষ্পত্তিতে ভূমিকার জন্য নোবেল পুরস্কার পান।
জাতিসংঘের প্রস্তাব সংক্রান্ত :--
১)জাতিসংঘের ৬৬১ নাম্বার প্রস্তাব হল:- ইরাক কুয়েত যুদ্ধ
২) জাতিসংঘের ১২৬৭ নাম্বার প্রস্তাব হল:-আফগানিস্তান সংক্রান্ত
৩) জাতিসংঘের ১৪৪১নাম্বার প্রস্তাব হল:- ইরাকে অস্ত্র পর্যবেক্ষণ
৪) জাতিসংঘের ১৭৮৭ নাম্বার প্রস্তাব হল:- আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আইন
৫) জাতিসংঘের ১৮১০ নাম্বার প্রস্তাব হল:-WMD এর বিস্ফোরণ প্রতিরোধ
৮) জাতিসংঘের ২০৮১ নাম্বার প্রস্তাব হল:- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাবেক যুগোস্লাভিয়া জন্য আইন।
জাতিসংঘ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:--
★ জাতিসংঘের সদর দপ্তরের জমিদাতা হলেন:-- জন ডি. রকফেলার
★ জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি হলেন:- ওয়ালেস কে হ্যারিস
★ জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হল:-- ইস্ট নদীর তীরে
★ জাতিসংঘের আফ্রিকান সদর দপ্তর হল:- কেনিয়ার নাইরোবিতে
★ অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের অফিস স্থাপিত হয় ১৯৮০ সালে।
★ নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সভাস্থালের নাম হল;- ফসিং মিডোস
★ জাতিসংঘের মোটো (motto নীতিবাক্য) হল:- এটা তোমার পৃথিবী (it is your world)
★ জাতিসংঘের লাইব্রেরির নাম হল:-- দ্যাগ হ্যামারশোন্ড লাইব্রেরি
★ জাতিসংঘের সদর দপ্তরের ওয়েস্ট কোট গার্ডেনে শান্তি ঘন্টায় জাপানি ভাষায় লেখা রয়েছে :- "নিরঙ্কুশ" ( বিশ্বশান্তি দীর্ঘজীবী হোক)
★ জাতিসংঘের সাধারণ পরিষদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:--
১) সাধারণ পরিষদের অপর নাম হল:-- আলোচনা পরিষদ
২) সাধারণ পরিষদের মূল কমিটির সংখ্যা হল ৭ টি
৩) জাতিসংঘের আলোচনার কেন্দ্রবিন্দুকে বলা হয় :-- সাধারণ পরিষদ
★ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:-
১) নিরাপত্তা পরিষদের অপর নাম হল:-- স্বস্তি পরিষদ
২) নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াত ১ মাস
৩) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভের জন্য G-4 নামে সংঘ গঠন করে। ১) জাপান ২) জার্মানি ৩) ভারত ও ব্রাজিল
★ জাতিসংঘের অর্থনৈতিক ও সমাজিক পরিষদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:--
১) অর্থনৈতিক ও সমাজিক পরিষদ কে বলা হয়:- UN family
২) অর্থনৈতিক ও সমাজিক পরিষদের অপর নাম :- উন্নয়ন পরিষদ
৩) অর্থনৈতিক ও সমাজিক পরিষদ প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১৮ টি তবে এখন ৫৪ টি
৪) প্রতি বছর অবসর নেয় ১৮টি সদস্য দেশ। এবং নতুন ১৮ টি আবার নির্বাচিত হয়।
৫) অর্থনৈতিক ও সমাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয় ৩ বছরের জন্য।
৬) Sustainable Development এর ধারণা অবতরণ করেছে :--অর্থনৈতিক ও সমাজিক পরিষদ
৭) অর্থনৈতিক ও সমাজিক পরিষদের "এজেন্ডা ২০৩০ হল:- Youth Talking Action.
★ জাতিসংঘের আন্তর্জাতিক আদালত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:--
১) International Court of Justice এর পূর্বসূরি হল permanent court of International justice (PCIJ) এটি ১৯২২ সালে জাতিপুঞ্জের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল
২) আন্তর্জাতিক আদালত প্রথম মহিলা বিচার পতি হলেন :-- রোজালিন হিগিন্স (ব্রিটেন)
৩) আন্তর্জাতিক আদালত বিচার কার্য শুরু করে ১৯৪৬ সালে।
★ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস ডি জি) সম্পর্কে :--
১) SDG এর পূর্ণরূপ হল:-- Sustainable Development Goals(টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)
২) SDG চূড়ান্তভাবে গৃহীত হয় ২৫-থেকে ২৭ সেপ্টেম্ব ২০১৫ সালে।
৩) SDG হয়েছে Millennium Development Goals এর মেয়াদ শেষ হবার কারণে।
৪) SDG এর লক্ষ হল:-- ১৭ টি এছাড়া ৪৭ টি সূচক এবং ১৬৯ টি টার্গেট।
* SDG এর প্রথম ৫ টি লক্যমাত্রাসমূহ হল:--
১) সকল প্রকার দারিদ্র্য দূরীকরণ
২) ক্ষুধা দূরীকরণ, খাদ্য নিরাপত্তা অর্জন, পুষ্টির উন্নয়ন এবং টেকসই কৃষি ত্বরান্বিতকরণ
৩) স্বাস্থ্যসম্মত জীবনমান নিশ্চিতকরণ
৪) ন্যায্যতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ
৫) সকল নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা অর্জন করা, ইত্যাদি আরো ১২ টি।
★ জাতিসংঘের ঘোষিত বর্ষ:--
১) আন্তর্জাতিক মানবাধিকার বর্ষ (১৯৬৮ সালে)
২) বিশ্ব জনসংখ্যা বর্ষ ( ১৯৭৪ সালে)
৩) আন্তর্জাতিক আদিবাসী বর্ষ (১৯৯৩ সালে)
৪) আন্তর্জাতিক খরা ও মরুকরণ বর্ষ ( ২০০৬ সালে)
৫) আন্তর্জাতিক বন বর্ষ ( ২০১১)
৬) আন্তর্জাতিক সমবায় বর্ষ ( ২০১২)
৭) আন্তর্জাতিক পানি সহযোগিতা বর্ষ( ২০১৩)
★ জাতিসংঘের আয়োজিত সম্মেলন:--
১) স্টকহোম সম্মেলন( বিশ্ব পরিবেশ সম্মেলন) হয়েছে:--- ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে। এই সম্মেলনের মাধ্যমে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে।
২) শিশু বিষয়ক শীর্ষ সম্মেলন:-- ১৯৯০ নিউইয়র্কে
৩) ৪র্থ বিশ্ব নারী সম্মেলন:-- ১৯৯৫ সালে চীনে বেইজিং
৪) বর্ণবাদ ও বর্ণবৈষম্য বিরোধী সম্মেলন :--২০০১ সালে দক্ষিন আফ্রিকা
★ জাতিসংঘের শান্তিরক্ষী মিশন :--
১) জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয় :-- ১৯৪৮ সালে।
২)১৯৪৮ সালে ফিলিস্তিনে UN truce Supervision Organization (UNTSO) মিশনে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী বাহিনী পাঠায়
৩) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হল:-- ২৯ মে
৪) প্রথম নারী শান্তিরক্ষী নিযুক্ত হয় ২০০৭ সালে লাইবেরিয়ায়
৫) শান্তিরক্ষী নিহতদেন জন্য পদকের নাম হল:- দ্যাগ হ্যামারশোন্ড মেডেল
৬) প্রথম শান্তিরক্ষী নিহত ব্যক্তির নাম হল:-- রেনে দ্য ল্যাব্রিয়ের (ফ্রান্স) ১৯৪৮ সালে (UNTSO) জাতিসংঘের প্রথম মিশনে।
৭) শান্তিরক্ষী মিশনে নিহত সৈন্যদের স্মরণে "পিস মনুমেন্ট" রয়েছে "ঢাকার শেরে বাংলা নগরে"
৮)শান্তিরক্ষী মিশনে সর্বাধিক ব্যয় বহনকারী দেশ হল:- যুক্তরাষ্ট্র
৯)শান্তিরক্ষী মিশনের বর্তমান প্রধান হল:-- হার্ভে ল্যাডসোআস (ফ্রান্স)।
সংকলণে- অন্তিম কুমার রুপাই
No comments