দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

তোমার হাতে অনেক সময় সেটাই ভাবছো, তাই না?


তোমার হাতে অনেক সময় সেটাই ভাবছো, তাই না?

🎀যে তোমার পরিশ্রম দেখেছে, সেই কেবল সফলতার মূল্য টা দিবে।কিন্তু কেউ কেউ তোমাকে নিয়ে ভাবছে তুমি ভাগ্যের জোরে সফলতা পেয়েছো।

🎀তোমার হাতে সময় খুব কম।আজেবাজে কাজ তোমার মনযোগ কেরে নিচ্ছে।আড্ডা মাস্তি, ডেটিং, এ টাইম দিয়ে অনেক কিছুই পড়ার বাকি তোমার।যেটার আউটপুট জিরো সেটায় কেন এত গুরুত্ব দিচ্ছো।

🎀নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তোমার কি কোন ইচ্ছেই করে না।যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো সেটা কি আসলে স্বপ্ন নাকি প্রহেলিকা। তুমি স্বপ্নটাকে সত্যি করতে যতটুকু পরিশ্রম করা দরকার তা কি করছো?? নাকি ভাবছো কাল থেকে শুরু করবে।এভাবে আর কতকাল তুমি তোমাকে ফাঁকি দিবে শুনি??

🎀নিজের স্বপ্নের জন্য বাঁচা শুরু করো, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে তুমি পরিশ্রম করতে থাকো।নিজের ওপর ভরসা রাখো, তুমি ভরসা করতে না পারলে অন্যজন কিভাবে তোমার ওপর ভরসা করবে।

🎀বড় সমস্যা দেখলে ঘাবড়ে যেয়ো না।সেগুলোর কাছে যাও, ভুল থেকে শিক্ষা নাও।তবেই না তুমি বুদ্ধিমান হবে।আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ বানিয়েছে।আমাদের মধ্যে আসীম কিছু করে দেখানোর ক্ষমতা দিয়েছে।তাই চেষ্টা করা থেকে বিচ্যুত হয়ো না।

🎀যারা সময় এবং সুবুদ্ধিকে ভালোভাবে কাজে লাগায় তাদের সাক্সেস তাড়াতাড়ি আসে।তাই এই গুনটাকে রপ্ত করার চেষ্টা করো।যে ১ টাকার মূল্য বোঝে, সে কখনো লাখ টাকা পেলে অহংকার করে না।আমাদের বেশিরভাগের জীবনেই সময় ও সুবুদ্ধি এক সাথে আসে না।আমার যখন সুবুদ্ধি আসে, তখন হাতে সময় থাকে না।তাই এই দুইটার সংমিশ্রণ খুব জরুরি।

🎀আমরা স্বপ্ন দেখতে পছন্দ করি কিন্তু সেটাকে আলোর মুখ দেখাতে কয়জন উঠেপড়ে লাগি।এইতো সেদিন ইরফান খান, কিংবদন্তি অভিনেতা, আমাদের ছেড়ে চলে যায়।সে যখন শুটিং সেটে যেতো যাওয়ার আগে প্রচুর স্টাডি করে যেতো।রাত ৩/৪ পর্যন্ত ক্যারেক্টর নিয়ে প্র‍্যাকটিস, পড়াশোনা করে নিজেকে সেই লেভেলে প্রস্তুত করে মাঠে নামতো।তার এক্টিং দেখে পুলকিত হয় নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।ইরফান খানের মতো লিজেন্ডদের জন্য কয়েকযুগ অপেক্ষা করতে হয়।

তাহলে এটার সারমর্ম কি?? তুমি যে কাজে সফল হতে চাচ্ছো।সেটাকে ভালোবাসতে হবে, প্রচুর স্টাডি করতে হবে।
success doesn’t come from any comfort zone.

🎀বিশ্বাস আর অহংকার এর মধ্যে আসল পার্থক্য কি??
বিশ্বাসঃ আমি এটা করতে পারবো
অহংকারঃ শুধু আমিই এটা করতে পারবো

🎀তুমি যদি ভাবতে পারো তুমি জীবনে ভালো কিছু করবেই এবং সে অনুযায়ী পরিশ্রম করে যাও, তাহলে ভালো করবেই।সফল মানুষরা কখনো থামে না, হার মেনে যায় না, তারা প্রতিটি ব্যার্থতা থেকে শিক্ষা নেয়।একবার চেষ্টা করে ব্যার্থ হয়ে হাল ছেড়ে বসে থাকে না।আবার চেষ্টা করে, বার বার চেষ্টা চালিয়ে যায়।তাই তুমিও বার বার চেষ্টা করে দেখই না কি হয়।আমি জানি চেষ্টা করলে তুমি পারবেই।

🎀নেশা যদি করতেই হয়, তাহলে পরিশ্রমের নেশা করো।তোমার ইচ্ছেটা অনেক বেশি শক্ত থাকলে তোমার জেতার সম্ভাবনা ততোটাই বেড়ে যাবে। একটা ভালো ছবি তোলার জন্য কয়েকটা ক্লিক করছো, তাহলে ২/৩ বার চেষ্টা করে কেনই তুমি হাত পা গুটিয়ে বসে থাকছো।

🎀তোমার লাইফের বেস্ট টিচার কে?? তুমি জানো?? তোমার জীবনটাই হলো বড় শিক্ষক। সেই আমাদের অনেক রকম শিক্ষা দিয়ে থাকে। কোন কিছু পাওয়ার জন্য যদি তোমার মধ্যে ভয়ংকর ক্ষুধা থাকে তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না।

🎀জীবন এমনি, এখানের পরীক্ষাগুলো সহজ হয় না।এখানে টিকে থাকতে হলে তোমাকে অবিরাম পরিশ্রম করে যেতেই হবে।পরিশ্রমটা এমনভাবেই করো যেনো তোমার মধ্যে ভয়, অহংকার করার মতো টাইম না থাকে।

🎀গরম লোহার মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোনো আঘাত পরবে এটা কোন আকার ধারন করবে না।পথে নামলেইত পথ চেনা যায়।তুমি যদি নাই নামো কিভাবে গন্তব্যে পৌছাবে।

🎀খারাপ মানুষের সাথে পরিচয় না হলে ভালো মানুষকে কিভাবে চিনবে।তোমার কাছে যাই আছে সেটা দিয়েই শুরু করো।সঠিক দিক নির্দেশনা ঠিকি পেয়ে যাবে তুমি।সময় খুবই মূল্যবান, একবার চলে গেলে আর ফিরে আসে না।

প্রিয় শিক্ষার্থী, জীবনে চলার পথে হতাশা আমাদের আকরে ধরে থাকে।আমাদের সামনে আগাতে দেয় না।আমার পোস্টের উদ্দেশ্য তোমার এই থেমে থাকা জীবন টাকে একটু গতিশীল করা।

পোস্ট টি থেকে তুমি কতটুকু ইন্সপায়ার হলে কমেন্টে জানাতে পারো। না লিখতে চাইলে শুধু YES লিখো। শুভকামনা রইলো।


লেখক-
Shahriar Jewel

No comments

Powered by Blogger.