দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

পারডবের উদ্যোগে অসহায়দের মধ্যে ইফতার বিতরণ

পারডবের উদ্যোগে  সমাজের শ্রমজীবী মানুষ,পথশিশু এবং অসহায়দের মাঝে ইফতার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেনঃ 

‘পিস এন্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ বাংলাদেশ-পারডব‘ এর উদ্দ্যেগে সবার জন্য ইফতার কর্মসূচি-২০২০ অনষ্ঠিত হয়।

৫ মে (মঙ্গলবার) করোনা পরিস্থিতির মধ্যেও “পারডব’’ এর তরুণরা প্রায় ৫ টি টিমে ভাগ হয়ে টংগী, উওরা, এয়ারপোর্ট সহ আশেপাশের এলাকায় বিকাল থেকে ইফতার এর আগ পর্যন্ত ৩০০ জন শ্রমজীবী মানুষ, পথশিশু এবং অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন।

পারডবের সভাপতি ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আকাশ ঘোষ প্রিন্স বলেন ইফতার কর্মসূচি-২০২০ আয়োজন সম্পর্কে ডেইলী এডকেশনকে বলেন,
"করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করে কিছু কিছু শ্রমজীবী মানুষ রাস্তায় নেমেছেন কাজের জন্য। কিন্তু অর্থের অভাবে অনেকে ইফতারের সময় শুধুমাত্র পানি পান করে তাদের রোজা ভাঙ্গেন এবং তা দিয়েই ক্ষুধা নিবারণ করেন। তাই শ্রমজীবী মানুষ, পথশিশু এবং অসহায়দের ইফতার করানো উদ্দেশ্যে আজকে আমরা এই কর্মসূচির আয়োজন করি। মাহে রমজান মাসে ধারাবাহিকভাবে ইফতার সামগ্রী বিতরণ করে যাবো। পরে, ঈদে অসহায় বাচ্চাদের মাঝে পোশাক বিতরণ করা হবে।"

এছাড়াও আ্কাশ আরো বলেন, 
"প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে যাচ্ছে পারডব। যেসকল পথশিশু টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, পারডব তাদের পড়ালেখার দায়িত্ব নিয়ে থাকে। রক্তের প্রয়োজন হলে পারডব রক্ত সংগ্রহের কাজ করে থাকে। বর্তমানে পারডবের সদস্য প্রায় ১০০ জন।"

ইফতার কর্মসূচি-২০২০ সফলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিত  করায় “পারডব’’ এর সকল সদস্যদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, তরুণদের হাত ধরে দেশের শান্তি ও মানবাধিকার উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালের ২৮ জুন যাত্রা শুরু করে ‘পিস এন্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ বাংলাদেশ-পারডব নামের মানবাধিকার সংগঠন। শান্তি, সম্প্রীতি, বন্ধুত্ব এই ৩টি মূলমন্ত্রকে অনুসরণ করে লক্ষ্য পূরনের উদ্দেশ্যে পারডব নিরলস কাজ করে যাচ্ছে।

No comments

Powered by Blogger.