The old man and the sea- দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি | Ernest Hemingway | বাংলা বুক রিভিউ
The old man and the sea | Ernest Hemingway |
লেখকের নাম: Ernest Hemingway (আরনেস্ট হেমিংওয়ে)
প্রথমেই বলে রাখি, এই ছোট্ট উপন্যাস The old man and the sea- দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি ১৯৫২ সালে প্রকাশিত হয়। তারপর The old man and the sea- দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি
১৯৫৩ সালে পুলিৎজার পুরস্কার জিতে এবং ১৯৫৪ সালে The old man and the sea- দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি উপন্যাসের জন্যে লেখক Ernest Hemingway (আরনেস্ট হেমিংওয়ে) নোবেল পুরষ্কার লাভ করেছিলেন!
সান্তিয়াগো নামক একাকী এক বৃদ্ধ লোকের গল্প
যিনি টানা ৮৪দিন চেষ্টা পরও একটি মাছ ধরতে পারেন নি! ৮৫তম দিনের গল্প এটি!
কী করে লোকটি প্রতিকুল অবস্থায় সংগ্রাম করে সমুদ্রে টিকে থাকে! সর্বোচ্চ
ওজনের মাছটি ধরার জন্যে একাকী দুর সমুদ্রে বৃদ্ধটি নৌকা নিয়ে পাড়ি জমান!
এরপরেই আসলে রোমাঞ্চকর কাহিনী যেটা বললে স্পয়লার এলার্ট হয়ে যাবে। সেটুকু
আপনারা উপন্যাসটি থেকে জেনে নিবেন।
আমি শুধু উপন্যাসটি সম্পর্কে
একটু বিশ্লেষণ করছি! আসলে মনে হতে পারে, একজন জেলে মাছ ধরতে পারছে না, মাছ
ধরতে গেলো এ আর এমন কি! কিন্তু এখানে আসলে আমাদের জীবনের কিছু শিক্ষা খুবই
সাধারণ একটি গল্পের গভীরে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
আমরা সর্বদা
ভাবি, আমাদের এটা নেই, ওটা নেই কিন্তু এটা ভাবি না যে, কি নেই সেটা ভাববার
সময় নয় এখন, আমাদের উচিত ভাবা যে, আমাদের নিজেদের কি আছে এবং সেটাকে আমরা
কীভাবে কাজে লাগাতে পারি। এছাড়াও আমরা অনেকে ব্যর্থতাকে আমাদের দুর্ভাগ্য
বলে সংজ্ঞায়িত করি, সেটা আসলে আমাদের দুর্ভাগ্য নয় বরং যথাযথ পরিশ্রমের
অভাবের ফল!
তবে হ্যা, সৌভাগ্য আমাদের আসে সেটা বিভিন্ন রকম ভাবে আসে
কিন্তু কজনই বা পরিশ্রমের মাধ্যমে সেটার মুল্যায়ন করতে জানে? উপন্যাসটির
অন্যতম যে শিক্ষাটি ছিলো, মানুষ ধ্বংস হতে পারে কিন্ত সে কখনো পরাজিত হতে
পারে না!
এরকম আরো অসাধারণ কিছু শিক্ষা এই উপন্যাসের মাঝে লুকিয়ে আছে। যারা পড়েননি অবশ্যই পড়ে নিবেন।।।
রিভিউটি শেষ করছি উপন্যাসটি হতে আমার প্রিয় কিছু উক্তি দিয়ে-
"Man is not made for defeat. A man can be destroyed but not defeated"'Now is no time to think of what you dont have. Think of what you can do and what there is""Age is my alarm clock""Luck is a thing that comes in many forms and who can recognize her""Keep your head clear and know how to suffer like a man""I try not to borrow, first you borrow then you beg"
লিখেছেন-
সুমাইয়া আহমেদ,
শিক্ষার্থী বিবিএ (মার্কেটিং ৪র্থ বর্ষ), জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
No comments