দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত ১০০ প্রশ্নের মডেল টেস্ট


আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কিত ১০০ প্রশ্নের মডেল টেস্ট

 ১. বিশ্বের কোন দেশে প্রথম 'তথ্য অধিকার' আইন পাস হয় -
ক। সুইডেন
খ। ব্রিটেন
গ। যুক্তরাজ্য
ঘ। কানাডা
২. 'নাথুলা পাস' কোন দুইটি দেশের সীমান্ত বানিজ্য পথ -
ক। ভারত- পাকিস্তান
খ। ভারত - মায়ানমার
গ। ভারত - ফ্রন্স
ঘ। ভারত - চীন
৩. শেয়ার বাজারে বিশ্বের প্রথম 'ইসলামিক সূচক' চালু হয় কোন দেশে -
ক। সৌদিআরব
খ। কাতার
গ। ইরান
ঘ। বাহরান
৪. মহাকাশ অভিযান শুরুর পূর্বে ' লেটস গো' এ বিখ্যাত উক্তিটি কার -
ক। ইউরি গ্যাগারিন
খ। রবার্ট চার্চিল
গ। নীলআমস্টঙ্ক
ঘ। রবার্ট উইস
৫. 'সোলার ঈগল' নিচের কোনটির সাথে সম্পর্কিত -
ক। গোয়েন্দা বিমান
খ। ড্রোন
গ। ব্লগিং প্ল্যাটফর্ম
ঘ। ফ্রী ওয়েব মেইল
৬. 'দি আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের লেখক কে -
ক।এপিজি আবুল কালাম
খ। সেবাস্তিয়ান ফকস
গ। অমর্ত্য সেন
ঘ। ডরিস লেসিং
৭. ব্ল্যকবেরি ( Black Berry) কী -
ক। টেলিমেডিসিন সেবা
খ। মোবাইল সেবা
গ। চিকিৎসা সেবা
ঘ। অনলাইন সেবা
৮. 'তাফতান' কোন দুটি দেশের সীমান্তবর্তী স্থান -
ক। ভারত- পাকিস্তান
খ। চীন - ইরাক
গ। ইরান - পাকিস্তান
ঘ। নেপাল- ভূটান
৯।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা কাকে ?
ক।জার্মানি
খ। রাশিয়া র
গ)জাপান
ঘ) ফ্রান্স
১০।পেন্টাগন কী -
ক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর
খ। জার্মানির প্রতিরক্ষা সদর দপ্তর
গ। রাশিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর
ঘ। যুক্তরাজ্যের প্রতিরক্ষা সদর দপ্তর
১১।দক্ষিণ আফ্রিকায় বর্ণ বিদ্বেষ নীতি প্রবর্তিত হয় কবে ?
ক)১৯৯০
খ)১৯৬৩
গ)১৯৭১
ঘ)১৯৮৯
১২।ব্ল্যাক ক্যাট ' কোন দেশের কমান্ডো বাহিনী -
ক। পাকিস্তান
খ। চীন
গ। মায়ানমার
ঘ। ভারত
১৩।তুমান কোন দেশের মুদ্রার নাম ?
ক) মিশর
খ) সিরিয়া
গ) ইরাক
ঘ) ইরান
১৪।The mother teresa of Economics' হিসেবে পরিচিত কে -
ক। ড. ইউনুস
খ। অমর্ত্য সেন
গ। এফ.আর. খান
ঘ। অ্যাডাম স্মিথ
১৫. নিচের কোন রাষ্ট্রটি 'দি হলি সি' নামে পরিচিত -
ক। ভ্যাটিকান সিটি
খ। মালদ্বীপ
গ।কলম্বিয়া
ঘ। মাইক্রোনেশিয়া
১৬. ' ক্যাম্প নামা ' কথাটি কোনদেশের সাথে সম্পর্কিত -
ক। ইরান
খ। ইসরাঈল
গ। ইরাক
ঘ। সিরিয়া
১৭. 'ম্যাডিসন স্কয়ার গার্ডেন' কোন শহরে অবস্থিত -
ক। নিউইয়র্ক
খ। প্যারিস
গ। ওয়াশিংটন ডিসি
ঘ। লন্ডন
১৮. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশে প্রস্তুত করা হয়েছে -
ক। যুক্তরাষ্ট্র
খ। রাশিয়া
গ। যুক্তরাজ্য
ঘ। ফ্রান্স
১৯, 'সিনচুলা চুক্তি' স্বাক্ষরিত হয় কোন দুটিদেশের মধ্যে -
ক। ভূটান- ব্রিটেন
খ। ভূটান - ফ্রান্স
গ। ভূটান - চীন
ঘ। ভূটান - নেপাল
২০. 'WMD' কী নির্দেশ করে -
ক। লেখক সংঘর্ষ
খ। নারী অধিকার আন্দোলন
গ। নারী - পুরুষ সমানাধিকার
ঘ। গনবিধ্বংসী অস্ত্র
২১. 'বেলাফোর ঘোষনা' কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে যুক্ত -
ক। ফিলিস্তিন
খ। ইসরাইল
গ। জেরুজেলাম
ঘ। মরক্কো
২২. রাফাহ সীমান্ত কোন দুটিদেশের মধ্যে বিদ্যমান
ক। পাকিস্তা- মিশর
খ। মিশর - চীন
গ। মিশর - ফিলিস্তিন
ঘ। কাতার - মিশর
২৩. 'Wailing wall' কোনদেশে অবস্থিত -
ক। ইরাক
খ। ইরান
গ। নাইজেরিয়া
ঘ। জেরুজেলাম
২৪. পৃথীবির সবচেয়ে বড় মরুভূমির নাম কি -
ক। গোবি
খ। সাহারা
গ। আনাতোলিয়া
ঘ। কাইসা
২৫. 'পার্ল স্কয়ার' কোন দেশে অবস্থিত -
ক। বাহরান
খ। লন্ডন
গ। দুবাই
ঘ। জাপান
২৬. সর্বপ্রথম ডাকব্যবস্থার প্রচলন হয় কোথায় -
ক। মিশর
খ। আমেরিকা
গ। ইরান
ঘ। ভারত
২৭. ২০১৭ সালে ভারত- চীন এর মধ্যে কোন সীমানাটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল -
ক। কাশ্মির
খ। তিব্বত
গ। ডোকালাম
ঘ। প্যান্ডামা
২৮.'আরব বসন্ত' প্রথম কোন দেশে শুরু হয়-
ক. লেবানন
খ. তিউনিসিয়া
গ. আফগানিস্তান
ঘ. ইসরাইল
২৯. 'অক্টোবর বিপ্লব' কোন সালে সংঘটিত হয় -
ক. ১৯৩০
খ. ১৯১৫
গ. ১৯১২
ঘ. ১৯১৭
৩০. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি -
ক. পশতু
খ. ফার্সি
গ. আফগানি
ঘ. তুর্কি
৩১. ' Ne Win' নামটি কোনদেশের সাথে যুক্ত -
ক. ইন্দোনেশিয়া
খ. থাইল্যান্ড
গ. মায়ানমার
ঘ. ভারত
৩২. 'কান' কোন দেশের শহরের নাম -
ক. ইতালি
খ. লাটভিয়া
গ. মিশর
ঘ. ফ্রান্স
৩৩. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত -
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. আমেরিকা
৩৪. অলিম্পিক গেইমের প্রতীকে কয়টি বৃত্ত আছে -
ক.৪ টি
খ. ৩ টি
গ. ৬ টি
ঘ. ৫ টি
৩৫. সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে -
ক. ফিনল্যান্ড
খ. জাপান
গ. ডেনমার্ক
ঘ. নরওয়ে
৩৬. মুসলিম অধ্যুষিত 'মান্নার' দ্বীপ কোন দেশে অবস্থিত -
ক. মলয়েশিয়া
খ. নাইজেরিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. শ্রীলংকায়
৩৭. 'নেসেট' কোন দেশের আইনসভার নাম -
ক. জাপান
খ. ফিলিস্তিন
গ. সিরিয়া
ঘ. ইসরাইল
৩৮. পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে -
ক. ইংরেজী
খ. মান্দারিন
গ. ফরাসি
ঘ. আরবি
৩৯. বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কতটি -
ক. ১৯৯টি
খ. ১৯৯৪টি
গ. ১৯৫টি
ঘ.১৯৬টি
৪০. বিশ্বের কোন দেশ প্রথম 'কল্যাণ' বাজেট পেশ করে -
ক. নরওয়ে
খ. হংকং
গ. নিউজিল্যান্ড
ঘ. সুইজারল্যান্ড
৪১. কোন দেশে 'দুই নীতি' মেনে চলে -
ক. থাইল্যান্ড
খ. চীন
গ. হংকং
ঘ. দ. কোরিয়া
৪২. Fridays For Future আন্দোলনের সূএপাত করেন কে -
ক. গুলালাই ইসমাইল
খ. জোসুয়া অং
গ. মুর্তজা কুরেইরিস
ঘ. গ্রেটা থানাবার্গ
৪৩. গোলান মালভূমি কোন দেশের ভূ- খন্ড -
ক. ইসরাইল.
খ. মিশর
গ. সিরিয়া
ঘ. ফিলিস্তিন
৪৪আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে?
ক। আমাজন
খ। দানিয়ুব
গ। নীলনদ
ঘ। ভলগা
৪৫।মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাম্বিয়ার করা মামলার রায় হয় কবে ?
ক) ২৩জানু,২০২০
খ)২৩ ফেব্রুয়ারি ,২০২০
গ)২৩ মার্চ,২০২০
ঘ)১৩ জানুযারি,২০২০
৪৬. ভিয়েতনামে আগস্ট বিপ্লব(August Revolution) সংঘটিত হয় কত সালে?
ক) ২০১১
খ) ১৯৫৯
গ) ১৯৪৫
ঘ) ১৯৭৯
৪৭. প্যারিস চুক্তি হলো____
ক) জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা
খ) পারমাণবিক নিরস্ত্রীকরণ সমঝোতা
গ) যুদ্ধবিরতি
ঘ) অস্ত্র নিয়ন্ত্রণ সমঝোতা
৪৮. যুদ্ধবন্দি, যুদ্ধহত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে মানবিক আচরণ মানদণ্ড নির্ধারণে স্বাক্ষরিত আন্তর্জাতিক নিচের কোন চুক্তিটি?
ক) অসলো চুক্তি( Oslo Accords)
খ) জেনোসাইড কনভেনশন( Genocide Convention)
গ) সর্ট(SORT)
ঘ) জেনেভা কনভেনশন(Geneva convention)
৪৯।১০ নং ডাউনিং স্ট্রিট কী?
A) ব্রিটিশ অর্থমন্ত্রীর সরকারি বাসভবন
😎 ব্রিটিশ রাষ্ট্রপতি সরকারি বাসভবন
C) নিউইয়র্কের একটি রাস্তার নাম
D) ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন
৫০।START-2" কী?
A) জাতিসংঘের একটি সংস্থা
😎 একটি বোমারু বিমান
C) বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
D) পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
৫১।ডি-ডে(D- Day) কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট ?
ক) প্রথম বিশ্বযুদ্ধ
খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ) ক্রিমিয়ার যুদ্ধ
ঘ) ওয়াটার লু'র যুদ্ধ
৫২।বুজুমবুরা' কোন দেশের রাজধানী ছিল?
ক) রুয়ান্ডা
খ) বুরুন্ডি
গ) জায়ার
ঘ) হাইতি
৫৩।ক্যাসাব্লাঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর?
ক) সুদান
খ) ঘানা
গ) সেনেঘাল
ঘ) মরক্কো
৫৪।নিচের কোন দেশের রেলপথ নেই ?
ক) ইরান
খ)আফগানিস্তান
গ) ভূটান
ঘ) নেপাল
৫৫।আংকর ওয়াট" হচ্ছে একটি বিখ্যাত-
ক) দ্বীপ
খ) সমুদ্রবন্দর
গ) খেলার নাম
ঘ) বৌদ্ধ মন্দির
৫৬।ইউক্রেনের" মুদ্রার নাম কী?
ক) ক্রোনা
খ) রিভনিয়া
গ) ইউরো
ঘ) শিলিং
৫৭।মালির"রাজধানীর নাম কী?
ক) বানজুল
খ) পোর্টলুইস
গ) বামাকো
ঘ) ডাকার
৫৮।ইংলিশ চ্যানেলকে উওর সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী?
ক) ডোভার প্রণালী
খ) বেরিং প্রণালী
গ) বসফরাস প্রণালী
গ) হরমুজ প্রণালী
৫৯। ইদলিব" শহর কোথায় অবস্থিত?
ক) মিশর
খ) লিবিয়া
গ) পাকিস্তান
ঘ) সিরিয়া
৬০। রাইডার কাপ"কোন ক্রীড়া সাথে সম্পর্কিত?
ক) হকি
খ) ব্যাডমিন্টন
গ) গলফ
ঘ) ফুটবল
৬১।পূর্ব ও পশ্চিম জার্মানি এক হয় কবে ?
ক) ৩ অক্টোবর ১৯৮৯
খ)৩ অক্টোবর ১৯৯০
গ) ৩ অক্টোবর ১৯৮৯
ঘ) ৩ অক্টোবর ১৯৯১
৬২।THAAD কোন দেশের ব্যালিস্টিক মিসাইল
ক) রাশিয়া
খ) উত্তর কোরিয়া
গ) দক্ষিণ কোরিয়া
ঘ)) আমেরিকা
৬৩।সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় কেন?
ক) গ্লাস্তনস্ত
খ) পেরেস্ত্রোইকা
গ) ক+ খ
ঘ) মার্কিন সম্রাজ্যবাদের কারণে
৬৪। বলকান স্টেট কতটি?
ক))৩
খ)৫
গ)১৫
ঘ)১১
৬৫। সোভিয়েত ইউনিয়ন কবে বিভক্ত হয় ?
ক) ৩ অক্টোবর ১৯৯০
খ)২১ডিসেম্বর ,১৯৮৯
গ) ২১ডিসেম্বর ,১৯৯০
ঘ) ২১ডিসেম্বর ,১৯৯১
৬৬. জার্মানির আক্রমণ থেকে সুরক্ষা পেতে কোন দেশ Maginot Line নির্মাণ করে?
ক. অস্ট্রিয়া
খ. সোভিয়েত ইউনিয়ন
গ. ফ্রান্স
ঘ. ইংল্যান্ড
৬৭. প্রথম বিশ্ব যুদ্ধের অনুষ্ঠানিক সমাপ্তি হয়-
ক. ১১ জানুয়ারি, ১৯১৯
খ. ২৮ জুন, ১৯১৯
গ. ১০ জানুয়ারি, ১৯২০
ঘ. ১১ নভেম্বর, ১৯১৮
৬৮. নর্ড-স্ট্রিম ২ পাইপলাইন কোন দুই দেশের মাঝে?
ক. যুক্তরাষ্ট্র-কানাডা
খ. রাশিয়া-তুরস্ক
গ. চীন-উত্তর কোরিয়া
ঘ. জার্মানি-রাশিয়া
৬৯. মিয়ানমার-ভারত-বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক পরিকল্পনার মহাসড়ক-
ক. গ্রিন রোড
খ. বিসিআিইএম রোড
গ. লিংক রোড
ঘ. রিং রোড
৭০. ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. চারটি
খ. তিনটি
গ. পাচঁটি
ঘ. দুটি
৭১. ইউরোপের শান্তি প্রতিষ্ঠায় কত সালে ‘পিস অব ওয়েস্টফেলিয়া’ স্বাক্ষরিত হয়?
ক. ১৭৬০
খ. ১৬৪৮
গ. ১৭১৭
ঘ. ১৬৮৮
৭২. ফার্ক নেতা ছিলেন যিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোষের সাথে শান্তি চুক্তি করেন-
ক. দুতার্তে
খ. ভিক্টর ইউসেঙ্কো
গ. কার্লোস পুজেমন
ঘ. তিমোশেঙ্কো
৭৩. আল কুদস-
ক. মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠী
খ. লেবাননের প্যালেস্টাইন জাগরণ গোষ্ঠী
গ. ইারনের সের্বোচ্চ ধর্মীয় নেতার বাহিনী
ঘ. ইরানের প্যালেস্টাইন মুক্তি গোষ্ঠী
৭৪. দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ লাইন দেয় কবে?
ক)১৯৪৭ সালে
খ)১৯৯৯ সালে
গ)২০১৮ সালে
ঘ)২০১৯ সালে
৭৫. বর্তমানে বাংলাদেশে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ রয়েছে কোন দেশের
ক)দক্ষিণ কোরিয়া
খ)যুক্তরাজ্য
গ)যুক্তরাষ্ট্র
ঘ)সিংগাপুর
৭৬. What was the first point of 14-Points?
ক)Disarmament
খ)Protectionism
গ)Dollar Diplomacy
ঘ)Open Diplomacy
৭৭. ট্রুম্যান নীতিতে কোন দুটি দেশ মার্কিন আর্থিক সাহায্য লাভ করে?
ক)বেলজিয়াম ও ইতালি
খ)তুরস্ক ও গ্রীস
গ)ইতালি ও ফ্রান্স
ঘ)তুরস্ক ও জার্মানি
৭৮. পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?
ক)১৯৯৭
খ)১৯৯৮
গ)১৯৯৯
ঘ)২০০০
৭৯. পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?
ক)ইন্দোনেশিয়া
খ)মালয়েশিয়া
গ)তাইওয়ান
ঘ)ফিলিপাইন
৮০. ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত সংঘটিত যুদ্ধটির তৎকালীন নাম কী ছিল?
ক)Global War
খ)First World War
গ)Great War
ঘ)European War
৮১. বাংলাদেশে রোহিঙ্গাদের কী নামে নিবন্ধন করা হয়?
ক)বাস্তুচ্যুত জনগোষ্ঠী
খ)রোসাং
গ)রোহাং
৮২. ফ্যাসিবাদের অগ্রদূত কে?
ক)মুসোলিনী
খ)হিটলার
গ)নিতসে
ঘ)বিসমার্ক
৮৩।বাস্তিল দুর্গ কবে পতন হয়?
ক)১৯১৯
খ)১৯৮৭
গ)১৭৮৯
ঘ)১৯৮৯
৮৪) জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয় কাকে?
ক)নিকোলো ম্যাকিয়াভেলিকে
খ.অটোভন বিসমার্ককে
গ.জ্যা জ্যাক রুশো কে
ঘ.চাইম ওয়াইজম্যানকে
৮৫. স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে কবে গণভোট অনুষ্ঠিত হয়?
ক)১ সেপ্টেম্বর, ২০১৭
খ)১ অক্টোবর, ২০১৭
গ)১ নভেম্বর, ২০১৭
ঘ)১ ডিসেম্বর, ২০১৭
৮৬. পারপল লাইন যে দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা?
ক)ইসরাইল-সিরিয়া
খ)তুরস্ক-সিরিয়া
গ)ইসরািল-লেবানন
ঘ)মিসর-ইসরাইল
৮৭. কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়?
ক)আলবেনিয়া
খ)সার্বিয়া
গ)হাঙ্গেরি
ঘ)লাটভিয়া
৮৮). হাম্বানাতোতা বন্দরটি কোন সাগরের তীরে?
ক)ভারত মহাসাগর
খ)বঙ্গোপসাগর
গ)আরব সাগর
ঘ)মান্নার উপসাগর
৮৯). ARSA গেরিলা সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে কত সালে?
ক)২০১৩ সালে
খ)২০১৪ সালে
গ)২০১৫ সালে
ঘ)২০১৬ সালে
৯০. কোন দেশের মৌলিক অধিকারকে"Bill of rights" বলা হয়?
ক)ভারত
খ)ফিনল্যান্ড
গ)যুক্তরাষ্ট্র
ঘ)ভ্যাটিকান সিটি
. ৯১) ১২মাস ১ বছর ৩০দিনে এক মাস গণণারীতি কাদের অবদান
ক) ফিনিশীয়
খ) মিশরীয়
গ)রোমান
ঘ) ক্যালডিয়
৯২). ‘নানশা দ্বীপপুঞ্জে’র মালিকানা চীন থেকে কে দাবি করছে?
ক)জাপান
খ)দক্ষিণ কোরিয়া
গ)তাইওয়ান
ঘ)ভিয়েতনাম
৯৩. কেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাসকারী উপজাতির নাম কি?
ক. জুলু
খ. কুলু
গ. মাসাই
ঘ. টোডা
৯৪.১৮৯৯ সালের "Rivers and Harbors"আইন কোন দেশের?
ক. যুক্তারাষ্ট্রের
খ. যুক্তরাজ্যের
গ. ফ্রান্সের
ঘ. ইতালির
৯৫.ভারতের লোকসভাতে মোট আসন সংখ্যা কত?
ক)৫২২
খ)৬২২
গ)৫৪৫
ঘ)৫৪৩
৯৬. প্রথম বিশ্বযুদ্ধের অনানুষ্ঠানিক সমাপ্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে?
ক)Treaty of Armistice
খ)Paris Peace Settlement
গ)Paris Pact
ঘ)Versailles Treaty
৯৭)আন্তর্জাতিক গণহত্যা দিবস কবে ?
ক)২৫মার্চ
খ)৯মার্চ
গ)৯ ডিসেম্বর
ঘ)৭মার্চ
৯৮)The 46664 Campaign কী?
ক) বর্ণবাদ নীতি বিরোধী আন্দোলন
খ) নারী বৈষম্য প্রতিরোধ
গ) এইডস বিরোধী আন্দোলন
ঘ) ক্রিকেট বিশ্বকাপের থিম
৯৯।চির শান্তির শহর নামে পরিচিত
ক) মক্কা
খ) টোকিও
গ) থিম্পু
ঘ) রোম
১০০)হেনলিক রিপাবলিক কোন দেশের রাষ্ট্রীয় নাম ?
ক)রাশিয়া
খ) ফ্রান্স
গ) গ্রিস
ঘ) ভিয়েতনাম


* (স্টার) চিহ্নিতগুলো সঠিক উত্তর

১. বিশ্বের কোন দেশে প্রথম 'তথ্য অধিকার' আইন পাস হয় -
ক। সুইডেন★
খ। ব্রিটেন
গ। যুক্তরাজ্য
ঘ। কানাডা

২. 'নাথুলা পাস' কোন দুইটি দেশের সীমান্ত বানিজ্য পথ -
ক। ভারত- পাকিস্তান
খ। ভারত - মায়ানমার
গ। ভারত - ফ্রন্স
ঘ। ভারত - চীন★

৩. শেয়ার বাজারে বিশ্বের প্রথম 'ইসলামিক সূচক' চালু হয় কোন দেশে -
ক। সৌদিআরব
খ। কাতার
গ। ইরান
ঘ। বাহরান★

৪. মহাকাশ অভিযান শুরুর পূর্বে ' লেটস গো' এ বিখ্যাত উক্তিটি কার -
ক। ইউরি গ্যাগারিন★
খ। রবার্ট চার্চিল
গ। নীলআমস্টঙ্ক
ঘ। রবার্ট উইস

৫. 'সোলার ঈগল' নিচের কোনটির সাথে সম্পর্কিত -
ক। গোয়েন্দা বিমান★
খ। ড্রোন
গ। ব্লগিং প্ল্যাটফর্ম
ঘ। ফ্রী ওয়েব মেইল

৬. 'দি আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের লেখক কে -
ক।এপিজি আবুল কালাম
খ। সেবাস্তিয়ান ফকস
গ। অমর্ত্য সেন★
ঘ। ডরিস লেসিং

৭. ব্ল্যকবেরি ( Black Berry) কী -
ক। টেলিমেডিসিন সেবা
খ। মোবাইল সেবা★
গ। চিকিৎসা সেবা
ঘ। অনলাইন সেবা

৮. 'তাফতান' কোন দুটি দেশের সীমান্তবর্তী স্থান -
ক। ভারত- পাকিস্তান
খ। চীন - ইরাক
গ। ইরান - পাকিস্তান★
ঘ। নেপাল- ভূটান

৯।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা কাকে ?
ক।জার্মানি
খ। রাশিয়া র★
গ)জাপান
ঘ) ফ্রান্স

১০।পেন্টাগন কী -
ক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর★
খ। জার্মানির প্রতিরক্ষা সদর দপ্তর
গ। রাশিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর
ঘ। যুক্তরাজ্যের প্রতিরক্ষা সদর দপ্তর

১১।দক্ষিণ আফ্রিকায় বর্ণ বিদ্বেষ নীতি প্রবর্তিত হয় কবে ?
ক)১৯৯০
খ)১৯৬৩
গ)১৯৭১ ★
ঘ)১৯৮৯

১২।ব্ল্যাক ক্যাট ' কোন দেশের কমান্ডো বাহিনী -
ক। পাকিস্তান
খ। চীন
গ। মায়ানমার
ঘ। ভারত★

১৩।তুমান কোন দেশের মুদ্রার নাম ?
ক) মিশর
খ) সিরিয়া
গ) ইরাক
ঘ) ইরান ★

১৪।The mother teresa of Economics' হিসেবে পরিচিত কে -
ক। ড. ইউনুস
খ। অমর্ত্য সেন★
গ। এফ.আর. খান
ঘ। অ্যাডাম স্মিথ

১৫. নিচের কোন রাষ্ট্রটি 'দি হলি সি' নামে পরিচিত -
ক। ভ্যাটিকান সিটি★
খ। মালদ্বীপ
গ।কলম্বিয়া
ঘ। মাইক্রোনেশিয়া

১৬. ' ক্যাম্প নামা ' কথাটি কোনদেশের সাথে সম্পর্কিত -
ক। ইরান
খ। ইসরাঈল
গ। ইরাক★
ঘ। সিরিয়া

১৭. 'ম্যাডিসন স্কয়ার গার্ডেন' কোন শহরে অবস্থিত -
ক। নিউইয়র্ক★
খ। প্যারিস
গ। ওয়াশিংটন ডিসি
ঘ। লন্ডন

১৮. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশে প্রস্তুত করা হয়েছে -
ক। যুক্তরাষ্ট্র
খ। রাশিয়া
গ। যুক্তরাজ্য
ঘ। ফ্রান্স★

১৯, 'সিনচুলা চুক্তি' স্বাক্ষরিত হয় কোন দুটিদেশের মধ্যে -
ক। ভূটান- ব্রিটেন★
খ। ভূটান - ফ্রান্স
গ। ভূটান - চীন
ঘ। ভূটান - নেপাল

২০. 'WMD' কী নির্দেশ করে -
ক। লেখক সংঘর্ষ
খ। নারী অধিকার আন্দোলন
গ। নারী - পুরুষ সমানাধিকার
ঘ। গনবিধ্বংসী অস্ত্র★

২১. 'বেলাফোর ঘোষনা' কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে যুক্ত -
ক। ফিলিস্তিন
খ। ইসরাইল★
গ। জেরুজেলাম
ঘ। মরক্কো

২২. রাফাহ সীমান্ত কোন দুটিদেশের মধ্যে বিদ্যমান
ক। পাকিস্তা- মিশর
খ। মিশর - চীন
গ। মিশর - ফিলিস্তিন★
ঘ। কাতার - মিশর

২৩. 'Wailing wall' কোনদেশে অবস্থিত -
ক। ইরাক
খ। ইরান
গ। নাইজেরিয়া
ঘ। জেরুজেলাম★

২৪. পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কী -
ক। গোবি
খ। সাহারা★
গ। আনাতোলিয়া
ঘ। কাইসা

২৫. 'পার্ল স্কয়ার' কোন দেশে অবস্থিত -
ক। বাহরান★
খ। লন্ডন
গ। দুবাই
ঘ। জাপান

২৬. সর্বপ্রথম  ডাকব্যবস্থার প্রচলন হয় কোথায় -
ক। মিশর★
খ। আমেরিকা
গ। ইরান
ঘ। ভারত

২৭. ২০১৭ সালে ভারত- চীন এর মধ্যে কোন সীমানাটি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল -
ক। কাশ্মির
খ। তিব্বত
গ। ডোকালাম★
ঘ। প্যান্ডামা

২৮.'আরব বসন্ত' প্রথম কোন দেশে শুরু হয়-
ক. লেবানন
খ. তিউনিসিয়া★
গ. আফগানিস্তান
ঘ. ইসরাইল

২৯. 'অক্টোবর বিপ্লব' কোন সালে সংঘটিত হয় -
ক. ১৯৩০
খ. ১৯১৫
গ. ১৯১২
ঘ. ১৯১৭★

৩০. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি -
ক. পশতু★
খ. ফার্সি
গ. আফগানি
ঘ. তুর্কি

৩১. ' Ne Win' নামটি কোনদেশের সাথে যুক্ত -
ক. ইন্দোনেশিয়া
খ. থাইল্যান্ড
গ. মায়ানমার★
ঘ. ভারত

৩২. 'কান' কোন দেশের শহরের নাম -
ক. ইতালি
খ. লাটভিয়া
গ. মিশর
ঘ. ফ্রান্স★

৩৩. গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত -
ক. এশিয়া★
খ. আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. আমেরিকা

৩৪. অলিম্পিক গেইমের প্রতীকে কয়টি বৃত্ত আছে -
ক.৪ টি
খ. ৩ টি
গ. ৬ টি
ঘ. ৫ টি★

৩৫. সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয় কোন দেশে -
ক. ফিনল্যান্ড
খ. জাপান
গ. ডেনমার্ক★
ঘ. নরওয়ে

৩৬. মুসলিম অধ্যুষিত 'মান্নার' দ্বীপ কোন দেশে অবস্থিত -
ক. মলয়েশিয়া
খ. নাইজেরিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. শ্রীলংকায়★

৩৭. 'নেসেট' কোন দেশের আইনসভার নাম -
ক. জাপান
খ. ফিলিস্তিন
গ. সিরিয়া
ঘ. ইসরাইল★

৩৮. পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে -
ক. ইংরেজী
খ. মান্দারিন★
গ. ফরাসি
ঘ. আরবি

৩৯. বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কতটি -
ক. ১৯৯টি
খ. ১৯৯৪টি
গ. ১৯৫টি★
ঘ. ১৯৬টি

৪০. বিশ্বের কোন দেশ প্রথম 'কল্যাণ' বাজেট পেশ করে -
ক. নরওয়ে
খ. হংকং
গ. নিউজিল্যান্ড★
ঘ. সুইজারল্যান্ড

৪১. কোন দেশে 'দুই নীতি' মেনে চলে -
ক. থাইল্যান্ড
খ. চীন★
গ. হংকং
ঘ. দ. কোরিয়া

৪২. Fridays For Future আন্দোলনের সূএপাত করেন কে -
ক. গুলালাই ইসমাইল
খ. জোসুয়া অং
গ. মুর্তজা কুরেইরিস
ঘ. গ্রেটা থানাবার্গ★

৪৩. গোলান মালভূমি কোন দেশের ভূ- খন্ড -
ক. ইসরাইল.
খ. মিশর
গ. সিরিয়া★
ঘ. ফিলিস্তিন

৪৪আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে?
ক। আমাজন
খ। দানিয়ুব ★( প্রচলিত উত্তর )
গ। নীলনদ
ঘ। ভলগা
উইকি র মতে আমাজন, নীলনদ, দানিয়ুব সব আন্তর্জাতিক নদী

৪৫।মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাম্বিয়ার করা মামলার রায় হয় কবে ?
ক) ২৩জানু,২০২০ ★
খ)২৩ ফেব্রুয়ারি ,২০২০
গ)২৩ মার্চ,২০২০
ঘ)১৩ জানুযারি,২০২০

৪৬. ভিয়েতনামে আগস্ট বিপ্লব(August Revolution) সংঘটিত হয় কত সালে?
ক) ২০১১
খ) ১৯৫৯
গ) ১৯৪৫ ★
ঘ) ১৯৭৯

৪৭. প্যারিস চুক্তি  হলো____
ক) জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা ★
খ) পারমাণবিক নিরস্ত্রীকরণ সমঝোতা
গ) যুদ্ধবিরতি
ঘ) অস্ত্র নিয়ন্ত্রণ সমঝোতা

৪৮. যুদ্ধবন্দি, যুদ্ধহত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে মানবিক আচরণ মানদণ্ড নির্ধারণে স্বাক্ষরিত আন্তর্জাতিক নিচের কোন চুক্তিটি?
ক) অসলো চুক্তি( Oslo Accords)
খ) জেনোসাইড কনভেনশন( Genocide Convention)
গ) সর্ট(SORT)
ঘ) জেনেভা কনভেনশন(Geneva convention) ★

৪৯।১০ নং ডাউনিং স্ট্রিট কী?
A) ব্রিটিশ অর্থমন্ত্রীর সরকারি বাসভবন
B ) ব্রিটিশ রাষ্ট্রপতি সরকারি বাসভবন
C) নিউইয়র্কের একটি রাস্তার নাম
D) ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ★
E) কোনটিই নয়

৫০।START-2" কী?
A) জাতিসংঘের একটি সংস্থা
B )  একটি বোমারু বিমান
C) বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
D) পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি ★
E) এর কোনটিই নয়

৫১।ডি-ডে(D- Day) কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট ?
ক) প্রথম বিশ্বযুদ্ধ
খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ★
গ) ক্রিমিয়ার যুদ্ধ
ঘ) ওয়াটার লু'র যুদ্ধ

৫২।বুজুমবুরা' কোন দেশের রাজধানী ছিল?
ক) রুয়ান্ডা
খ) বুরুন্ডি ★
গ) জায়ার
ঘ) হাইতি

৫৩।ক্যাসাব্লাঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর?
ক) সুদান
খ) ঘানা
গ) সেনেঘাল
ঘ) মরক্কো ★

৫৪।নিচের কোন দেশের রেলপথ নেই ?
ক) ইরান
খ)আফগানিস্তান
গ) ভূটান ★
ঘ) নেপাল

৫৫।আংকর ওয়াট" হচ্ছে একটি বিখ্যাত-
ক) দ্বীপ
খ) সমুদ্রবন্দর
গ) খেলার নাম
ঘ) বৌদ্ধ মন্দির ★

৫৬।ইউক্রেনের" মুদ্রার নাম কী?
ক) ক্রোনা
খ) রিভনিয়া ★
গ) ইউরো
ঘ) শিলিং

৫৭।মালির"রাজধানীর নাম কী?
ক) বানজুল
খ) পোর্টলুইস
গ) বামাকো ★
ঘ) ডাকার

৫৮।ইংলিশ  চ্যানেলকে উওর সাগরের সাথে সংযুক্ত  করেছে কোন প্রণালী?
ক) ডোভার প্রণালী ★
খ) বেরিং প্রণালী
গ) বসফরাস প্রণালী
গ) হরমুজ প্রণালী

৫৯। ইদলিব" শহর কোথায় অবস্থিত?
ক) মিশর
খ) লিবিয়া
গ) পাকিস্তান
ঘ) সিরিয়া ★

৬০। রাইডার কাপ"কোন ক্রীড়া  সাথে সম্পর্কিত?
ক) হকি
খ) ব্যাডমিন্টন
গ) গলফ ★
ঘ) ফুটবল

৬১।পূর্ব ও পশ্চিম জার্মানি এক হয় কবে ?
ক) ৩ অক্টোবর ১৯৮৯
খ)৩ অক্টোবর ১৯৯০ ★
গ) ৩ অক্টোবর ১৯৮৯
ঘ) ৩ অক্টোবর ১৯৯১

৬২।THAAD কোন দেশের ব্যালিস্টিক মিসাইল
ক) রাশিয়া
খ) উত্তর কোরিয়া
গ) দক্ষিণ কোরিয়া
ঘ)) আমেরিকা ★

৬৩।সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায় কেন?
ক) গ্লাস্তনস্ত
খ) পেরেস্ত্রোইকা
গ) ক+ খ ★
ঘ) মার্কিন সম্রাজ্যবাদের কারণে

৬৪। বলকান স্টেট কতটি?
ক) ৩
খ) ৫
গ) ১৫
ঘ) ১১ ★

৬৫। সোভিয়েত ইউনিয়ন কবে বিভক্ত হয় ?
ক) ৩ অক্টোবর ১৯৯০
খ)২১ডিসেম্বর ,১৯৮৯
গ) ২১ডিসেম্বর ,১৯৯০
ঘ) ২১ডিসেম্বর ,১৯৯১ ★

৬৬. জার্মানির আক্রমণ থেকে সুরক্ষা পেতে কোন দেশ Maginot Line নির্মাণ করে?
ক. অস্ট্রিয়া
খ. সোভিয়েত ইউনিয়ন
গ. ফ্রান্স ★
ঘ. ইংল্যান্ড

৬৭. প্রথম বিশ্ব যুদ্ধের অনুষ্ঠানিক সমাপ্তি হয়-
ক. ১১ জানুয়ারি, ১৯১৯
খ. ২৮ জুন, ১৯১৯ ★
গ. ১০ জানুয়ারি, ১৯২০
ঘ. ১১ নভেম্বর, ১৯১৮

৬৮. নর্ড-স্ট্রিম ২ পাইপলাইন কোন দুই দেশের মাঝে?
ক. যুক্তরাষ্ট্র-কানাডা
খ. রাশিয়া-তুরস্ক
গ. চীন-উত্তর কোরিয়া
ঘ. জার্মানি-রাশিয়া ★

৬৯. মিয়ানমার-ভারত-বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক পরিকল্পনার মহাসড়ক-
ক. গ্রিন রোড
খ. বিসিআিইএম রোড
গ. লিংক রোড
ঘ. রিং রোড ★

৭০. ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. চারটি ★
খ. তিনটি
গ. পাচঁটি
ঘ. দুটি

৭১. ইউরোপের শান্তি প্রতিষ্ঠায় কত সালে ‘পিস অব ওয়েস্টফেলিয়া’ স্বাক্ষরিত হয়?
ক. ১৭৬০
খ. ১৬৪৮ ★
গ. ১৭১৭
ঘ. ১৬৮৮

৭২. ফার্ক নেতা ছিলেন যিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোষের সাথে শান্তি চুক্তি করেন-
ক. দুতার্তে
খ. ভিক্টর ইউসেঙ্কো
গ. কার্লোস পুজেমন
ঘ. তিমোশেঙ্কো ★

৭৩. আল কুদস-
ক. মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠী
খ. লেবাননের প্যালেস্টাইন জাগরণ গোষ্ঠী
গ. ইারনের সের্বোচ্চ ধর্মীয় নেতার বাহিনী
ঘ. ইরানের প্যালেস্টাইন মুক্তি গোষ্ঠী ★

৭৪. দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ লাইন দেয় কবে?
ক)১৯৪৭ সালে ★
খ)১৯৯৯ সালে
গ)২০১৮ সালে
ঘ)২০১৯ সালে

৭৫. বর্তমানে বাংলাদেশে সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ রয়েছে কোন দেশের
ক)দক্ষিণ কোরিয়া
খ)যুক্তরাজ্য
গ)যুক্তরাষ্ট্র ★
ঘ)সিংগাপুর

৭৬. What was the first point of 14-Points?
ক)Disarmament
খ)Protectionism
গ)Dollar Diplomacy
ঘ)Open Diplomacy ★

৭৭. ট্রুম্যান নীতিতে কোন দুটি দেশ মার্কিন আর্থিক সাহায্য লাভ করে?
ক)বেলজিয়াম ও ইতালি
খ)তুরস্ক ও গ্রীস ★
গ)ইতালি ও ফ্রান্স
ঘ)তুরস্ক ও জার্মানি

৭৮. পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়?
ক)১৯৯৭
খ)১৯৯৮ ★
গ)১৯৯৯
ঘ)২০০০

৭৯. পেনাং কোন দেশের সমুদ্র বন্দর?
ক)ইন্দোনেশিয়া
খ)মালয়েশিয়া ★
গ)তাইওয়ান
ঘ)ফিলিপাইন

৮০. ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত সংঘটিত যুদ্ধটির তৎকালীন নাম কী ছিল?
ক)Global War
খ)First World War
গ)Great War ★
ঘ)European War

৮১. বাংলাদেশে রোহিঙ্গাদের কী নামে নিবন্ধন করা হয়?
ক)বাস্তুচ্যুত জনগোষ্ঠী ★
খ)রোসাং
গ)রোহাং

৮২. ফ্যাসিবাদের অগ্রদূত কে?
ক)মুসোলিনী
খ)হিটলার
গ)নিতসে ★
ঘ)বিসমার্ক

৮৩)বাস্তিল দুর্গ কবে পতন হয়?
ক)১৯১৯
খ)১৯৮৭
গ)১৭৮৯ ★
ঘ)১৯৮৯

৮৪) জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা বলা হয় কাকে?
ক)নিকোলো ম্যাকিয়াভেলিকে ★
খ.অটোভন বিসমার্ককে
গ.জ্যা জ্যাক রুশো কে
ঘ.চাইম ওয়াইজম্যানকে

৮৫. স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে কবে গণভোট অনুষ্ঠিত হয়?
ক)১ সেপ্টেম্বর, ২০১৭
খ)১ অক্টোবর, ২০১৭ ★
গ)১ নভেম্বর, ২০১৭
ঘ)১ ডিসেম্বর, ২০১৭

৮৬. পারপল লাইন যে দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা?
ক)ইসরাইল-সিরিয়া ★
খ)তুরস্ক-সিরিয়া
গ)ইসরািল-লেবানন
ঘ)মিসর-ইসরাইল

৮৭. কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়?
ক)আলবেনিয়া
খ)সার্বিয়া
গ)হাঙ্গেরি
ঘ)লাটভিয়া ★

৮৮). হাম্বানাতোতা বন্দরটি কোন সাগরের তীরে?
ক)ভারত মহাসাগর ★
খ)বঙ্গোপসাগর
গ)আরব সাগর
ঘ)মান্নার উপসাগর

৮৯). ARSA গেরিলা সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে কত সালে?
ক)২০১৩ সালে
খ)২০১৪ সালে
গ)২০১৫ সালে
ঘ)২০১৬ সালে ★

৯০. কোন দেশের মৌলিক অধিকারকে"Bill of rights" বলা হয়?
ক)ভারত
খ)ফিনল্যান্ড
গ)যুক্তরাষ্ট্র ★
ঘ)ভ্যাটিকান সিটি

৯১. ১২মাস ১ বছর ৩০দিনে এক মাস গণণারীতি কাদের অবদান
ক) ফিনিশীয়
খ) মিশরীয় ★
গ)রোমান
ঘ) ক্যালডিয়

৯২). ‘নানশা দ্বীপপুঞ্জে’র মালিকানা চীন থেকে কে দাবি করছে?
ক)জাপান
খ)দক্ষিণ কোরিয়া ★
গ)তাইওয়ান
ঘ)ভিয়েতনাম

৯৩. কেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাসকারী উপজাতির নাম কি?
ক. জুলু
খ. কুলু
গ. মাসাই ★
ঘ. টোডা

৯৪.১৮৯৯ সালের "Rivers and Harbors"আইন কোন দেশের?
ক. যুক্তারাষ্ট্রের ★
খ. যুক্তরাজ্যের
গ. ফ্রান্সের
ঘ. ইতালির

৯৫.ভারতের লোকসভাতে মোট আসন সংখ্যা কত?
ক)৫২২
খ)৬২২
গ)৫৪৫ ★(সংরক্ষিত সহ )
ঘ)৫৪৩ (নির্বাচত)

৯৬. প্রথম বিশ্বযুদ্ধের অনানুষ্ঠানিক সমাপ্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে?
ক)Treaty of Armistice ★
খ)Paris Peace Settlement
গ)Paris Pact
ঘ)Versailles Treaty

৯৭)আন্তর্জাতিক গণহত্যা দিবস কবে ?
ক)২৫মার্চ
খ)৯মার্চ
গ)৯ ডিসেম্বর ★
ঘ)৭মার্চ

৯৮)The 46664 Campaign কী?
ক) বর্ণবাদ নীতি বিরোধী আন্দোলন
খ) নারী বৈষম্য প্রতিরোধ
গ) এইডস বিরোধী আন্দোলন ★
ঘ) ক্রিকেট বিশ্বকাপের থিম

৯৯) চির শান্তির শহর নামে পরিচিত
ক) মক্কা
খ) টোকিও
গ) থিম্পু
ঘ) রোম ★

১০০) হেনলিক রিপাবলিক কোন দেশের রাষ্ট্রীয় নাম ?
ক)রাশিয়া
খ) ফ্রান্স
গ) গ্রিস ★
ঘ) ভিয়েতনাম

পরীক্ষক
১। তানিয়া আক্তার 
২।ডা: ফাহমিদা বিপাশা
৩। নিলয় সেন গুপ্ত 
৪। মজিদুল ইসলাম 
৫। সুজন আহমেদ 
৬। সুব্রত পোদ্দার 
৭। জাকির হোসেন

কৃতজ্ঞতা- জাকির বিসিএস স্পেশাল 

No comments

Powered by Blogger.