আন্তর্জাতিক বিষয়াবলির উপর ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
আন্তর্জাতিক বিষয়াবলির উপর ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
___কাজাখস্তান
___বর্তমানে রাজধানী নূর সুলতান
০২) সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে?
___১৯৯১ সালে।
০৩) সোভিয়েত ইউনিয়ন ভেঙে কতটি নতুন প্রজাতন্ত্র রাট্র গঠিত হয়?
___১৫টি।
০৪) "The Land of Fire"নামে পরিচিত কোন দেশ?
___আজারবাইজান
০৫) আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিবাদমান ছিটমহলের নাম কী?
___নাগার্নো কারাবাখ
০৬) মাদক চোরাচালানের জন্য(পপি উৎপাদনকারী অঞ্চল)'গোল্ডেন ট্রায়াঙ্গল'
বলা হয় কোন ৩টি দেশকে?
___লাওস,মিয়ানমার ও থ্যাইল্যান্ডকে।
০৭) আফিম উৎপাদনকারী ৩টি মুসলিম দেশকে(আফগানিস্তান,পাকিস্তান,ইরান) একত্রে কী বলে?
___গোল্ডেন ক্রিসেন্ট।
০৮) "ইন্দোচীন"বলতে কী বুঝায়?
___৩টি দেশকে(কম্বোডিয়া,লাওস,
ভিয়েতনাম) একত্রে ইন্দোচীন বলে।
০৯) "গোল্ডেন ভিলেজ"কী?
___বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলে।
১০) 'সুয়েজখাল' সংযোগ করেছে___?
___ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
১১) সুয়েজখাল কত সালে খনন করা হয় ও উদ্বোধন করা হয়?
___খনন ১৮৫৯,উদ্বোধন ১৮৬৯ সালে।
১২) সুয়েজখাল কত সালে জাতীয়করণ করা হয়?
___১৯৫৬ সালে।
১৩) সুয়েজখাল জাতীয়করণ করেন কে?
___মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের।(বিভক্ত--কায়রো ও সিনাইকে)
১৪) ইউফেটিস ও টাইগ্রিস নদীর তীরে
"শাত-ইল-আরবের"দৈর্ঘ্য-প্রস্থ কত?
___২১৯ ও ৪০ কিলোমিটার।
১৫) হিমালয় পর্বতমালা মাউন্ট এভারেস্ট পূর্বে কী নামে পরিচিত ছিল?
___১৫ নং পর্বতশৃঙ্গ।
১৬) বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট এর পরিমাপ কে নির্ণয় করেন?
___বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ শিকদার(১৮৫২ সালে)
১৭) ১৫ নং পর্বতমালা কার নামানুসারে কত সালে "মাউন্ট এভারেস্ট"নামকরণ করা হয়?
___স্যার জর্জ এভারেস্ট এর নামে(১৮৬৫)
১৮) "কুড়িল"দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মাঝে বিরোধ রয়েছে?
___রাশিয়া-জাপানের মধ্যে।
১৯) ২য় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণে নিহতদের স্মরণে নির্মিতব্য মনুমেন্টের নাম কী?
___স্ট্যাচু অব পিস।
২০) ২য় বিশ্বযুদ্ধে জাপানের ওকিনাওয়ায় নিহতদের স্মরণে মনুমেন্ট?
___কর্নার স্টোন অব পিস
২১) সিউলে অবস্থিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?
___ব্লো হাউস।
২২) পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত "খাইবার গিরিপথের"দৈর্ঘ্য কত মাইল?
___৩৩ মাইল।
২৩) কাকে "এশিয়ার মাইনর" বলা হয়?
___ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী তুরস্কের অন্তর্গত বিশাল মালভূমি
"আনাতোলিয়া"কে এশিয়ার মাইনর বলা হয়।
২৪) সারা বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
___ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে।
২৫) হংকংকে ব্রিটেন চীনের কাছে হস্তান্তর করে কত সালে?
___১৯৯৭ সালের ১জুলাই।
___নোট রমজান
২৬) হংকং এর রাজধানীর নাম কী ও আয়তন কত?
___ভিক্টোরিয়া। ৪০০ বর্গমাইল।
২৭) পর্তুগীজরা কত সালে "ম্যাকাওকে"চীনের কাছে হস্তান্তর করে?
___১৯৯৯ সালে।
২৮) "OIC"প্রতিষ্ঠিত হওয়ার পটভূমি কী?
___১৯৬৭ সালে ইহুদিরা আল-আকসা মসজিদে নামাযরত অবস্থায় ৪০০ মুসলিমকে পুড়িয়ে হত্যা করলে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বরে OIC গঠন করে।
২৯) "মোহনদাস করমচাঁদ গান্ধীকে কে
"মহাত্মা গান্ধী"উপাধি দেয়?
___রবীন্দ্রনাথ ঠাকুর।
৩০) "তাজমহলেরর"স্থপতি কে?
___ওস্তাদ আহমেদ লাহৌরি(১৬৩২-৫৩)
৩১) ভারতের কোন ব্যক্তি কৃত্রিম "জিন"তৈরি করে ১৯৬৮ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পান?
___হরগোবিন্দ খোরানা।
৩২) মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
___"ডটার অব দি ইস্ট" নামে খ্যাত বেনজীর ভূট্টো(পাকিস্তানের)
৩৩) মহাকাব্য 'শাহানামা'রচয়িতা ফেরদৌসী কার সভাকবি ছিলেন?
___গজনির সুলতান মাহমুদের।
৩৪) "দালাইলামা"শব্দের অর্থ কী?
___মহাসাগর।
৩৫) "বেনেলাক্স"বলতে কোন ৩টি দেশকে বুঝায়?
___বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
৩৬) "হেলসিংকি"কোন দেশের রাজধানী?
___ফিনল্যান্ডের।
৩৭) কোন দেশের মহিলারা সর্ব প্রথম ভোটাধিকার পায়?
___নিউজিল্যান্ডের মেয়েরা।
৩৮) পূর্ব ও পশ্চিম জার্মানি এক রাষ্ট্র গঠন করে কত সালে?
___১৯৯০ সালের ৩ অক্টোবরে।
৩৯) "সামন্তবাদ"কোন ইউরোপীয় দেশে সূত্রপাত হয়?
___ইতালিত।
৪০) অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন কে?
___ভি আই লেলিন।
★পশ্চিশ-ইউরোপ★
৪১) পশ্চিম ইউরোপের(৯টি দেশ) সর্ববৃহৎ দেশ কোনটি?
___ফ্রান্স।
৪২) পশ্চিম ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
___মোনাকো(১.৯৫ বর্গ কি.মি.)
৪৩) নেপোলিয়ন কত সালে সম্রাট উপাধি লাভ করে?
___১৮০৪ সালে।
৪৪) "ভার্সাই নগরী ও আইফেল টাওয়ার" কোথায় অবস্থিত?
___ফ্রান্সে।
৪৫) ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?
___এলিসি প্রাসাদ।
৪৬) ইতালিতে ফ্যাসিজমের প্রবর্তন করেন কে?
___মুসোলিনী
৪৭) ফ্রান্সের স্বাধীনতার নেতৃত্ব দেন কে?
___চার্লস দ্যা গল।
৪৮) ফরাসি বিপ্লব সংগঠনের মূল নায়ক কে?
___রুশো।
৪৯) ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাবের নাম কী?
___জেকোবিন।
৫০) সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?
___রুশো।
৫১) স্বৈরাচারী সরকারের নির্যাতন ও জুলুমের প্রতীক "বাস্তিল দুর্গ" ফরাসি জনগণ কত সালে ভেঙে ফেলে?
___১৭৮৯ সালের ১৪ জুলাই।
৫২) ফরাসি বিপ্লবের মূল স্লোগান কী ছিল?
___"ভ্রাতৃত্ব,সাম্য,স্বাধীনতা।
৫৩) ফারাসি বিপ্লবের "শিশু" বলা হয় কাকে?
___নেপোলিয়ন বোনাপোর্টকে।
৫৪) কত সালে ফ্রান্স প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে?
___১৭৯২ সালে।
৫৫) "ফ্রান্স"হতে কতটি দেশ স্বাধীনতা লাভ করে?
___১৭টি
৫৬) আধুনিক জার্মানির রূপকার বলা হয় কাকে?
___বিসমার্ককে।
৫৭) জার্মানির প্রাচীন রাজাদের কী বলা হতো?
___কাইজার।
৫৮) কত সালে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় ও ভাঙা হয় এবং এর দৈর্ঘ্য কত?
___১৯৬১ সালে,১৯৮৯ সালে,১৫৫ কি.মি।
৫৯) ব্লাক ফরেস্ট ও কার্ল মার্কসের জন্ম?
___জার্মানিতে।
৬০) নাৎসি আন্দোলন প্রথম শুরু হয় জার্মানির কোন শহরে?
___মিউনিখ শহরে।
৬১) বিখ্যাত "ওয়াটার লু"কোথায় অবস্থিত?
___বেলজিয়ামে।
৬২) প্রথম পোস্টকার্ড চলু করে কোন দেশ?
___অস্ট্রীয়ায়।
৬৩) "ইউরোপের ক্রীড়াঙ্গন" বলা হয় কোন দেশকে?
___সুইজারল্যান্ডকে।
৬৪) ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশের নাম কী?
___আইসল্যান্ড।
৬৫) স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক দেশ বলা হয় কোন দেশগুলোকে?
___৫টি দেশ(ফিনল্যান্ড,আইসল্যান্ড,
নরওয়ে,ডেনমার্ক ও সুইডেন্ট[FINDS]
৬৬) পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরীর নাম কী?
___হ্যামারফাস্ট,নরওয়ে।
৬৭) "নরওয়ে ও কুইসলিং" অর্থ কী?
___উত্তরের দেশ ও বিশ্বাসঘাতক।
৬৮) বিশ্বের প্রাচীনতম পতাকা কোন দেশের?
___ডেনমার্কের জাতীয় পতাকা ডেনব্রুপ।
৬৯) যুক্তরাজ্যের জাতীয় পতাকে কী বলা হয়?
___ইউনিয়ন জ্যাক।
৭০) ব্লাসফেমি আইন প্রথম কোথায় চালু হয়?
___ যুক্তরাজ্যে।
৭১) ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম কী?
___ওয়েস্টমিনিস্টার অ্যাবে।এটি লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত।
৭২) ব্রিটিশ শাসনতন্ত্রের "বাইবেল"বলা হয় কাকে?
___ম্যাগনাকার্টাকে(১২১৫)
৭৩) ইংল্যান্ডের প্রথম ও সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
___মহামতি আলফ্রেড দ্য গ্রেট।
৭৪) ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
___রবার্ট ওয়ালপোল।
৭৫) ইউরোপের প্রথম কম্পিউটারের নাম কী?
___মে ব্রিজ।
___নোট রমজান
৭৬) ব্রিটেন হতে স্বাধীরতাপ্রাপ্ত দেশ কতটি?
___২৪টি।
৭৭) ১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল কোথায় এবং এর নাম কী?
___স্পেনের মাদ্রিদ শহরে।নাম কাসা বোতিল।
৭৮) "বাংলা টাউন,বুশ হাউজ,ইন্ডিয়া হাউজ"কোথায় অবস্থিত?
___লন্ডনে।
৭৯) রানি এলিজাবেথ(১৯২৬-বর্তমান) কত সালে ব্রিটিশ সিংহাসনে বসেন?
___১৯৫৩ সালের ২ জুন।
৮০) ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?
___লৌহ মানবী মার্গারেট থ্যাচার।
৮১) "হলোকাস্ট"কী?
___হিটলার কর্তৃক ইহুদি নিধনের পরিকল্পনা।তিনি ৬০ লাখ ইহুদি হত্যা করেন।
★উত্তর আমেরিকা★
৮২) যুক্তরাষ্ট্রেযুক্ত হওয়া সর্বশেষ স্টেটের নাম কী?
___হাওয়াই স্টেট।
৮৩) যুক্তরাষ্ট্র কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল?
___লুসিয়ানা।
৮৪) "পিং পং" এর অর্থ কী?
___টেবিল টেনিস।
৮৫) "CIA"এর সদরদপ্তর কোথায়?
___ভার্জিনিয়ায়।
৮৬) যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্টকে বহনকারী বিমানের নাম কী?
___এয়ারফোর্স ওয়ান।
৮৭) প্রাথমিকভাবে কতটি রাষ্ট্র নিয়ে যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল?
___১৩টি।
৮৮) আমেরিকা নামকরণ করা হয় কার নামানুসারে?
___আমেরিগো ভেসপুচির।
৮৯) হোয়াই হাউসের স্থপতি কে?
___আইরিশ স্থপতি জেমস হোবান।
৯০) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের অনুচ্ছেদ সংখ্যা কতটি?
___৭টি(শব্দ সংখ্যা ৮ হাজার প্রায়)
৯১) ওয়েস্ট ইন্ডিজ কী?
___একটি দ্বীপ সমষ্টির নাম।
৯২) আমেরিকার সর্ববৃহৎ দেশের নাম কী?
___কানাডা(আয়তনে বিশ্বে ২য়)
৯৩) দক্ষিণ আমেরিকা[১২টি দেশ] তথা পৃথিবীর অন্যতম সরু দেশের নাম কী?
___চিলি।
৯৪) "ইকুয়েডর"শব্দের অর্থ কী?
___বিষুবরেখা অঞ্চল।
৯৫) বিশ্বের সবচেয়ে শক্তিধর ও বৃহত্তম অফিস ভবনের নাম কী?
___পেন্টাগন।
৯৬) মোহাম্মদ আলী কত সালে বাংলাদেশ সফর করেন ও নাগরিকত্ব পান?
___১৯৭৮ সালে।
৯৭) জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন কত সালে?
___১৭৭৯ সালে।
৯৮) "সিয়েরালিওন"শব্দের অর্থ কী?
___সিংহের পর্বত।
৯৯) আফ্রিকার সর্ববৃহৎ দেশ কোনটি?
___আলজেরিয়া,জনসংখ্যায় নাইজেরিয়া
১০০) বাংলাদেশের সেনা সদস্যদের দ্বারা
নির্মিত"শান্তি অঙ্গন ও বাংলাদেশ স্কয়ার"
কোথায় অবস্থিত?
___লাইবেরিয়ায়।
সংকলনে- রমজান আলী
No comments