দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

চাকরি পরীক্ষায় ইসরাইল-ফিলিস্তিনিদের সম্পর্কে যা যা আসতে পারে


চাকরি পরীক্ষায় ইসরাইল-ফিলিস্তিনিদের সম্পর্কে যা যা আসতে পারে

 ১.এবারের ফিলিস্তিন -ইসরাইল যুদ্ধের মূল কারণ
-ফিলিস্তিনি রা ৩জন ইহুদি গাজায় প্রবেশ করলে হত্যা করে ফলে ইসরাইল প্রতিশোধ হিসেবে গাজায় প্রবেশ করে ইবনে খাদির নামে একজন ফিলিস্তিনি যুবককে পুড়িয়ে মারে।এতে ফিলিস্তিনিরাও খেপে যায়।লেগে যায় যুদ্ধ!

২.ইহুদিবাদের আন্দোলনের প্রবক্তা
-- থিউডোর হার্জল

৩. কোন ঘোষণাকে ইহুদি রাষ্ট্র পত্তনের মূলভি্ত্তি হিসেবে ধরা হয়
- বেলফোর ঘোষণা-১৯১৭

৪.স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ?
-- আলজেরিয়া

৫.কোন মিশরীয় প্রেসিডেন্ট প্রথম ইসরাইল সফর করেন
-- আনোয়ার সাদাত

৬. পিএলও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়?
-- তিউনিশিয়ায়

৬.কোন দেশের সাথে বাংলাদেশের কোন বাণিজ্যিক ও কূটনৈতিক সর্ম্পক নাই এবং বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করা নিষিদ্ধ?
-- ইসরাইল

৭.ইসরাইলের পার্লামেন্টের নাম কি?
-- নেসেট

৮.ইসরাইলের গোয়েন্দা সংস্থা
-- মোশাদ

৯.ফিলিস্তিনি মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়
-- ১৯৪৮ সালের ১৫ মে

১০.ইসরাইল পূর্ব জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে
-- ১৯৮০ সালে

১১. কোন দেশের মহিলাদের সেনাবাহিনীতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক
-- ইসরাইল

১২.পিএলও এবং ইসরাইল একটি চুক্তির মাধ্যমে গাজা ভূখন্ড এবং পশ্চিম তীরের জেরিকো শহরে বিগত ২৭ বছরের ইসরাইলি দখলের অবসান ঘটে চুক্তিটির নাম
-- পিএলও -ইসরাইল স্বায়ত্তশাসন চুক্তি-১৯৯৩

১৩.পৃথিবীর ক্যান্সার রাষ্ট্র হিসেবে পরিচিত
--ইসরাইল

১৪.হামাস,ব্লাক সেপ্টেম্বর,ফোর্স-১৭ গেরিলা সংগঠনটগুলো
-- ফিলিস্তিনের

১৫.ফাতাহ রাজনৈতিক দলটি কোথাকার কে প্রতিষ্ঠা করে
- ফিলিস্তিনের।ইয়াসির আরাফাত

১৬.পিএলও গেরিলা ও রাজনৈতিক সংগঠনটি
-- ফিলিস্তিনের

১৭.লিকুদ পার্টি কোন দেশের রাজনৈতিক দল
--ইসরাইলের

১৮.ইসরাইলকে স্বাকৃতি দানকারী প্রথম দেশ
--যুক্তরাষ্ট্র

১৯.ইসরাইলকে স্বাকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ
--মিশর,১৯৭৯(ক্যাম্প ডেভিট চুক্তির -১৯৭৮ মাধ্যমে ,এই চুক্তি জন্য মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ২০০১ সালে নোবেল পান।)

২০.মিশরকে কেন আরব লিগ থেকে বহিষ্কার করা হয়?
-- ইসরাইলকে স্বীকৃতি দান করার জন্য

২১.ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রি
-- বেঞ্জামিন নেতানিয়াহু

২২.পিএলও কখন প্রতিষ্ঠা হয়
-- ১৯৬৪ সালে

২৩.কোন দেশটির সার্বভৌমত্ব নেই
--ফিলিস্তিন

২৪.ইন্তিফাদা কি?
--আরবি শব্দ অর্থ অভ্যুত্থান/ফিলিস্তিনিদের জাগরণ

২৫.রামাল্লা কোথায় অবস্থিত?
-- ফিলিস্তিনে

২৬.পিএলও এর সদর দপ্তরের নাম কি? কোথায় অবস্থিত?
-- ওরিয়েন্ট হাউস, রামাল্লায়।

২৭.ফিলিস্তিনের স্ব-শাসন প্রতিষ্ঠিত হয়
-- ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা উপত্যকায়্

২৮.ইয়াসির আরাফাত কোন সনে পিএলও এর চেয়ারম্যান হন?
--১৯৬৯

২৯.ইয়াসির আরাফাত কোন দেশের স্বপ্নদ্রষ্টা
-ফিলিস্তিন

৩০.ফিলিস্তিনে কয়বার ইন্তিফাদা ঘটে
-দুইবার: ১.১৯৮৭-১৯৯৩  ২.২০০০-২০০৫

৩১.ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী কে?
--মাহমুদ আব্বাস

৩২.ফিলিস্তিন ও ইসরাইল পরস্পর পরস্পরকে স্বীকৃতি প্রদান করে কোন চুক্তির মাধ্যমে
-- অসলো চুক্তি.১৯৯৩

৩৩.ইয়াসির আরাফাত কবে শান্তিতে নোবেল পুরস্কার পান?
--১৯৯৪ সালে(ক্যাম্প ডেভিড চুক্তির জন্য)

৩৪. এযাবত কয়বার আরব -ইসরাইল যুদ্ধ হয়েছে?
--৪বার, ১.-১৯৪৮-১৯৪৯ ফলা্ফল: ইসরাইল রাষ্ট্রে জন্ম হয় ২.মিশর বনাম ইসরাইল,ফ্রান্স ও ব্রিটেন -১৯৫৬ ফলাফল : মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে।৩.মিশর সিরিয়া,জর্ডান ইরাক বনাম ইসরাইল ১৯৬৭  বিজয়ী: ইসরাইল, ফলাফল: ইসরাইল মিশরের গাজা, সিনাই দ্বীপ এবং সিরিয়ার গোলান মরুভূমি দখল করে।৪.ইসরাইল বনাম আরব দেশগুলো-১৯৭৩।বিজয়ী: ইসরাইল ফলাফল: ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর তেল রপ্তানির নিষেধাজ্ঞা আরোপ করে আরব দেশগুলো।

৩৫.বর্তমান ইসরাইলের অধিবাসীরা কাদের বংশধর?
-- হিব্রুদের

৩৬.ইহুদিদের ভাষার নাম কি?
--হিব্রু্।এটি সেমেটিক ভাষা্।

৩৭.প্যালেস্টাইন সভ্যতা গড়ে ওঠেছিল?
-হিব্রু সভ্যতায়

৩৮,ইহুদিরে নবী
-- হয়রত মুসা (আ) দাউদ (আ), সুলায়মান (আ)

৩৯.ইসরাইল ও ফিলিস্তিনের রাজধানী
-- জেরুজালেম

৪০.ইহুদি ও মুসমান এবং খ্রিস্টানদের পবিত্র নগরী
-- জেরুজালেম

৪১.যিশু খ্রিষ্ট কোথায় জন্মগ্রহণ করেন
--জেরুজালেমের বেথেলহেমে

No comments

Powered by Blogger.