বিশ্ব রাজনীতি- আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক বিষয়াবলী- বিশ্ব রাজনীতি
বিসিএস এ ১ নম্বর কমন পেতে পারেন
* * * মিখাইল গর্বাচেভ * *
১৯৮৫ সালে ক্ষমতায় আসেন, ১৯৯০ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন।
অভিন্ন ইউরোপীয় বাসভূমি' বা 'অখন্ড ইউরোপ' ধারণার প্রবক্তা
# পেরেস্ত্রৈকা (পুণর্গঠন) ও গ্লাসনস্ত (খোলাদ্বার) নীতির প্রবক্তা
# দেমোক্রাইতিজাতসিয়া (গণতন্ত্রায়ন) কর্মসূচিগুলো চালু করেন
# উস্কোরেনিয়ি (অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা) কর্মসূচিগুলো চালু করেন
CIS (কমনওয়েলথ ইন্ডিপেন্ডেট স্টেটস) গঠন করেন
# ওয়ারশ জোট ভেঙ্গে দেন
# গর্বাচেভের আমলে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়
# গর্বাচেভের আমলে জার্মানিতে বার্লিন দেয়ালের পতন হয়
# ২৫ ডিসেম্বর ১৯৯১ = সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন
# ২৬ ডিসেম্বর ১৯৯১ = আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘোষণা
# ২৬ ডিসেম্বর ১৯৯১ = রুশ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়
# সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট = মিখাইল গর্বাচেভ
মিখাইল গর্বাচেভের পর ক্ষমতায় আসেন = বরিস ইয়েলেটসিন
# স্বাধীন-সার্বভৌম রাশিয়ায় জনগনের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট = বরিস ইয়েলেটসিন
* * * * গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা * * *
# গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতি গৃহীত হয় = ১৯৮৫ সালে
# গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতি কার্যকর হয় = ১৯৮৮ সালে
# মিখাইল গর্বাচেভ 'গ্লাসনস্ত' সংস্কার কর্মসূচির ধারণা নেন = চীনা প্রেসিডেন্ট দেং জিয়াও পিং থেকে
# গ্লাসনস্ত = খোলামেলা আলোচনা বা মত প্রকাশের নীতি, সমাজতন্ত্রের পতন
# পেরেস্ত্রোইকা = পূর্ণগঠন ও সংস্কার প্রশ্নে নেয়া, মুক্তবাজার অর্থনীতির প্রচলন
গ্লাসনস্ত = রাজনৈতিক সংস্কারে = সমাজতন্ত্রের পতন
পেরেস্ত্রোইকা = মুক্তবাজার অর্থনীতি প্রচলন
গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা = রাশিয়া ভেঙ্গে যায় (১৯৯১)
১৯৫৬ সালে 'বর্ণবাদ আইনে' দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের আগমন ঠেকাতে ভারতীয় মেয়েদের বিয়ে করা নিষিদ্ব করা হয়েছিল।
১৯৬২ সালে কিউবায় রাশিয়া কর্তৃক ক্ষেপনাস্ত্র বসানোকে কেন্দ্র করে রাশিয়া-আমেরিকার মধ্যে ‘পারমানবিক যুদ্ধের’ সম্ভাবনা সৃষ্টি হয়েছিল ।
এক দেশ এক সমাজতন্ত (স্ট্যালিন) = রাশিয়া
এক দেশ দুই নীতি (দেং জিয়াওপিং) = চীন
চীন = সমাজতান্ত্রিক আর হংকং = পুঁজিতান্ত্রিক দেশ। তাই ১৯৯৭ সালে হংকং চীনের শাসনাধীনে আসলে হংকং এর 'পুজিতন্ত্রকে' টিকিয়ে রাখার জন্য 'এক দেশ দুই নীতি' চালু করা হয়। এই নীতির মেয়াদ (১৯৯৭-২০৪৭)।
সান ইয়াত সেন = চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৯১১) - জিনহাই বিপ্লব
মাও সে তুং = চীন গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৯৪৯) - , লালফৌজ, লং মার্চ করে 'সেন সি প্রদেশে' পৌছে এই ঘোষণা দেন।
কাইশেক = চীনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি মাও সে তুং এর সাথে যুদ্ধে পরাজিত হয়ে 'তাইওয়ানে' গিয়ে 'বিপ্লবী সরকার' প্রতিষ্ঠা করেন।
দেং জিয়াও পিং = মাও সে তুং এর পর ক্ষমতায় আসেন এবং ব্যাপক 'সংস্কার কর্মসূচি' হাতে নেন।
১৯৯৭ সালে জাতিসংঘে ব্যাপক প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে তত্কালীন মহাসচিব কফি আনান ১০ দফা প্রস্তাব পেশ করেন।
.জাতিসংঘ = ২য় বিশ্বযুদ্বের পর 'বিশ্বশান্তির' জন্য গঠিত হয়।
শান্তিরক্ষা বাহিনী = ১৯৫৬ সালের সুয়েজ খাল সংকট ইস্যুতে গঠিত হয়।
৫ টি নীতি = পঞ্চশীল নীতি = ন্যাম এর সদস্য 'চীন-ভারত সম্পর্ক' নির্ণয়ের নীতি।
১০ টি নীতি = ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে (১৯৫৫) ন্যাম গঠনে গৃহীত হয়।
সোভিয়েত অর্থ = মুক্তভূমি
থাইল্যান্ড অর্থ = মুক্তভূমি
থাইল্যান্ড কে বলা হয় 'মুক্তভুমির দেশ' কারণ এটি কখনও 'ইউরোপীয় কলোনীতে' পরিণত হয়নি। প্রাচীন নাম শ্যামদেশ।
.যুক্তরাজ্য = কমনওয়েলথ গঠনে উদ্যোগ নেয়
রাশিয়া = ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠন হয়। এর ১১ টি দেশ মিলে CIS গঠন করে। সদর দপ্তর মিনস্ক,বেলারুশ
স্নাযুযুদ্বকালীন পুজিবাদীদের সাথে 'শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি' প্রনয়ন করেন -
ক. গর্বাচেভ (ফাঁদ)
খ. লেনিন
গ. ক্রুশ্চেভ *
ঘ. ন্যাম নেতারা (ফাঁদ)
ব্যাখ্যা :
গর্বাচেভ = গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতি
ন্যাম নেতারা স্নাযুযুদ্বকালীন ন্যাম গঠন করেন = ৩য় বিশ্বের স্বার্থ রক্ষা + শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য
ক্রুশ্চেভ = স্ট্যালিনের মৃত্যুর পর 'নিকিতা ক্রুশ্চেভ' রাশিয়ায় ক্ষমতাসীন হন। তিনি স্ট্যালিনের নীতির বিরোধিতা করে ''পুজিবাদীদের" সাথে 'শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি' প্রনয়ন করেন।
_________________________
শেতাঙ্গ শাসনের অবসানে সংস্কার পদক্ষেপ ও গণভোট নিয়েছিলেন -
ক. জেমস হার্জল
খ. এফ ডব্লিও ক্লার্ক *
গ. নেলসন ম্যান্ডেলা (ফাঁদ)
ব্যাখ্যা :
জেমস হার্জল = বর্ণবাদ নীতির প্রবক্তা (১৯৪৮)
নেলসন ম্যান্ডেলা = বর্ণবাদ নীতি ও শেতাঙ্গ শাসনের অবসানে 'সংগ্রাম' করেন।
এফ ডব্লিও ক্লার্ক = প্রেসিডেন্ট হিসেবে শেতাঙ্গ শাসনের অবসানে 'সংস্কার পদক্ষেপ ও গণভোট' নিয়েছিলেন।
__________________________
রাশিয়ায় মুক্তবাজার অর্থনীতি চালু হয় -
ক. গ্লাসনস্ত নীতির ফলে
খ. পেরেস্ত্রোইকা নীতির ফলে
গ. গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা নীতির ফলে (ফাঁদ)
ব্যাখ্যা :
গ্লাসনস্ত = রাজনৈতিক সংস্কারে = সমাজতন্ত্রের পতন
পেরেস্ত্রোইকা = মুক্তবাজার অর্থনীতি প্রচলন
গ্লাসনস্ত-পেরেস্ত্রোইকা = রাশিয়া ভেঙ্গে যায় (১৯৯১)
কৃতজ্ঞতা-
Nazmul
Samad Azad
Zakir's BCS special সম্পাদনা পরিষদ
Samad Azad
Zakir's BCS special সম্পাদনা পরিষদ
No comments