দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

ভোকাবুলারি এইভাবে অনুশীলন করে দেখতে পারেন


ভোকাবুলারি এইভাবে অনুশীলন করে দেখতে পারেন
Word matters 
Word is power 
Word is the beauty of sentence 

কিন্তু আমরা অনেকেই word মুখস্থ করি কিন্তু মনে থাকে না। এর কারণ হচ্ছে সেগুলো মুখস্থ ঠিকই কিন্তু ব্যবহার করি কম। মনে রাখবেন শব্দ হচ্ছে ইটের মতো। ইটকে যদি একটার পর একটা রেখে সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে দেই তাহলে সেটা হয়ে যায় দেওয়াল যা হয় অনেক মজবুত, সহজে ভাঙ্গে না। তাই শব্দ গুলোকে যদি বাক্য নামক Sentence Making Structure (SMS) নামক সিমেন্ট  দিয়ে একটার পর  একটা জোড়া লাগিয়ে বাক্য নামক দেওয়াল বানিয়ে ফেলেন তাহলে সেগুলো আর ভাঙ্গবে না অর্থাৎ আপনি ভুলবেন না। শুধু ইট যদি একটার পর একটা রেখে দেন তা যেমন ধাক্কা দিলেই ভেঙ্গে যাবে ঠিক তেমনি শব্দ গুলো দিয়েও যদি বাক্য নামক দেওয়াল না বানান তাহলে তা মুখস্থ করলেও  কিছুদিন পরে ভুলে যাবেন। 

এবার নিচের টেক্সটটি পড়েন।

The vigilant role is played by the officials of Hospital,  local administration,  law enforcers and banking sector  during this ongoing jeopardized stance caused by Coronavirus  demands an unfeigned commendation.

✅Vigilant -- সজাগ, জাগ্রত, অতন্দ্র 
Synonym: Circumspect, Watchful, Observant.
✅Local Administration -- স্থানীয় প্রশাসন 
✅Law Enforcers -- আইন শৃংখলা বাহীনি
✅Officials --  কর্মকর্তাবৃন্দ 
✅Ongoing -- চলমান
✅Jeopardized -- ঝুঁকিপূর্ণ, বিপদাপন্ন 
Synonym: Dangerous, Hazardous, Menacing 
✅Stance: পরিস্থিতি, অবস্থা
Synonym: Situation, Condition, Ambience 
✅Unfeigned -- অকৃত্রিম, খাঁটি
Synonym: Actual, Genuine, Real, Flawless. 
✅Commendation: তারিফ, প্রশংসা, স্তুতি 
Synonym: Praise, Acclamation, Laudation, Extolling 

এইভাবে অনুশীলন করে দেখতে পারেন।

লেখক-  মাসুম ইবনে নূর✍

No comments

Powered by Blogger.