আন্তর্জাতিক বিষয়াবলী: সিলেবাস নির্দেশনা
আন্তর্জাতিক বিষয়াবলী: সিলেবাস নির্দেশনা
১ম অধ্যায় : বৈশ্বিক ইতিহাস, আন্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ- রাজনীতি।
১। বিশ্ব সভ্যতাগুলো (কোনটা কোথায় , কার কী অবদান )
২। দেশ পরিচিত : যুক্তরাষ্ট্র, বৃটেন, রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স, ইতালি ,স্পেন, ফিলিস্তিন- ইসরাইল, জাপান, ইরাক, ইরান,উত্তরকোরিয়া, দক্ষিণ কোরিয়া)
৩।ক.বিভিন্ন ইজম বা বাদ : উপনিবেশবাদ, নব্য উপনিবেশবাদ, পুঁজিবাদ, সম্রাজ্যবাদ, সমান্তবাদ, জাতীয়তাবাদ,বিশ্বায়ন, উদারতাবাদ ,আধুনিকতাবাদ ইত্যাদির প্রবর্তন কোথায়,কোন শতকে, প্রবর্তক।
৪।মধ্য এশিয়ার কয়েকটা দেশ(যেমন:উজবেকিস্তান, কাজাখাস্তান, তুর্কেমিনিস্তান, , দক্ষিণ ও পূর্ব এশিয়ার কয়েকটা দেশের রাজধানী, সরকারি নাম, মুদ্রার নাম।
৫।মানচিত্র দেখে পড়া: হর্ণ অব আফিক্রা, মাইক্রো এশিয়া, পলিনেশিয়া, বাল্টিক রাষ্ট্র, ককেশিয়ান রাষ্ট্র, স্ক্যান্ডেনেভিয়া,কয়েকটা দেশের অবস্থান। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে কয়েকটা দ্বীপ রাষ্ট্রের রাজধানী। ।
৬। বিশ্বের আলোচিত বা বড় বড় দেশ গুলোর পার্লামেন্টের নাম । আর ব্যতিক্রম ধর্মী মুদ্রা, রাজধানী, পার্লামেন্টের নাম।
৭।বিশ্বের বিভিন্ন সীমান্ত লাইন ও প্রণালি, খাল( পানামা, সুয়েজ, গ্রান্ড), চীনের প্রাচীর, মরুভূমি, মালভূমি, হ্রদ, লেক ইত্যাদি। ( বিভিন্ন চাকরির পরীক্ষা যা এসেছে সেগুলো দেখলেই হবে।
৮। বিশ্বের আলোচিত কিছু কূটনৈতিক টার্ম ও নীতি ( যেমন- ট্রুম্যান ডকট্রিন, পিং পিং ডিল্পোমেসি, সান সাইন পলিসি,কমেকন,ওয়ারশো প্যাক্ট, মনরো ডিল্পোমেসি, মার্শাল প্লান ,Clash of Civilization, প্রভৃতি )
বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুলোই আগে পড়ুন।
৯। ভৌগোলিক উপনাম, পুরনো নাম
১০। কিছু ঔপনিবেশিক রাষ্ট্রের স্বাধীনতা লাভ।
২য় আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তর্জাতিক ক্ষমতা
খ.বিশ্বের গুরুত্বপূর্ণ বিপ্লব: নীল বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব (এগুলো মাস্ট) । অন্যান্য গুলোর কোথায় কখন হয়।
১। ১ম ও ২য় বিশ্ব যুদ্ধ (সাল, অক্ষ-মিত্র শক্তি, উল্লেখযোগ্য ঘটনা, এদের আগে পরে বিশ্বে কী পরিবর্তন হয়)
অন্যান্য : উল্লেখ্যযোগ্য যুদ্ধগুলোর সাল ও কাদের মধ্যে হয়েছিল। জয়-পরাজয় কাদের হয়।
২। বিভিন্ন চুক্তি, সনদ, কনভেনশন
বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুলো পড়লেই হবে।
৩।কয়েকটি দেশের পারবমানবিক শক্তি ধর দেশ ও ক্ষেপনাস্ত্র
৪।বিরোধপূর্ণ সীমান্তবর্তী অন্চল , কয়েকটি দ্বীপ
৫। বিশ্ববিখ্যাত কয়েকটি কেলেংকারি ( যেমন : ওয়াটার গেট প্রভৃতি )
৬॥সামরিক অপারেশনসমূহ
৭। সামরিক জোট : NATO,ANZUS, গেরিলা সংগঠনসমূহ ,
৮।ক. বিশ্বের আলোচিত জাতি :
রোহিঙ্গা, হুতি, উইঘুর, শিয়া-সুন্নি, সহ ইত্যাদি ।
১৩। আন্তর্জাতিক কিছু গুরুত্বপূর্ণ দিবস :
বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুলোই আগে পড়ুন।
১৪। বিশ্বের বৃহত্তম-ক্ষুদ্রতম, উচ্চতম-নিম্মতম ইত্যাদি টপিকস সম্পর্কিত।
১৫।স্নায়ু যুদ্ধ, সোভিয়ত ইউনিয়নের পতন, বার্লিন প্রাচীর গড়া ও ভাঙ্গা।
৩য় অধ্যায়। সাম্প্রতিক:
খুব বেশি পড়ার দরকার নেই। এজন্যই কম পড়তে বলছি যে বিসিএস প্রিলিতে আন্তর্জাতিক অংশের সাম্প্রতিক কঠিন প্রশ্ন করে যা প্রচলিত গাইডে পাওয়া যায় না মানে আন্তর্জাতিক অংশ দিয়ে প্রতিযোগিতা হবে না । তাছাড়া, পড়তে গেলে মনে হবে এটা পড়ি, পড়া আর শেষ হবে না । তবে এতদিন যেহেতু প্রস্তুতি নিয়েছেন মানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা গুলো আপনার জানা হয়ে গেছে;ওগুলোই রিভিশন দিন।আ
No comments