পাঞ্জাবী- সাজ্জাদ হোসেন | কবিতা
"পাঞ্জাবী"
সাজ্জাদ হোসেন (ইহসান)
কি মায়ায় জড়ালে আমায়
পারি না ছাড়তে তোমায়।
কারণে অকারণে
তাই তোমায় ভালোবেসে যাই।
দিবসের রাজা তুমি
শত গল্পের রূপায়ন।
উপমায় আছো তুমি
সকাল-বিকাল-সন্ধ্যে।
একেক রঙের একেক গল্প
হয় না তোমার তুলনা।
মন আমার বন্ধনা
তোমার জন্য দেওয়ানা।
কত রঙের কত ভাষা
কে বুঝবে আমায় ছাড়া।
কখনো রাগ কখনো হাসি
এত তো তোমার সমীকরণ।
তুমি আমার আমি তোমার
মহিমায় উদ্বেলিত।
বেলাশেষে ভালো থেকো
এই আমার কামনা।
No comments