ওশেনিয়া মহাদেশ
ওশেনিয়া মহাদেশ
১)ওশেনিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ
২)ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ ১৪,সব গুলো ই জাতিসংঘের অন্তর্ভুক্ত
৩) ভাগ করা যায় অস্টেলিয়া,নিউজিল্যান্ড মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া,মেলানেশিয়ার
৪) পলিনেশিয়ারদেশ ৩ টি সামোয়া,টোংগা, টুভ্যালু
৫)মাইক্রোনেশিয়া ৫টি মাইক্রোনেশিয়া, কিরিবাতি, নাউরু,মার্শাল দ্বীপ,পালাউ
৬)মেলানেশিয়ার ৪টি পাপুয়ানিউগিনি, সলোমান দ্বীপ পুঞ্জ,ভাতুয়ানু, ফিজি
৭)এ মহাদেশ কে কোরাল বা প্রবাল মহাদেশ বলে।
৮)অস্ট্রেলিয়া অর্থ এশিয়ার দক্ষিনাঞ্চল
৯)ওশেনিয়া অবস্থিত দক্ষিন গোলার্ধে
১০)ওশেনিয়া র দীর্ঘতম নদী মারে ডার্লিং পবস্থিত অস্ট্রেলিয়ায়
১১) কার্বন কর চালু করে অস্ট্রেলিয়া
১২)অস্ট্রেলিয়ার উষ্ণতম মাস জানু বাংলার এপ্রিল
১৩)কমনওয়েলথ এর রাজা রানীকে রাষ্ট্র প্রধান মানে অস্ট্রেলিয়া
১৪)অস্ট্রেলিয়ায় ভোট দেয়া বাধ্যতামূলক
১৫)গ্রেট বেরিয়ার রীপ কুইন্সল্যান্ড এ,প্রশান্ত মহাসাগর এ
১৬)অস্ট্রেলিয়ার জাতির ফুল গোল্ডেন ওয়াটল
১৭)উইকিলিকস অস্ট্রেলিয়ার
১৯)অংগ্ রাজ্য ৬ টি
২০)নারী ভোট চালু নিউজিল্যান্ডে ১৮৯৩
২১)দক্ষিণে র গ্রেট ব্রীটেন নিউজিল্যান্ড
২২) জাতীয় খেলা রাগবি
২৩)ইয়াপ দ্বীপ মাইক্রোনেশিয়া য় শিলামুদ্রা দ্বীপ হিসেবে খ্যাত
২৪)টুভ্যালুর অপর নাম এলিস দ্বীপ পুঞ্জ
২৫)মার্শাল দ্বীপ নিয়ন্ত্রন করে যুক্তরাষ্ট্র
২৬)রাটল, রালিফ অর্থ সূর্যোদয়, সূর্যাস্ত
২৭)সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি ৮৫০
লেখক- Sahidul Islam
No comments