পরীক্ষা-২৬, বিষয় : বাংলাদেশ বিষয়াবলীর ৬ষ্ঠ - ৯ম
BCS_Preli_Victory_Campaign_41
আজকের পরীক্ষার উত্তরপত্র
পরীক্ষা-২৬, বিষয় : বাংলাদেশ বিষয়াবলীর ৬ষ্ঠ - ৯ম
পূর্ণমান-১০০ সময়:১ঘণ্টা !
উত্তর মিলে নিয়ে কমেন্টে জানাবেন কে কত পেলেন ! নিজের টা বললে অন্যের জানতে পারবেন; এতে নিজের অবস্থান বুঝতে পারবেন!
1. আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে?
ক.দ্বিতীয় পরিচ্ছেদে
খ.প্রথম পরিচ্ছেদে
গ.তৃতীয় পরিচ্ছেদে
ঘ.উপরের কোন পরিচ্ছদই সঠিক নয়
2. বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
ক.৫৭ জন
খ.৬০ জন
গ.৬২ জন
ঘ.৬৫ জন
3. কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাস হয় ?
ক.শেখ মুজিবুর রহমান
খ.জিয়াউর রহমান
গ.এইচ.এম. এরশাদ
ঘ.বেগম খালেদা জিয়া
4. বাংলাদেশ থেকে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যের দ্বারা কি গঠিত হয়?
ক.মন্ত্রীপরিষদ
খ.গণপরিষদ
গ.আমলাপরিষদ
ঘ.কোনটিই নয়
5.বাংলাদেশ গণপরিষদ আদেশ কার্যকর করা হয়
ক.২৬ মার্চ ১৯৭২
খ.১০ জানুয়ারি ১৯৭২
গ.২৬ মার্চ ১৯৭১
ঘ.৩০ এপ্রিল ১৯৭১
6.সংবিধানের কোন অনুচ্ছেদে 'চলাফেরার স্বাধীনতা' উল্লেখ রয়েছে ?
ক.৩৬ নং অনুচ্ছেদ
খ.৩০ নং অনুচ্ছেদ
গ.৩৭ নং অনুচ্ছেদ
ঘ.৩১ নং অনুচ্ছেদ
7.প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে ?
ক.৮০
খ.৯৩
গ.১৪২
ঘ.১৫০
8.বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা ছিলেন--
ক.শেরে বাংলা এ কে ফজলুল হক
খ.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ.মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
9.বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
ক.১৪২
খ.১২২
গ.১৫২
ঘ.১১২
10.বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?
ক.৬ আগস্ট, ১৯৯১
খ.৬ আগস্ট, ১৯৯৯
গ.৭ আগস্ট, ১৯৯৯
ঘ.৮ আগস্ট, ১৯৯৯
11. ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে ?
ক.১৯৭৬
খ.১৯৭৭
গ.১৯৮৭
ঘ.১৯৮৮
12.সংবিধান সংশোধনে গণভোট প্রথা বাতিল করা হয় কোন অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে?
ক.১৪৪
খ.১৪২
গ.১৩২
ঘ.১৩৯
13.ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায় ?
ক.ফিনল্যান্ড
খ.নেদারল্যান্ডে
গ.আইসল্যান্ডে
ঘ.সুইডেনে
14.বাংলাদেশর সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন?
ক.৩৬ জন
খ.৩৫ জন
গ.৩৪ জন
ঘ.৩৭
15.রাষ্ট্রপতি কোন ধারার বিধানমতে কারো সাথে কোন পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন ?
ক.৪৪ ধারা
খ.৭ (১) ধারা
গ.৪৮ (৩) ধারা
ঘ.৭ (২) ধারা
16. জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা কত দিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে ?
ক.৩০ দিন
খ.৬০ দিন
গ.৯০ দিন
ঘ.১২০ দিন
17.বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
ক.জরুরী অবস্থা ঘোষণা
খ.মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
গ.সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
ঘ.৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
18. বাংলাদেশের সংবিধান কটি ভাষায় রচিত?
ক.একটি
খ.দুটি
গ.তিনটি
ঘ.চারটি
19.বাংলাদেশ সরকারী কর্মকমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে ?ক.নবম ভাগে
খ.দ্বিতীয় ভাগে
গ.পঞ্চম ভাগে
ঘ.অষ্টম ভাগে
20.বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?
ক.ড. কামাল হোসেন
খ.সুরঞ্জীত সেন
গ.আবদুর রউফ
ঘ.উপরের কেউ নয়
২১। কে আইন প্রয়োগ করে?
ক) শাসন বিভাগ
খ) বিচার বিভাগ
গ) আইন বিভাগ
ঘ) কোনটিই নয়
২২। সংবিধান প্রনয়ণ করে কোন বিভাগ?
ক) শাসন
খ) আইন
গ) বিচার
ঘ) নির্বাহী
২৩। কোন জেলায় জাতীয় সংসদের ১ টি মাত্র আসন আছে?
ক) মৌলভীবাজার
খ) সুনামগঞ্জ
গ) রাঙামাটি
ঘ) কোনটিই নয়
২৪। উপজেলা কোন বিভাগের অংশ?
ক) আইন
খ) শাসন
গ) বিচার
ঘ) জেলা পরিষদ
২৫। কাকে ডেপুটি কালেক্টর বলা হয়?
ক) বিভাগীয় কমিশনার
খ) জেলা প্রশাসক
গ) উপজেলা চেয়ারম্যান
ঘ) জেলা এডিসি
২৬। কে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেন?
ক) সরকার
খ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
গ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
ঘ) কেহই নয়
২৭। সংবিধানের রক্ষাকারী কে?
ক) আইন বিভাগ
খ) বিচার বিভাগ
গ) শাসন বিভাগ
ঘ) নির্বাহী বিভাগ
২৮। ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত?
ক)১১
খ)১২
গ)১৩
ঘ)১৯
২৯। সংসদে কোনদিন বেসরকারি সদস্যদের কার্যাবলী প্রাধান্য পায়?
ক) শনিবার
খ) রবিবার
গ) সোমবার
ঘ) বৃহস্পতিবার
৩০। আইনের খসড়াকে কি বলে?
ক) বিল
খ) আইন
গ) আবেদন
ঘ) কোনটিই নয়
৩১। সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কত সালে?
ক)১৯৫১
খ)১৯৬১
গ)১৯৬৭
ঘ)১৯৬৮
৩২। বর্তমান মন্ত্রীপরিষদ সচিব কে?
ক) মইন আহমেদ
খ) আনোয়ার হোসেন
গ) খন্দকার আনোয়ারুল ইসলাম
ঘ) আবদুল মোবিন
৩৩। বাংলাদেশের সরকার কি ধরনের?
ক) সংসদীয়
খ) গণতান্ত্রিক
গ) সংসদীয় গণতান্ত্রিক
ঘ) সমাজতান্ত্রিক
৩৪। BEPZA কোন প্রতিষ্ঠানের অধীনে?
ক) রাষ্ট্রপতির কার্যালয়
খ) প্রধানমন্ত্রীর কার্যালয়
গ) জাতীয় সংসদ
ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়
৩৫। মন্ত্রীপরিষদের প্রধান কে?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) মন্ত্রী
ঘ) সচিব
৩৬। বাংলাদেশের প্রশাসন কয় ধরনের?
ক)১
খ)২
গ)৩
ঘ)৪
৩৭।কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয়?
ক) জেলা
খ) উপজেলা
গ) বিভাগ
ঘ) ইউনিয়ন
৩৮।বাংলাদেশের ৮ম বিভাগ কোনটি?
ক) রংপুর
খ) দিনাজপুর
গ)ময়মনসিংহ
ঘ) গাজীপুর
৩৯।দেশের ৬৫ তম জেলা হবে
ক) কিশোরগঞ্জ
খ) ভৈরব
গ) পাথরঘাটা
ঘ) কোনটিই নয়
৪০। কারা অধিদপ্তর কোন বিভাগের অংশ?
ক) সুরক্ষা বিভাগ
খ) জননিরাপত্তা বিভাগ
গ) নিরাপত্তা বিভাগ
ঘ)সেবা বিভাগ
৪১. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ১২
খ. ১৬
গ. ২৫০
ঘ. ১০
৪২. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা--
ক. একদলীয়
খ. দ্বিদলীয়
গ. বহুদলীয়
ঘ. কোনটিই নয়
৪৩. রাজনৈতিক দল আধুনিক গণতন্ত্রের--
ক. হৃদপিণ্ড
খ. অংশ
গ. প্রাণ
ঘ. মন
৪৪. কোন রাজনৈতিক দলের কতিপয় ব্যাক্তি যখন সাধারণ স্বার্থ ভুলে গিয়ে ব্যাক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে কি বলে?
ক. সুশীল সমাজ
খ. উপদল
গ. ট্রেড ইউনিয়ন
ঘ. চাপ সৃষ্ঠিকারী গোষ্ঠী
৪৫. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
ক. কৃষক প্রজা পার্টি
খ. আওয়ামী মুসলিম লীগ
গ.ন্যাপ
ঘ.যুক্তফ্রন্ট
৪৬. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল -
ক. ৩৩০ টি আসন
খ. ১৬৭ টি আসন
গ. ১৭২ টি আসন
ঘ. ৩০০ টি আসন
৪৭. কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন -
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. এ, কে ফজলুল হক
গ. মাওলানা ভাসানী
ঘ. কোনটিই নয়
৪৮. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক. চতুর্থ তফসিল
খ. পঞ্চম তফসিল
গ. ষষ্ঠ তফসিল
ঘ. সপ্তম তফসিল
৪৮. ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন?
ক.নুরুল আমিন
খ.আতাউর রহমান খান
গ.এ কে ফজলুল হক
ঘ.আবু হোসেন সরকার
৪৯. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
ক. আবুল হাসেম
খ. শেখ মুজিবুর রহমান
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
৫০. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
ক.ধানের শীষ
খ. নৌকা
গ. লাঙ্গল
ঘ. দাড়ি পাল্লা
৫১. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন -
ক.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ.মাওলানা আবুল কালাম আজাদ
গ.শেখ মুজিবুর রহমান
ঘ.মাওলানা ভাসানী
৫২. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
ক. যুগ্ম সম্পাদক
খ. সম্পাদক
গ. সহ-সভাপতি
ঘ. কার্যনির্বাহী সদস্য
৫৩. পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?
ক. ১৯৪৭
খ. ১৯৪৮
গ. ১৯৫৬
ঘ. ১৯৫২
৫৪. বিপ্লবী সৈনিক সংস্থা কি ছিল
ক. সাধারণ রাজনৈতিক দল
খ. সশস্ত্র একক বিপ্লবী দল
গ. জাসদের গণ সংগঠন
ঘ. বাসদের গণ সংগঠন
৫৫. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-
ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ. নবাব স্যার সলিমুল্লাহ
৫৬. যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা -
ক. চার
খ. পাঁচ
গ. তিন
ঘ. ছয়
৫৭. ১৯৭৩ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্টতা অর্জন করে?
ক. বাকশাল
খ. আওয়ামী লীগ
গ. জাসদ
ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি
৫৮. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় -
ক. ১৯০৫ সালে
খ. ১৯০৬ সালে
গ. ১৯১০ সালে
ঘ. ১৮৮৫ সালে
৫৯. বাংলাদেশ জাসদের বর্তমান সভাপতি
ক. রাশেদ খান মেনন
খ. হাসানুল হক ইনু
গ. শরীফ নুরুল আম্বিয়া
ঘ. আ. স. ম আবদুর রব
৬০. ' পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ' থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় কত সালে?
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৫
ঘ. ১৯৫৬
৬১। বাংলাদেশ প্রথমবারের মত উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করে কবে?
ক) ১৫মার্চ ২০১৮
খ) ১৫ এপ্রিল ২০১৮
গ) ২০মার্চ ২০১৭
ঘ) ২০ মার্চ ২০১৮
৬২। বাংলাদেশ ভারতের সমুদ্রসীমানা বিরোধ সংক্রান্ত ঐতিহাসিক রায় পায় কোন আদালত থেকে?
ক) ICC
খ) ICJ
গ) PCA
ঘ) ITLOS
৬৩। নিচের কোনটি জি আই সম্পদ নয়?
ক) ইলিশ
খ) জামদানি
গ) ক্ষীরসাপাতি
ঘ) শীতলপাটি
৬৪। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট উৎক্ষেপনের জন্য অরবিটাল স্লট ক্রয় করা হয় কোন দেশ থেকে?
ক) ফ্রান্স
খ) যুক্তরাষ্ট্র
গ) কানাডা
ঘ) রাশিয়া
৬৫। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
ক) কক্সবাজার
খ) টেকনাফ
গ) কুয়াকাটা
ঘ) কলাতলি
৬৬। কোন স্থপতির স্থাপত্য শিল্প "Tube in Tube" নামে পরিচিত?
ক) হামিদুজ্জামান খান
খ) নভেরা আহমেদ
গ) শামীম সিকদার
ঘ) এফ আর খান
৬৭। প্রথম বাংলাদেশী হিসেবে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কে?
ক) তাহেরুন্নেছা আহমেদ
খ) ফজলে হাসান আবেদ
গ) ড. মুহাম্মদ ইউনুস
ঘ) ড. জাফরুল্লাহ চৌধুরী
৬৮। কান চলচিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত প্রথম বাংলাদেশী চলচিত্র কোনটি?
ক) শঙ্খনীল কারাগার
খ) ভেজা বিড়াল
গ) আগামী
ঘ) মাটির ময়না
৬৯। "সেভেন সামিট" জয়কারী একমাত্র বাংলাদেশী কে?
ক) মুসা ইব্রাহীম
খ) ওয়াসফিয়া নাজনীন
গ) এম এ মুহিত
ঘ) নিশাত মজুমদার
৭০। বাংলাদেশী কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে হ্যাট্রিক ও সেঞ্চুরি করেন?
ক) তাসকিন আহমেদ
খ) তাইজুল ইসলাম
গ) শাহাদত হোসেন
ঘ) সোহাগ গাজী
৭১। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?ক.শামীম শিকদার
খ.সৈয়দ আব্দুল্লাহ খালেদ
গ.হামিদুজ্জামান
ঘ.আব্দুস সুলতান
৭২। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
ক) পটুয়াখালী
খ) চট্টগ্রামে
গ) মহেশখালী
ঘ) ভোলা
৭৩। ব্রজেন দাস ছিলেন বাংলাদেশের নামকরা ___।
ক) ক্রিকেটার
খ) সাঁতারু
গ) গলফার
ঘ) ফুটবলার
৭৪। বিখ্যাত বাংলা কার্টুন 'মীনা' এর স্রষ্টা ______।
ক) মোস্তফা মনোয়ার
খ) কামরুল হাসান
গ) রফিকুন্নবী
ঘ) এস এম সুলতান
৭৫। বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র বিজয় করে ______।
ক) ১৯৪৬৭ বর্গ কিঃমিঃ
খ) ২৫৬০২ বর্গ কিঃমিঃ
গ) ১,১১,৬৩২ বর্গ কিঃ মিঃ
ঘ) ১,১৮,৮১৩ বর্গ কিঃ মিঃ
৭৬। 'From Rebel to Founding Father: Sheikh Mujibur Rahman' গ্রন্থটির রচয়িতা কে?ক.কামাল চৌধুরী
খ.আনিসুজ্জামান
গ.সেলিনা হোসেন
ঘ.সৈয়দ বদরুল আহসান
৭৭। বঙ্গবন্ধু 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের -
ক.১৫ জানুয়ারী
খ.৭ মার্চ
গ.১০ অক্টোবর
ঘ.১৮ অক্টোবর
৭৮। বাংলাদেশ নরডিক দূতাবাস কোন দেশ গুলোর যৌথ দূতাবাস?
ক.সুইডেন
খ.ডেনমার্ক
গ.নরওয়ে
ঘ.উপরের সব কয়টি
৭৯। ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
ক.১৯৯৭
খ.১৯৮৩
গ.১৯৮৯
ঘ.২০০১
৮০। মুজিববর্ষব্যাপী
ক) ৩০০ টি
খ) ২৯৬ টি
গ) ২৫০ টি
ঘ) ১০০ টি
৮১) মুজিববর্ষ পালনের জন্য কোন আন্তর্জাতিক সংস্থা উদ্যোগ গ্রহণ করেছে ?
ক)জাতিসংঘ
খ)বিশ্বব্যাংক
গ)ইউনেস্কো
ঘ)আইএমএফ
৮২) ইউনেস্কো কবে ৭ মার্চের ভাষণকে মেমরি অব দ্যা ওয়াল্ডে অন্তর্ভুক্ত করে ?
ক) ১৭ নভে,২০১৯
খ) ৩০ অক্টোবর, ২০১৮
গ) ৩০ অক্টোবর,২০১৭
ঘ) ৩০ সেপ্টম্বর,২০১৭
৮৩) জাতীয় সংসদের সভাপতি কে?
ক) প্রধানমন্ত্রী
খ)স্পিকার
গ) রাষ্ট্রপতি
ঘ) চিপ হুইপ
৮৪) বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা
ক)৯
খ)৭
গ)৬
ঘ)৮
৮৫) প্রশাসনিক ট্রাইবুনাল আইন পাশ করা হয় কত সালে?
ক)১৯৮১
খ)১৯৮০
গ)১৯৭২
ঘ)১৯৯৬
৮৬)জেলা পরিষদের সদস্য সংখ্যা কত ?
ক)১৩
খ)৯
গ)২১
ঘ)১৫
৮৭) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
ক)১২নভে ১৯৯৬
খ)১২নভে১৯৭৫
গ)১২নভে২০০৯
ঘ) ১৫ আগস্ট ১৯৭৮
৮৮) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
ক) পন্চগড
খ)রাঙাামাটি
গ)বান্দরবান।
ঘ) খাগড়ছড়ি
৮৯)বাংলাদেশ কবে এলডিসি ভুক্ত দেশের তালিকা থেকে বের হবে ?
ক)২০২০
খ)২০২১
গ)২০২২
ঘ)২০২৪
৯০) ২০১৮ সালে ১ম বাংলাদেশী কিশোরী হিসেবে ১৬.১ কি.মি দৈর্ঘ্য বিশিষ্ট বাংলা চ্যানেল জয় করেন?
ক) শিরিন আক্তার
খ)মিতু আক্তার
গ) ওয়াসফিয়া নাজরিন
ঘ) নিশাদ মজুমদার
৯১)দেশের দ্রুততম মানবী কে ?
ক) শিরিন আক্তার
খ)মিতু আক্তার
গ) ওয়াসফিয়া নাজরিন
ঘ) নিশাদ মজুমদার
৯২) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদ?
ক)২৭
খ)১৯(৩)
গ)২৮(২)
ঘ) ৬৫(৩)
৯৩)এখন পর্যন্ত বঙ্গবন্ধু হত্যা মামলায় কতজনের ফাঁসি হয়েছে ?
ক)৫
খ)৬
গ)৭
ঘ)১২
৯৪) পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরি করেন?
ক) জাফর ইকবাল
খ) মাকসুদুল করিম
গ) বিজন শীল
ঘ)অধ্যাপক মোবারক আহমদ খান
৯৫) যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -
ক)৪৭
খ)৯৩
গ)৪৪
ঘ)৪৭
৯৬) জাতীয় ভোটার দিবস?
ক)৩০ডিসেম্বর
খ)৭ মার্চ
গ)১ মার্চ
ঘ)২ মার্চ
৯৭)বাংলাদেশের বর্তমান বিচারপতি মাহমুদ হাসান কততম বিচারপতি ?
ক)২১
খ)২০
গ)২২
ঘ)২৩
৯৮)সিটি কর্পোরেশনের চেয়ারম্যানদের কে শপথ পড়ায়
ক) স্পিকার
খ) রাষ্ট্রপতি
গ) প্রধানবিচারপতি
ঘ)প্রধানমন্ত্রী
৯৯)নিচের কোনটি সংবিধিবদ্ধ পদ ?
ক) অ্যাটর্নি জেনারেল
খ) প্রধানবিচারপতি
গ) নির্বাচন কমিশনার
ঘ) বিপিএসসির চেয়াম্যান
১০০) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
ক)৫৯বছর
খ)৬৫বছর
গ)৬২ বছর
ঘ)৬৭ বছর
উত্তরসহ
1. আমাদের সংবিধানের পঞ্চম ভাগে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে?
ক.দ্বিতীয় পরিচ্ছেদে
খ.প্রথম পরিচ্ছেদে
গ.তৃতীয় পরিচ্ছেদে
ঘ.উপরের কোন পরিচ্ছদই সঠিক নয়
উত্তরঃ ক
2. বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
ক.৫৭ জন
খ.৬০ জন
গ.৬২ জন
ঘ.৬৫ জন
উত্তরঃ খ
3. কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাস হয় ?
ক.শেখ মুজিবুর রহমান
খ.জিয়াউর রহমান
গ.এইচ.এম. এরশাদ
ঘ.বেগম খালেদা জিয়া
উত্তরঃ খ
4. বাংলাদেশ থেকে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যের দ্বারা কি গঠিত হয়?
ক.মন্ত্রীপরিষদ
খ.গণপরিষদ
গ.আমলাপরিষদ
ঘ.কোনটিই নয়
উত্তরঃ খ
5.বাংলাদেশ গণপরিষদ আদেশ কার্যকর করা হয়
ক.২৬ মার্চ ১৯৭২
খ.১০ জানুয়ারি ১৯৭২
গ.২৬ মার্চ ১৯৭১
ঘ.৩০ এপ্রিল ১৯৭১
উত্তরঃ গ
6.সংবিধানের কোন অনুচ্ছেদে 'চলাফেরার স্বাধীনতা' উল্লেখ রয়েছে ?
ক.৩৬ নং অনুচ্ছেদ
খ.৩০ নং অনুচ্ছেদ
গ.৩৭ নং অনুচ্ছেদ
ঘ.৩১ নং অনুচ্ছেদ
উত্তরঃ ক
7.প্রশ্নঃ সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে ?
ক.৮০
খ.৯৩
গ.১৪২
ঘ.১৫০
উত্তরঃ গ
8.বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা ছিলেন--
ক.শেরে বাংলা এ কে ফজলুল হক
খ.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ.মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তরঃ গ
9.বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে?
ক.১৪২
খ.১২২
গ.১৫২
ঘ.১১২
উত্তরঃ গ
10.বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?
ক.৬ আগস্ট, ১৯৯১
খ.৬ আগস্ট, ১৯৯৯
গ.৭ আগস্ট, ১৯৯৯
ঘ.৮ আগস্ট, ১৯৯৯
উত্তরঃ ক
11. ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে ?
ক.১৯৭৬
খ.১৯৭৭
গ.১৯৮৭
ঘ.১৯৮৮
উত্তরঃ ঘ
12.সংবিধান সংশোধনে গণভোট প্রথা বাতিল করা হয় কোন অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে?
ক.১৪৪
খ.১৪২
গ.১৩২
ঘ.১৩৯
উত্তরঃ খ
13.ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায় ?
ক.ফিনল্যান্ড
খ.নেদারল্যান্ডে
গ.আইসল্যান্ডে
ঘ.সুইডেনে
উত্তরঃ ঘ
14.বাংলাদেশর সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন?
ক.৩৬ জন
খ.৩৫ জন
গ.৩৪ জন
ঘ.৩৭
উত্তরঃ গ
15.রাষ্ট্রপতি কোন ধারার বিধানমতে কারো সাথে কোন পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন ?
ক.৪৪ ধারা
খ.৭ (১) ধারা
গ.৪৮ (৩) ধারা
ঘ.৭ (২) ধারা
উত্তরঃ গ
16. জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা কত দিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে ?
ক.৩০ দিন
খ.৬০ দিন
গ.৯০ দিন
ঘ.১২০ দিন
উত্তরঃ গ
17.বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
ক.জরুরী অবস্থা ঘোষণা
খ.মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
গ.সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
ঘ.৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
উত্তরঃ ঘ
18. বাংলাদেশের সংবিধান কটি ভাষায় রচিত?
ক.একটি
খ.দুটি
গ.তিনটি
ঘ.চারটি
উত্তরঃ খ
19.বাংলাদেশ সরকারী কর্মকমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে ?ক.নবম ভাগে
খ.দ্বিতীয় ভাগে
গ.পঞ্চম ভাগে
ঘ.অষ্টম ভাগে
উত্তরঃ ক
20.বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?
ক.ড. কামাল হোসেন
খ.সুরঞ্জীত সেন
গ.আবদুর রউফ
ঘ.উপরের কেউ নয়
উত্তরঃ গ
২১। কে আইন প্রয়োগ করে?
ক) শাসন বিভাগ
খ) বিচার বিভাগ
গ) আইন বিভাগ
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ক
২২। সংবিধান প্রনয়ণ করে কোন বিভাগ?
ক) শাসন
খ) আইন
গ) বিচার
ঘ) নির্বাহী
উত্তর ঃ খ
২৩। কোন জেলায় জাতীয় সংসদের ১ টি মাত্র আসন আছে?
ক) মৌলভীবাজার
খ) সুনামগঞ্জ
গ) রাঙামাটি
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ গ
২৪। উপজেলা কোন বিভাগের অংশ?
ক) আইন
খ) শাসন
গ) বিচার
ঘ) জেলা পরিষদ
উত্তর ঃ খ
২৫। কাকে ডেপুটি কালেক্টর বলা হয়?
ক) বিভাগীয় কমিশনার
খ) জেলা প্রশাসক
গ) উপজেলা চেয়ারম্যান
ঘ) জেলা এডিসি
উত্তর ঃ খ
২৬। কে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারেন?
ক) সরকার
খ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
গ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
ঘ) কেহই নয়
উত্তর ঃ গ
২৭। সংবিধানের রক্ষাকারী কে?
ক) আইন বিভাগ
খ) বিচার বিভাগ
গ) শাসন বিভাগ
ঘ) নির্বাহী বিভাগ
উত্তর ঃ খ
২৮। ইউনিয়ন পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত?
ক)১১
খ)১২
গ)১৩
ঘ)১৯
উত্তর ঃ গ
২৯। সংসদে কোনদিন বেসরকারি সদস্যদের কার্যাবলী প্রাধান্য পায়?
ক) শনিবার
খ) রবিবার
গ) সোমবার
ঘ) বৃহস্পতিবার
উত্তর ঃ ঘ
৩০। আইনের খসড়াকে কি বলে?
ক) বিল
খ) আইন
গ) আবেদন
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ক
৩১। সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কত সালে?
ক)১৯৫১
খ)১৯৬১
গ)১৯৬৭
ঘ)১৯৬৮
উত্তর ঃ খ
৩২। বর্তমান মন্ত্রীপরিষদ সচিব কে?
ক) মইন আহমেদ
খ) আনোয়ার হোসেন
গ) খন্দকার আনোয়ারুল ইসলাম
ঘ) আবদুল মোবিন
উত্তর ঃ গ
৩৩। বাংলাদেশের সরকার কি ধরনের?
ক) সংসদীয়
খ) গণতান্ত্রিক
গ) সংসদীয় গণতান্ত্রিক
ঘ) সমাজতান্ত্রিক
উত্তর ঃ গ
৩৪। BEPZA কোন প্রতিষ্ঠানের অধীনে?
ক) রাষ্ট্রপতির কার্যালয়
খ) প্রধানমন্ত্রীর কার্যালয়
গ) জাতীয় সংসদ
ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়
উত্তর ঃ খ
৩৫। মন্ত্রীপরিষদের প্রধান কে?
ক) প্রধানমন্ত্রী
খ) রাষ্ট্রপতি
গ) মন্ত্রী
ঘ) সচিব
উত্তর ঃ ক
৩৬। বাংলাদেশের প্রশাসন কয় ধরনের?
ক)১
খ)২
গ)৩
ঘ)৪
উত্তর ঃ খ
৩৭।কোনটি স্থানীয় প্রশাসনের অংশ নয়?
ক) জেলা
খ) উপজেলা
গ) বিভাগ
ঘ) ইউনিয়ন
উত্তর ঃ ঘ
৩৮।বাংলাদেশের ৮ম বিভাগ কোনটি?
ক) রংপুর
খ) দিনাজপুর
গ)ময়মনসিংহ
ঘ) গাজীপুর
উত্তর ঃ গ
৩৯।দেশের ৬৫ তম জেলা হবে
ক) কিশোরগঞ্জ
খ) ভৈরব
গ) পাথরঘাটা
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ খ
৪০। কারা অধিদপ্তর কোন বিভাগের অংশ?
ক) সুরক্ষা বিভাগ
খ) জননিরাপত্তা বিভাগ
গ) নিরাপত্তা বিভাগ
ঘ)সেবা বিভাগ
উত্তর ঃ ক
৪১. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ১২
খ. ১৬
গ. ২৫০
ঘ. ১০
উত্তরঃ ক
৪২. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা--
ক. একদলীয়
খ. দ্বিদলীয়
গ. বহুদলীয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
৪৩. রাজনৈতিক দল আধুনিক গণতন্ত্রের--
ক. হৃদপিণ্ড
খ. অংশ
গ. প্রাণ
ঘ. মন
উত্তরঃ গ
৪৪. কোন রাজনৈতিক দলের কতিপয় ব্যাক্তি যখন সাধারণ স্বার্থ ভুলে গিয়ে ব্যাক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয় তখন তাকে কি বলে?
ক. সুশীল সমাজ
খ. উপদল
গ. ট্রেড ইউনিয়ন
ঘ. চাপ সৃষ্ঠিকারী গোষ্ঠী
উত্তরঃ খ
৪৫. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
ক. কৃষক প্রজা পার্টি
খ. আওয়ামী মুসলিম লীগ
গ.ন্যাপ
ঘ.যুক্তফ্রন্ট
উত্তরঃ ঘ
৪৬. ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল -
ক. ৩৩০ টি আসন
খ. ১৬৭ টি আসন
গ. ১৭২ টি আসন
ঘ. ৩০০ টি আসন
উত্তরঃ খ
৪৭. কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন -
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. এ, কে ফজলুল হক
গ. মাওলানা ভাসানী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
৪৮. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক. চতুর্থ তফসিল
খ. পঞ্চম তফসিল
গ. ষষ্ঠ তফসিল
ঘ. সপ্তম তফসিল
উত্তরঃ খ
৪৮. ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন?
ক.নুরুল আমিন
খ.আতাউর রহমান খান
গ.এ কে ফজলুল হক
ঘ.আবু হোসেন সরকার
উত্তরঃ গ
৪৯. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের (Constituent Assembly) ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
ক. আবুল হাসেম
খ. শেখ মুজিবুর রহমান
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. ধীরেন্দ্র নাথ দত্ত
উত্তরঃ ঘ
৫০. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
ক.ধানের শীষ
খ. নৌকা
গ. লাঙ্গল
ঘ. দাড়ি পাল্লা
উত্তরঃ খ
৫১. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন -
ক.হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ.মাওলানা আবুল কালাম আজাদ
গ.শেখ মুজিবুর রহমান
ঘ.মাওলানা ভাসানী
উত্তরঃ ঘ
৫২. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
ক. যুগ্ম সম্পাদক
খ. সম্পাদক
গ. সহ-সভাপতি
ঘ. কার্যনির্বাহী সদস্য
উত্তরঃ ক
৫৩. পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?
ক. ১৯৪৭
খ. ১৯৪৮
গ. ১৯৫৬
ঘ. ১৯৫২
উত্তরঃ গ
৫৪. বিপ্লবী সৈনিক সংস্থা কি ছিল
ক. সাধারণ রাজনৈতিক দল
খ. সশস্ত্র একক বিপ্লবী দল
গ. জাসদের গণ সংগঠন
ঘ. বাসদের গণ সংগঠন
উত্তরঃ খ
৫৫. ১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-
ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ. নবাব স্যার সলিমুল্লাহ
উত্তরঃ ঘ
৫৬. যুক্তফ্রন্টে (১৯৫৪) রাজনৈতিক দলের সংখ্যা -
ক. চার
খ. পাঁচ
গ. তিন
ঘ. ছয়
উত্তরঃ ক
৫৭. ১৯৭৩ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্টতা অর্জন করে?
ক. বাকশাল
খ. আওয়ামী লীগ
গ. জাসদ
ঘ. ন্যাশনাল আওয়ামী পার্টি
উত্তরঃ খ
৫৮. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় -
ক. ১৯০৫ সালে
খ. ১৯০৬ সালে
গ. ১৯১০ সালে
ঘ. ১৮৮৫ সালে
উত্তরঃ খ
৫৯. বাংলাদেশ জাসদের বর্তমান সভাপতি
ক. রাশেদ খান মেনন
খ. হাসানুল হক ইনু
গ. শরীফ নুরুল আম্বিয়া
ঘ. আ. স. ম আবদুর রব
উত্তর: গ
৬০. ' পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ' থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় কত সালে?
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৫
ঘ. ১৯৫৬
উত্তরঃ গ
৬১। বাংলাদেশ প্রথমবারের মত উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করে কবে?
ক) ১৫মার্চ ২০১৮
খ) ১৫ এপ্রিল ২০১৮
গ) ২০মার্চ ২০১৭
ঘ) ২০ মার্চ ২০১৮
উত্তরঃক
৬২। বাংলাদেশ ভারতের সমুদ্রসীমানা বিরোধ সংক্রান্ত ঐতিহাসিক রায় পায় কোন আদালত থেকে?
ক) ICC
খ) ICJ
গ) PCA
ঘ) ITLOS
উত্তরঃ গ
৬৩। নিচের কোনটি জি আই সম্পদ নয়?
ক) ইলিশ
খ) জামদানি
গ) ক্ষীরসাপাতি
ঘ) শীতলপাটি
উত্তরঃঘ
৬৪। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট উৎক্ষেপনের জন্য অরবিটাল স্লট ক্রয় করা হয় কোন দেশ থেকে?
ক) ফ্রান্স
খ) যুক্তরাষ্ট্র
গ) কানাডা
ঘ) রাশিয়া
উত্তরঃঘ
৬৫। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
ক) কক্সবাজার
খ) টেকনাফ
গ) কুয়াকাটা
ঘ) কলাতলি
উত্তরঃগ
৬৬। কোন স্থপতির স্থাপত্য শিল্প "Tube in Tube" নামে পরিচিত?
ক) হামিদুজ্জামান খান
খ) নভেরা আহমেদ
গ) শামীম সিকদার
ঘ) এফ আর খান
উত্তরঃঘ
৬৭। প্রথম বাংলাদেশী হিসেবে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কে?
ক) তাহেরুন্নেছা আহমেদ
খ) ফজলে হাসান আবেদ
গ) ড. মুহাম্মদ ইউনুস
ঘ) ড. জাফরুল্লাহ চৌধুরী
উত্তরঃ ক
৬৮। কান চলচিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত প্রথম বাংলাদেশী চলচিত্র কোনটি?
ক) শঙ্খনীল কারাগার
খ) ভেজা বিড়াল
গ) আগামী
ঘ) মাটির ময়না
উত্তরঃ ঘ
৬৯। "সেভেন সামিট" জয়কারী একমাত্র বাংলাদেশী কে?
ক) মুসা ইব্রাহীম
খ) ওয়াসফিয়া নাজনীন
গ) এম এ মুহিত
ঘ) নিশাত মজুমদার
উত্তরঃ খ
৭০। বাংলাদেশী কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে হ্যাট্রিক ও সেঞ্চুরি করেন?
ক) তাসকিন আহমেদ
খ) তাইজুল ইসলাম
গ) শাহাদত হোসেন
ঘ) সোহাগ গাজী
উত্তরঃ ঘ
৭১। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?ক.শামীম শিকদার
খ.সৈয়দ আব্দুল্লাহ খালেদ
গ.হামিদুজ্জামান খান
ঘ.আব্দুস সুলতান
উত্তরঃ গ
৭২। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?
ক) পটুয়াখালী
খ) চট্টগ্রামে
গ) মহেশখালী
ঘ) ভোলা
উত্তরঃ খ
৭৩। ব্রজেন দাস ছিলেন বাংলাদেশের নামকরা ___।
ক) ক্রিকেটার
খ) সাঁতারু
গ) গলফার
ঘ) ফুটবলার
উত্তরঃ খ
৭৪। বিখ্যাত বাংলা কার্টুন 'মীনা' এর স্রষ্টা ______।
ক) মোস্তফা মনোয়ার
খ) কামরুল হাসান
গ) রফিকুন্নবী
ঘ) এস এম সুলতান
উত্তরঃ ক
৭৫। বাংলাদেশ ভারতের সাথে সমুদ্র বিজয় করে ______।
ক) ১৯৪৬৭ বর্গ কিঃমিঃ
খ) ২৫৬০২ বর্গ কিঃমিঃ
গ) ১,১১,৬৩২ বর্গ কিঃ মিঃ
ঘ) ১,১৮,৮১৩ বর্গ কিঃ মিঃ
উত্তরঃ ক
৭৬। 'From Rebel to Founding Father: Sheikh Mujibur Rahman' গ্রন্থটির রচয়িতা কে?ক.কামাল চৌধুরী
খ.আনিসুজ্জামান
গ.সেলিনা হোসেন
ঘ.সৈয়দ বদরুল আহসান
উত্তরঃ ঘ
৭৭। বঙ্গবন্ধু 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের -
ক.১৫ জানুয়ারী
খ.৭ মার্চ
গ.১০ অক্টোবর
ঘ.১৮ অক্টোবর
উত্তরঃ ঘ
৭৮। বাংলাদেশ নরডিক দূতাবাস কোন দেশ গুলোর যৌথ দূতাবাস?
ক.সুইডেন
খ.ডেনমার্ক
গ.নরওয়ে
ঘ.উপরের সব কয়টি
উত্তরঃ ঘ
৭৯। ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
ক.১৯৯৭
খ.১৯৮৩
গ.১৯৮৯
ঘ.২০০১
উত্তরঃ ক
৮০। মুজিববর্ষব্যাপী কর্মসূচি পালনে কতটি পরিকল্পনা হাতে নিয়েছে উদযাপন কমিটি?
ক) ৩০০ টি
খ) ২৯৬ টি
গ) ২৫০ টি
ঘ) ১০০ টি
উত্তরঃ খ
৮১) মুজিববর্ষ পালনের জন্য কোন আন্তর্জাতিক সংস্থা উদ্যোগ গ্রহণ করেছে ?
ক)জাতিসংঘ
খ)বিশ্বব্যাংক
গ)ইউনেস্কো
ঘ)আইএমএফ
উত্তর : গ
৮২) ইউনেস্কো কবে ৭ মার্চের ভাষণকে মেমরি অব দ্যা ওয়াল্ডে অন্তর্ভুক্ত করে ?
ক) ১৭ নভে,২০১৯
খ) ৩০ অক্টোবর, ২০১৮
গ) ৩০ অক্টোবর,২০১৭
ঘ) ৩০ সেপ্টম্বর,২০১৭
উত্তর : গ
৮৩) জাতীয় সংসদের সভাপতি কে?
ক) প্রধানমন্ত্রী
খ)স্পিকার
গ) রাষ্ট্রপতি
ঘ) চিপ হুইপ
উত্তর : খ
৮৪) বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা
ক)৯
খ)৭
গ)৬
ঘ)৮
উত্তর : খ
৮৫) প্রশাসনিক ট্রাইবুনাল আইন পাশ করা হয় কত সালে?
ক)১৯৮১
খ)১৯৮০
গ)১৯৭২
ঘ)১৯৯৬
উত্তর :ক
৮৬)জেলা পরিষদের সদস্য সংখ্যা কত ?
ক)১৩
খ)৯
গ)২১
ঘ)১৫
উত্তর:গ
৮৭) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
ক)১২নভে ১৯৯৬
খ)১২নভে১৯৭৫
গ)১২নভে২০০৯
ঘ) ১৫ আগস্ট ১৯৭৮
উত্তর : ক
৮৮) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
ক) পন্চগড
খ)রাঙাামাটি
গ)বান্দরবান।
ঘ) খাগড়ছড়ি
উত্তর:গ
৮৯)বাংলাদেশ কবে এলডিসি ভুক্ত দেশের তালিকা থেকে বের হবে ?
ক)২০২০
খ)২০২১
গ)২০২২
ঘ)২০২৪
উত্তর : ঘ
৯০) ২০১৮ সালে ১ম বাংলাদেশী কিশোরী হিসেবে ১৬.১ কি.মি দৈর্ঘ্য বিশিষ্ট বাংলা চ্যানেল জয় করেন?
ক) শিরিন আক্তার
খ)মিতু আক্তার
গ) ওয়াসফিয়া নাজরিন
ঘ) নিশাদ মজুমদার
উত্তর : খ
৯১)দেশের দ্রুততম মানবী কে ?
ক) শিরিন আক্তার
খ)মিতু আক্তার
গ) ওয়াসফিয়া নাজরিন
ঘ) নিশাদ মজুমদার
উত্তরঃ ক
৯২) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদ?
ক)২৭
খ)১৯(৩)
গ)২৮(২)
ঘ) ৬৫(৩)
উত্তর :ঘ
৯৩)এখন পর্যন্ত বঙ্গবন্ধু হত্যা মামলায় কতজনের ফাঁসি হয়েছে ?
ক)৫
খ)৬
গ)৭
ঘ)১২
উত্তর :খ
৯৪) পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরি করেন?
ক) জাফর ইকবাল
খ) মাকসুদুল করিম
গ) বিজন শীল
ঘ)অধ্যাপক মোবারক আহমদ খান
উত্তর: ঘ
৯৫) যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো -
ক)৪৭
খ)৯৩
গ)৪৪
ঘ)৪৭
উত্তর :ক
৯৬) জাতীয় ভোটার দিবস?
ক)৩০ডিসেম্বর
খ)৭ মার্চ
গ)১ মার্চ
ঘ)২ মার্চ
উত্তর :ঘ
৯৭)বাংলাদেশের বর্তমান বিচারপতি মাহমুদ হাসান কততম বিচারপতি ?
ক)২১
খ)২০
গ)২২
ঘ)২৩
উত্তর: গ
৯৮)সিটি কর্পোরেশনের চেয়ারম্যানদের কে শপথ পড়ায়
ক) স্পিকার
খ) রাষ্ট্রপতি
গ) প্রধানবিচারপতি
ঘ)প্রধানমন্ত্রী
উত্তর : ঘ
৯৯)নিচের কোনটি সংবিধিবদ্ধ পদ ?
ক) অ্যাটর্নি জেনারেল
খ) প্রধানবিচারপতি
গ) নির্বাচন কমিশনার
ঘ) বিপিএসসির চেয়াম্যান
উত্তর :ক
১০০) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
ক)৫৯বছর
খ)৬৫বছর
গ)৬২ বছর
ঘ)৬৭ বছর
উত্তর :ঘ
পরীক্ষক
১। তানিয়া আক্তার
২।ডা: ফাহমিদা বিপাশা
৩। নিলয় সেন গুপ্ত
৪। মজিদুল ইসলাম
৫॥সুজন আহমেদ
৬।সুব্রত পোদ্দার
৭।জাকির হোসেন
কৃতজ্ঞতা- জাকির বিসিএস স্পেশাল
No comments