যেভাবে ইংরেজি ফ্রী হ্যান্ড রাইটিং এ ভাল করবেন
যেভাবে ইংরেজি ফ্রী হ্যান্ড রাইটিং এ ভাল করবেন
শচীন টেন্ডুলকার ও Bradman এর মত তারকারা কিন্তু একদিনে এত বড় তারকা হয় নাই। শচীন টেন্ডুলকার তার পরিশ্রমের মাধ্যমেই ধীরে ধীরে শচীন টেন্ডুলকার হয়েছেন৷ আপনাকেও সঠিকভাবে পরিশ্রম ও কিছু নিয়ম অনুসরণ করে ইংরেজি ফ্রী হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে হবে।
কীভাবে দক্ষ হবেন?
১। প্রথমেই grammar এর বেসিক বিষয়গুলো আপনাকে খুব ভাল করে জানতে হবে। যেমন Tense,Sentence, Auxiliary ও Modal Auxiliary verb এর ব্যবহার সম্পর্কে ভাল করে জানতে হবে। এগুলো না জানলে কখনোই ইংরেজি লিখতে পারবেন না। তাই একটু সময় করে আবার এখন ভাল করে পড়ে নেন। সবাই এগুলো স্কুল ও কলেজ জীবনে বহুবার পড়েছেন তারপরও নতুন করে এগুলো আবার ভাল করে পড়ে নিন।
এগুলো পড়ার জন্য আপনি A passage to English language by Zakir Hossain এর বইটা দেখতে পারেন। খুব সুন্দর করে এগুলো দেওয়া আছে এই বইয়ে।
২। আপনাকে নিয়মিত কিছু Vocabulary শিখতে হবে বানানসহ সাথে শব্দটা Adjective না Noun না Verb এই সম্পর্কে জানতে পারলে আরও ভাল হবে। প্রতিদিন ১০ টি করে শিখলে ৩০ দিনে ৩০০ টি এবং তিন মাসে ৯০০ টি হয়ে যাবে। তারপর সহজেই হাজার হাজার পেইজ লিখতে পারবেন এই ৯০০ শব্দ দিয়েই। তাই নিয়মিত আপনাকে ১০ টি শব্দ শিখতে হবে এবং এই ১০টি শব্দ দিয়ে ১০ টি নতুন বাক্য তৈরি করতে হবে প্রতিদিন।
সহায়ক বই হচ্ছে Saifur’s student Vocabulary বই টা পড়েন নিয়মিত।
৩। প্রতিদিন কমপক্ষে ১ পেইজ লিখবেন ইংরেজিতে আপনার যা মন চাইবে তা অর্থাৎ যেকোনো Topics নিয়ে লিখবেন৷ লেখার সময় ভুলেও চিন্তা করবেন না যা লিখছেন তা ভুল হচ্ছে। লেখার সময় ননস্টপ লিখে যাবেন। মনে রাখবেন ভুল থেকেই মানুষ শিখে। এইভাবে লেখার পর প্রতি সপ্তাহে একদিন আগের ৬ দিনের লেখাগুলো পড়েন দেখবেন কিছু কিছু ভুল আপনার নজরে আসবে। সেইগুলো সংশোধন করে নেন অথবা পরিচিত কোন বড় ভাই বা বোন যিনি ইংরেজিতে মোটামুটি দক্ষ তাকে দিয়ে চেক করিয়ে নিতে পারেন৷ এখানে ভুল হলে লজ্জা পাবার কিছু নাই। কেউ একদিনেই দক্ষ হয়ে যায় না। এইভাবে চেষ্টা করলে আপনি নিজেই একদিন বস হয়ে যাবেন ইংরেজিতে।
সহায়ক উপকরণ
একটা খাতা বানাবেন মোটা করে এবং এইভাবে নিয়মিত তিন মাস লিখবেন।
৪। প্রতি সপ্তাহে একটি ইংরেজি নিউজপেপার বা মাগ্যাজিন বা অন্য কোন বই পড়বেন । পড়ার সময় লক্ষ্য রাখবেন কীভাবে তারা বাক্য গঠন করেছে। একটা বাক্য অনেক ভাবে গঠন করা যায় এটা বুঝতে পারবেন যখন মনোযোগ দিয়ে পড়বেন তখন। এইভাবে তিনমাস পড়ুন হয়ে যাবে ইনশাআল্লাহ।
সহায়ক উপকরণ।
বাংলা একাডেমির বাংলা টু ইংরেজি এবং ইংরেজি টু বাংলা ডিকশনারিগুলো নিজের কাছে রাখুন।
৫। ফেইসবুকে অনেকে আছেন ইংরেজিতে লিখেন বিভিন্ন স্টাটাস ও বিভিন্ন বিষয় নিয়ে। আপনি চাইলে এরকম কয়েকজনকে ফলো করতে পারেন। শুধু দেখবেন তারা কীভাবে বিভিন্ন বাক্য গঠন করছে এগুলো। নিজেও পারলে ফেইসবুকে ইংরেজিতে স্টাটাস ও কমেন্ট করার চেষ্টা করবেন। ভুল হলেও সমস্যা নাই কারণ কেউ ভুল না করে রাতারাতি দক্ষ হয় নাই।
এইভাবে তিনমাস চেষ্টা করুন দেখবেন ইংরেজি ফ্রী হ্যান্ড রাইটিং নিয়ে আপনার জড়তা কেটে যাবে এবং তখন নিজেই শত শত পেইজ লিখতে পারবেন। সবার জন্য শুভ কামনা রইল।
লেখক- এস. এম. আলাউদ্দিন মাহমুদ।
No comments