দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ তথ্য


প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

প্রথম বিশ্বযুদ্ধ

সময়কাল-১৯১৪ সালের ২৮জুলাই থেকে ১৯১৮সালের ১১নভেম্বর।
টানা ৪বছরের অধিক সময় ধরে এ যুদ্ধ চলে।
কাহিনীর সূত্রপাতঃ ১৯১৪সালের ২৮জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড সার্বিয়ায় এক সার্বিয় আততায়ীর হাতে সস্ত্রীক নিহত হয়।ঘটনাস্থল-সার্বিয়ার রাজধানী সারায়োভো।
এ ঘটনার জন্য অস্ট্রিয়া দায়ী করে সার্বিয়াকে এবং ঠিক ১মাস পরে অর্থাৎ ১৯১৪সালের ২৮জুলাই সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়ার যুদ্ধ ঘোষণার মাধ্যমেই প্রথম বিশ্বযুদ্ধের শুরু।
এরপর এ দুই দেশের বন্ধুরাষ্ট্রগুলো ধীরে ধীরে যুদ্ধে জড়িয়ে পড়ে।
যুদ্ধে দু'টি পক্ষ তৈরী হয়।
১)মিত্রশক্তি (Allied Powers)
২)অক্ষশক্তি (Central Powers)
**মিত্রশক্তিতে ছিল-
সার্বিয়া,রাশিয়া,ব্রিটেন,যুক্তরাষ্ট্র,ইতালি,ফ্রান্স,জাপান।

**অক্ষশক্তিতে ছিল-
অস্ট্রিয়া,জার্মানি,হাঙ্গেরি,বুলগেরিয়া।
ফলাফলঃ এ যুদ্ধে বিজয়ী হয় মিত্রশক্তি।
হেরে যায় অক্ষশক্তি।
**তৎকালীন উল্লেখযোগ্য নেতা-
এ যুদ্ধের সময়
ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন-হেনরি আসকুইথ
মার্কিন প্রেসিডেন্ট ছিলেন-
উড্রো উইলসন।
জার্মান সম্রাট ছিলেন-
দ্বিতীয় উইলিয়াম।


#প্রথম_ও_দ্বিতীয়_বিশ্বযুদ্ধের_কিছু_গুরুত্বপূর্ণ_তথ্য



★★প্রথম বিশ্বযুদ্ধ★★


** সময়কালঃ- ১৯১৪-১৮।
** শুরু হয়ঃ- ২৮ জুলাই ১৯১৪।
** অক্ষশক্তিঃ- জার্মানি,,অস্ট্রিয়া,,হাঙ্গেরি,,তুরস্ক ও বুলগেরিয়া।
** মিত্রশক্তিঃ- ফ্রান্স,,বৃটেন,,রাশিয়া,,ইতালি,,যুক্তরাষ্ট্র,, রুমানিয়া,,জাপান,,বেলজিয়াম,,সার্বিয়া,,গ্রিস,, পর্তুগাল ও মন্টিনিগ্রো (জয়ী)।
** জার্মানি আত্মসমর্পণ করে/ যুদ্ধ শেষ হয়ঃ- ১১ নভেম্বর ১৯১৮।

★★দ্বিতীয় বিশ্বযুদ্ধ★★

** সময়কালঃ-১৯৩৯-৪৫।
** শুরু হয়ঃ- ১ সেপ্টেম্বর ১৯৩৯।
** অক্ষশক্তিঃ- জার্মানি,,ইতালি ও জাপান (আরো ছিলঃ- হাঙ্গেরি,,রুমানিয়া,,বুলগেরিয়া ও থাইল্যান্ড)।
** মিত্রশক্তিঃ- রাশিয়া,,মার্কিন যুক্তরাষ্ট্র,,বৃটেন,,চিন,, ফ্রান্স ও পোল্যান্ড (আরো ছিলঃ- কানাডা,,অস্ট্রেলিয়া,,নিউজিল্যান্ড,,দক্ষিণ আফ্রিকা,, যুগোশ্লাভিয়া,,গ্রিস,,নরওয়ে,,নেদারল্যান্ড,,বেলজিয়াম,চেকোস্লোভাকিয়া,,ফিলিপাইন ও ব্রাজিল)।
** তৎকালিনঃ- যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট,,ট্রুম্যান।
** বৃটেনের প্রধানমন্ত্রীঃ- উইনস্টন চার্চিল।
** রাশিয়ার প্রেসিডেন্টঃ- যোসেফ স্ট্যালিন।
** তৎকালিনঃ- জার্মানির ফ্যুয়েরার -- এডলফ হিটলার।
** ইতালির প্রেসিডেন্টঃ- মুসোলিনি।
** জাপানের সম্রাটঃ- হিরোহিতো।
** যুক্তরাষ্ট্র এটোম/পারমাণবিক বোমা হামলা করেঃ- জাপানের হিরোশিমা (৬ আগস্ট,,১৯৪৫ বোমার নামঃ- লিটল বয়) ও নাগাসাকিতে (৯ আগস্ট,,১৯৪৫ বোমার নামঃ- ফ্যাটম্যান)
** পারমাণবিক বোমা হামলার সময় ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টঃ- ট্রুম্যান।
** মরুভূমিতে যুদ্ধ করে ''ডেজার্ট ব্যাট'' উপাধি পানঃ- জেনারেল মন্টোগোমারি (বৃটেন)।

লেখক- Maimuna Tabassum Annie
পোস্টটি পড়ে ভালো লাগলে শেয়ার,,লাইক ও কমেন্ট করে সাথেই থাকুন।

No comments

Powered by Blogger.