দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাস ও নির্দেশনা


সিলেবাস ও নির্দেশনা | বাংলাদেশ বিষয়াবলীর 

১। সংবিধান:
এখান থেকে প্রশ্ন মিস করলে পিছিয়ে যাবেন , তাই গুরুত্ব দিন !
প্রিলি ও লিখিতর পড়া এক ( প্রিলিতে জাস্ট অনুচ্ছেদ নং লাগে, রিটেনে বিস্তারিত)
সংবিধান থেকে কয়েক ক্যাটাগরির প্রশ্ন আসে।
ক. সংবিধান প্রণয়ন সংক্রান্ত ইতিহাস
খ. সংবিধানের বিভিন্ন সংখ্যা: যেমন: ভাগ, অনুচ্ছেদ সংখ্যা, তফসিল সংখ্যা ইত্যাদি
গ. সংবিধানের সংশোধনী সমূহ : সর্বশেষ টা ও ১৫তম টা বেশি গুরুত্বপূর্ণ।
ঘ. সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদসমূহ:
১-২৪ থেকে - অর্থাৎ রাষ্ট্রপরিচলনার মূলনীতি সংক্রান্ত বিশেষ করে (৮-১২) থেকে একটা আসার সম্ভাবনা আছে।
মৌলিক অধিকার সংক্রান্ত অর্থাৎ ২৬-৪৭ এর মাঝ থেকে মিনিমাম একটা প্রশ্ন থাকবেই ।
বিভিন্ন সাংবিধানিক পদ, প্রতিষ্ঠান সংক্রান্ত থেকে একটা আসতে পারে।
যেমন: রাষ্ট্রপতি সংক্রান্ত, মন্ত্রিপরিষদ সংক্রান্ত, অ্যাটর্নি জেনারেল সংক্রান্ত, সংসদ বিষয়ক, নারী সংক্রান্ত, ন্যায়পাল, সুপ্রিম কোর্ট সংক্রান্ত, রিট সংক্রান্ত, প্রশাসনিক
ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন সংক্রান্ত ও পিএসসি সংক্রান্ত ।
আর তফসিলগুলোর মধ্যে শেষের ৩টি।

২। বাংলাদেশ সরকারের তিন বিভাগ:
প্রিলি। ও রিটেন উভয়ের জন্য সম গুরুত্বপূর্ণ ! তবে পড়ার ধরণ আলাদা ! প্রিলিতে সাধারণ ধারণা আর রিটেনে বিস্তারিত ! সমন্বয় করে পড়তে পারলে ভালো ! প্রিলির জন্য প্রচলিত গাইড পড়লেই হবে ! রিটেনের জন্য ১১-১২ শ্রেণির পৌরনীতি ( মোজাম্মেল হক ) !
যা যা পড়তে হবে
আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ- এর সাধারণ ধারণা
জাতীয় সংসদ বিষয়ক তথ্য শুরু করে আইন প্রণয়ন বিষয়ক তথ্য , আইন , বিচার , শাসন বিভাগ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে । স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের বিভিন্ন স্তর সম্পর্কে স্বচ্ছ ধারণা । বিশেষ করে উপজেলা, জেলাপরিষদ , ইউনিয়ন পরিষদ পার্বত্য চট্টগ্রাম পরিষদ ইত্যাদির গঠন , নির্বাচন । এছাড়া উপজেলা, থানা, ইউনিয়ন , বিভাগ, জেলা, সিটি কর্পোরেশনের বর্তমান সংখ্যা জানতে হবে !
প্রচলিত গাইডে যা আছে সেটা পড়লেই হবে।

৩। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, সুশীল সমাজ, চাপ সৃষ্টিকারী প্রতিষ্ঠান:
এই অধ্যায় টা সংযোজন করার উদ্দেশ্য হলো আওয়ামী লীগ সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জনের জন্য । তাই এর প্রতিষ্ঠাথেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে ।
প্রথমেই বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে, ছাত্রলীগ, ও যুক্তফ্রন্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।প্রতিষ্ঠার ইতিহাস এবং ১৯৫৪, ১৯৭০,১৯৭৩ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পাওয়া আসন সংখ্যা।
বাংলাদেশ মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা।
বর্তমান জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত
বাকি বিষয়গুলো প্রচলিত গাইড যা আছে জাস্ট চোখ বোলান ।

৪। সাম্প্রতিক বাংলাদেশ:
পড়তে গেলে কুল কিনারা পাবেন না , আর পরীক্ষাতেও কমন পাওয়া খুব কঠিন !
জাতীয় অর্জন যেমন: ৭ মার্চের ভাষণ , মুজিববর্ষ, বঙ্গবন্ধু-১, উন্নয়নশীল/ মধ্যম আয়ের দেশ, সমুদ্র বিজয়, সাবমেরিন জাহাজ,, শেখ হাসিনার সাম্প্রতিক অর্জন ইত্যাদিই বেশি গুরুত্বপূর্ণ॥
গুরুত্বপূর্ণ ব্যক্তি-প্রতিষ্ঠান(প্রচলিত গাইড), স্থাপনা সমূহ(ভাস্কর ও অবস্থান), জাতীয় পুরস্কার( একুশে পদক, স্বাধীনতা পুরস্কার), খেলাধুলায় বাংলাদেশ(ক্রিকেট ও নারী ফুটবল , আর্চারি , গল্ফ সংক্রান্ত)।

সিলেবাসের বাইরেরও কিছু টপিকস থেকে প্রশ্ন আসে। 

No comments

Powered by Blogger.