দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

অপেক্ষা | মোঃ শাকিল ইসলাম


৷৷ অপেক্ষা ।।
মোঃ শাকিল ইসলাম

করোনা'র মহামারি ঝড়ের শেষ
কোয়ারেন্টাইন যন্ত্রণা কাটিয়ে
ভালবাসার সমুদ্রের কাছে যাব
যেখানে তোমার বসতি।

তন্ময় হয়ে সমুদ্রের পানে
অশান্ত তোমায় দেখবো বলে।
ভাবছি -চোখে চোখ রেখে বকে দিব দেখা হলেই
একটু আধটুতেই তোমার এত রাগ এত অভিমান কেন?

তোমার রাগ কিংবা অভিমান মানেই
গুড়ি গুড়ি শিলাবৃষ্টির সাথে হালকা ঝড়
একটুতেই গলে যাও, একটুখানিতেই থেমে যাও
চরম ভয় পাই এই ঝড়কে
তাই তো ভিষণ ব্যস্ত, তোমাকে শান্ত রাখার
আজও করোনার উৎসব চলছে
পৃথিবী চিৎকার করে কোয়ারেন্টাইনে থাকতে বলেছে
অনেকটা বিরক্ত হয়ে পৃথিবীকে বললাম
আমি আর সে বড় ক্লান্ত ঘরে
থাকতে থাকতে দুজন দুজনকে থেকে দূরে
তুমি লাল শাড়ি, লাল চুড়ি, হাতে মেহেদী পরে
আবার আমার হাতে হাত রেখে হাটবে
পৃথিবী আবার অনুমতি দিবে
অপেক্ষা করতে বলেছে।

অপেক্ষা করতে করতে
তুমি নরম নদী, আর আমি জ্বলন্ত কাঠ হয়ে গেছি।
পৃথিবীর সাথে করোনা'র আপোষটা হয়ে গেলেই
আবার হাতে হাত রেখে ঘুড়বো উড়বো মুক্ত পাখির মত।

No comments

Powered by Blogger.