দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

চাকুরী পরীক্ষার ১০০ প্রশ্ন সম্বলিত মডেল টেস্ট | উত্তরসহ



১। 'উপমহাদেশ' কী ভিত্তিক উপন্যাস?
ক) ভাষা আন্দোলন
খ) মুক্তিযুদ্ধ
গ) গণ আন্দোলন
ঘ) ৭০ এর নির্বাচন
উত্তর ঃ খ
২। কবিদের কবি কাকে বলা হয়?
ক) আল মাহমুদ
খ) হাসান আজিজুল হক
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) নির্মলেন্দু গুণ
উত্তর ঃ ঘ
৩। 'চাকা' কার রচনা?
ক) রফিক আজাদ
খ) সেলিম আল দীন
গ) আল মাহমুদ
ঘ) আহমদ ছফা
উত্তর ঃ খ
৪। "ভাত দে হারামজাদা নইলে মানচিত্র চিবিয়ে খাবো" এই মহা এপিসোড কে দিয়েছিলেন?
ক) আহমদ ছফা
খ) রফিক আজাদ
গ) হুমায়ুন আজাদ
ঘ) নির্মলেন্দু গুণে
উত্তর ঃ খ

৫। 'চর কাঁকড়ার ডকুমেন্টারি' কার রচনা?

ক) হলাল হাফিজ
খ) হাসান আজিজুল হক
গ) সেলিম আল দীন
ঘ) হাসান হাফিজুর রহমান
উত্তর ঃ গ
৬। বাংলা সাহিত্যে ‘জন্ডিস ' কী?

ক)রোগ
খ) নাটক
গ) গান
ঘ) উপন্যাস
উত্তর ঃ  খ
৭। 'কত নদী সরোবর ' একটি

ক) নাটক
খ) গান
গ) উপন্যাস
ঘ) প্রবন্ধ
উত্তর ঃ ঘ
৮। 'মুজিব -লেলিন - ইন্দিরা ' কার রচনা?
ক) শেখ মুজিব
খ) শেখ হাসিনা
গ) শেখ কামাল
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ঘ
৯। "শহীদের ঝলকিত  রক্তের  বুদবুদ " এই বচন খানা কে জপিয়েছেন?
ক) নির্মলেন্দু গুণে
খ) হেলাল হাফিজ
গ) আহমদ ছফা
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ  ক
১০। 'গাভী বিত্তান্ত ' কার উপন্যাস?
ক) আহমদ ছফা
খ) হুমায়ুন আজাদ
গ) হাসান হাফিজুর রহমান
ঘ) হাসান আজিজুল হক
উত্তর ঃ ক
১১। 'প্রতিবিম্ব ' কার রচনা?

ক) হাসান হাফিজুর রহমান
খ) হাসান আজিজুল হক
গ) আহমদ ছফা
ঘ) আল মাহমুদ
উত্তর ঃ ক
১২। ১৯৯৯ সালে মৃত্যু বরণ করেন কে?
ক) আল মাহমুদ
খ) আহমদ ছফা
গ) আহমদ শরীফ
ঘ) সেলিম আল দীন
উত্তর ঃ গ
১৩।  'নোলক' কার দক্ষ হাতের সিদ্ধ রচনা?

ক) আহমদ শরীফ
খ) আহমদ ছফা
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) আল মাহমুদ
উত্তর ঃ ঘ
১৪। হাসান আজিজুল হক কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) জাতীয় বিশ্ববিদ্যালয়
উত্তর ঃ গ
১৫। 'আত্মজা ও একটি করবী গাছ' এর রচয়িতা কে?
ক) আহমদ ছফা
খ) আহমদ শরীফ
গ) আল মাহমুদ
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ঘ

16. Give the antonym of MILITARY
A.Civil
B.Militant
C.Civility
D.Coup

Answer : Option A

17. Choose the word which is most opposite in meaning to the word EMBRACE
A.Disobey
B.Contradict
C.Reject
D.Obscure

Answer : Option C

18. Find the most opposite meaning of SUBVERSION
A.Destabilisation
B.Clarity
C.Compliance
D.Sanity

Answer : Option C

19. Find opposite meaning of UNDER REIN
A.Under wrap
B.Without target
C.Let loose
D.No clout

Answer : Option C

20. Find most opposite word of COERCIVE
A.Progressive
B.Promoting
C.Opinionated
D.Gentle

Answer : Option D


21. Find opposite meaning of ORIENT
A.Disorder
B.Fact
C.Conform
D.Casual

Answer : Option A


22. Find the word just opposite of TIMID
A.Gentle
B.Tired
C.Brave
D.Snicker

Answer : Option C

23. Find antonym of EXODUS
A.Departure
B.Typical
C.Stay
D.Normal

Answer : Option C

24. Find the word that bears the farthest meaning of SINISTER
A.Good
B.Evil
C.Long
D.Short

Answer : Option A

25. Find the word just opposite of STERILE
A.Short
B.Wild
C.Common
D.Fertile

Answer : Option D

26 Find opposite meaning of HERESY
A.Agreement
B.Error
C.Mindful
D.Rash

Answer : Option A

27. Find the word just opposite of PROVOKE
A.Insult
B.Anger
C.Encourage
D.Soothe

Answer : Option D

28. Find opposite meaning of CATEGORICAL
A.Absolute
B.Certain
C.Conditional
D.Positive

Answer : Option C

29. Find opposite meaning of INTENSE
A.Pointed
B.Allow
C.Calm
D.Disallow

Answer : Option C

30. Find the word that bears the farthest meaning of DEARTH
A.Abundance
B.Shortage
C.Famine
D.Sufficiency

Answer : Option A

31. 'পেসো' কোন দেশের মুদ্রার নাম?

ক.ফিলিপাইন

খ.মরক্কো

গ. থাইল্যান্ড

ঘ. শ্রীলঙ্কা

উত্তরঃ ক

32.  মালদ্বীপের মুদ্রার নাম কি?

ক. রূপী

খ. ডলার

গ. পাউন্ড

ঘ. রূপাইয়া

উত্তরঃ ঘ

33.  সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?

ক.হেলভেটিয়া

খ.রোডেশিয়া

গ. দক্ষিণ রোডেশিয়া

ঘ.সলসবেরি

উত্তরঃ ক

34. তাজিকিস্তান এর রাজধানীর নাম কী?

ক. আস্তানা

খ. আশখাবাদ

গ. আলমা আতা

ঘ. দুশানবে

উত্তরঃ ঘ

35. দক্ষিণ আফ্রিকার রাজধানী কয়টি?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪

উত্তর: গ

36. Duma কোন দেশের পার্লামেন্টের নাম?

ক. ফ্রান্স

খ. ফিনল্যান্ড

গ. জার্মানি

ঘ. রাশিয়া

উত্তরঃ ঘ

37. লাটভিয়ার আইনসভার নাম কী?

ক. ডুমা

খ. সায়েমা

গ. স্টেট অ্যাসেম্বলি

ঘ. সীম

উত্তরঃ খ

38. ‘হাউস অব লর্ডস’ এবং ‘হাউস অব কমন্স’-কোন দেশের পার্লামেন্টের নাম?

ক.যুক্তরাষ্ট্র

খ.যুক্তরাজ্য

গ.ইতালি

ঘ.ফ্রান্স

উত্তরঃ খ

39.  ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত?

ক. ৪৫০

খ. ৫৪৫

গ. ৫৫০

ঘ. ১০০

উত্তরঃ খ

40.  ‘নেসেট’ কোন দেশের পার্লামেন্টের নাম?

ক. ফিনল্যান্ড

খ. সুইডেন

গ. সিরিয়া

ঘ.ইসরাইল

উত্তরঃ ঘ

41. Sofia কোন দেশের রাজধানীর নাম?

ক. বুলগেরিয়া

খ. রুমানিয়া

গ.  স্লোভেনিয়া

ঘ. ক্রোয়েশিয়া

উত্তর: ক

42.আলবেনিয়ার মুদ্রার নাম-

ক. লেভ

খ. লেক

গ. লিউ

ঘ. কুনা

উত্তর: খ

43. যুক্তরাষ্ট্রের মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা

ক. ৫৪০

খ. ৫৪৫

গ. ৫৪২

ঘ. ৫৩৮

উত্তর: ঘ

44. নিকারাগুয়ার মুদ্রার নাম-

ক. বালবোয়া

খ. কুয়েটজাল

গ. কর্ডবা

ঘ. ল্যাম্পিরা

উত্তর: গ

45. পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী?

ক. জ্যামাইকা

খ. হাইতি

গ. বার্বাডোস

ঘ. ত্রিনিদাদ

উত্তর: খ

46.রাশিয়ার সংবিধানের নতুন সংশোধনী অনুসারে কত সাল পর্যন্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারবেন?

 (ক) ২০২২ সাল 
(খ) ২০২৫ সাল 
(গ) ২০৩০ সাল
(ঘ) ২০৩৬ সালে

উত্তরঃ ঘ

     
  47.সম্প্রতি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক প্রকাশিত বিশ্ব সুখী দেশের তালিকায় সবচেয়ে সুখী দেশ কোনটি?

            (ক) সুইজারল্যান্ড

           (খ) ফিনল্যান্ড

            (গ) অস্ট্রিয়া     

            (ঘ) জাপান

              উত্তরঃ খ

 48.বিশ্বে প্রথম কবে করোনাভাইরাস আবিষ্কার করা হয়?

            (ক) ২০১৯ সালে

            (খ) ১৯৬০ সালে

            (গ) ১৯০৫ সালে

            (ঘ) ২০২০ সালে
             
             উত্তরঃ খ
     
   

 49.১৫তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

       (ক) কানাডা     
       (খ) সৌদি আরব
       (গ) জাপান       
       (ঘ) যুক্তরাজ্য

   উত্তরঃ খ

 50.যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে কবে বের হয়ে যাবে?

            (ক) ৪ এপ্রিল ২০২০     

            (খ) ১২ জুন ২০২১ 

            (গ) ১৫ অক্টোবর ২০২২

           (ঘ) ৪ নভেম্বর ২০২০

        উত্তরঃ ঘ

 51.যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে?

           (ক) ২৯ ফেব্রুয়ারি ২০২০

            (খ) ২ মার্চ ২০২০

            (গ) ৬ জানুয়ারি ২০২০

            (ঘ) ১৫ ডিসেম্বর ২০১৯

উত্তরঃ ক

 52.মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

            (ক) মাহাথির মোহাম্মদ

            (খ) আনোয়ার ইব্রাহিম 

            (গ) মুহিউদ্দিন ইয়াসিন

            (ঘ) ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল

উত্তরঃ গ

 53.আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাহিনীর যুদ্ধাপরাধের তদন্ত চালানোর পক্ষে রায় দিয়েছে?

           (ক) ৪ মার্চ ২০২০

            (খ) ৫ মার্চ ২০২০

            (গ) ১৭ ডিসেম্বর ২০১৯ 

            (ঘ) ২১ জানুয়ারি ২০২০

উত্তরঃ ক

 54.দুই মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করা পেরুর রাজনীতিবিদ জেভিয়ার প্যারেজ দ্য কুয়েলার মারা যান—

            (ক) ১ জানুয়ারি ২০২০

            (খ) ৪ মার্চ ২০২০

            (গ) ২১ মার্চ ২০২০

            (ঘ) ১২ ডিসেম্বর ২০১৯

উত্তরঃ খ

 55.রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা ব্রিটেন প্রত্যাহার করেছে কবে?

            (ক) ৫ মাচ       
             (খ) ১০ মার্চ

            (গ) ১২ মার্চ   
             (ঘ) ২৫ ফেব্রুয়ারি

উত্তরঃ খ

 56.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দেশের ডাক বিভাগ বঙ্গবন্ধুর ছবিসংবলিত একটি বিশেষ ডাকচিহ্ন প্রকাশ করেছে?

            (ক) ভারত     
            (খ) যুক্তরাষ্ট্র

            (গ) কানাডা       
            (ঘ) ভিয়েতনাম

উত্তরঃ খ

57.৪৬তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

 (ক) পাকিস্তান 
(খ) জাপান
(গ)  যুক্তরাষ্ট্র   
 (ঘ) ইরান

উত্তরঃ গ

 58.কোন দেশে একই দিনে দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পৃথকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন?

            (ক) পেরু         

            (খ) অস্ট্রিয়া

            (গ) আফগানিস্তান

            (ঘ) উগান্ডা

উত্তরঃ গ

 59.বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের নাম করে—

            (ক) Corona-19

            (খ) COVETUS-20

            (গ) COVID-19

            (ঘ) COBID-19

উত্তরঃ গ

 60.বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করে কবে?

            (ক) ৩১ জানুয়ারি

            (খ) ২ ফেব্রুয়ারি

            (গ) ১২ ফেব্রুয়ারি

            (ঘ) ২১ ফেব্রুয়ারি

উত্তরঃ ক

 61.৯২তম একাডেমি অ্যাওয়ার্ডে (২০২০) কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্র?

            (ক) প্যারাসাইট

            (খ) হাসলারস

            (গ) নাইভস আউট

            (ঘ) লিটল উইমেন

উত্তরঃ ক

62.২৬তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২৬) কোথায় অনুষ্ঠিত হবে?

               (ক)  স্কটল্যান্ড 
               (খ) নেদারল্যান্ডস 
               (গ) কানাডা     
               (ঘ) যুক্তরাষ্ট্র

                উত্তরঃ ক

 63.ইরানের কুদস বাহিনীর বর্তমান প্রধান কে?

            (ক) ইসমাইল কানি

            (খ) আয়াতুল্লাহ খোমেনি

            (গ) সোলাইমানি

            (ঘ) রমজান শরীফ

উত্তরঃ  ক

 64.প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সুপার হিউম্যান’ হিসেবে অভিহিত করেছেন কে?

            (ক) নরেন্দ্র মোদি

            (খ) জিউসেপ কোঁতে

            (গ) ডোনাল্ড ট্রাম্প

            (ঘ) ভ্লাদিমির পুতিন

উত্তরঃ খ

 65.যুক্তরাজ্য কবে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে?

            (ক) ৩১ জানুয়ারি, ২০২০

            (খ) ২ ডিসেম্বর, ২০১৯

            (গ) ৭ মার্চ, ২০১৮

            (ঘ) ৫ ফেব্রুয়ারি, ২০২০

 উত্তরঃ ক

৬৬)) পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ক. মাইকেল ফ্যারাডে
খ. রুডলফ ডিজেল
গ. নিকোলাস অটো
ঘ. জেমস হ্যারিসন
উত্তর: গ
৬৭)) বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম কী?
ক. ওডোমিটার
খ. ট্যাকোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. এনিমোমিটার
উত্তর: ঘ
৬৮) পদার্থের পরিমাণের একক কী?
ক. মোল
খ. ক্যান্ডেলা
গ. আর্গ
ঘ. জুল
উত্তর: ক
৬৯)সমুদ্রের পানির গভীরতা মাপা হয় কোন এককে?
ক. ফুট
খ. মিটার
গ. নটিক্যাল মাইল
ঘ. ফ্যাদম
উত্তর: ঘ
৭০) ১ অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট?
ক. ৭৫৬
খ. ৭৪৬
গ. ৭৩৬
ঘ. ৭২২
উত্তর: খ
৭১) উচ্চ তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত হয়?
ক. হিপসোমিটার
খ. পাইরোমিটার
গ. থার্মোমিটার
ঘ. হাইগ্রোমিটার
উত্তর: খ
৭২)ট্রান্সফরমার কত প্রকার?
ক. ৩
খ. ২
গ. ৪
ঘ. ৬
উত্তর: খ
৭৩)কোন তত্ত্বের সাহায্যে জানা যায় শূন্য স্থানে আলোর বেগ সবচেয়ে বেশি?
ক. কোয়ান্টাম তত্ত্ব
খ. কণা তত্ত্ব
গ. তরংগ তত্ত্ব
ঘ. তড়িৎ চৌম্বক তত্ত্ব
উত্তর: গ
৭৪)) ফটো ইলেক্ট্রিক কোষের উপর আলো পড়লে কী তৈরি হয়?
ক. চুম্বক
খ. বিদ্যুৎ
গ. তাপ
ঘ. সবগুলো
উত্তর: খ
৭৫) আলোক শক্তির সর্বনিম্ন মানের কণিকাকে কি বলে?
ক. পাইওন
খ. মেসন
গ. পজিট্রন
ঘ. ফোটন
উত্তর: ঘ
৭৬) আলোক তরংগ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়াকে বলে?
ক. বিচ্ছুরণ
খ. বিক্ষেপণ
গ. বিচ্যুতি
ঘ. ব্যতিচার
উত্তর: খ
৭৭) সাধারণত তড়িৎ প্রবাহ বলতে বোঝায়-
ক. প্রোটনের প্রবাহ
খ. ইলেকট্রনের প্রবাহ
গ. পজিট্রনের প্রবাহ
ঘ. বৈদ্যুতিক চাপের পরিমাণ
উত্তর: খ
৭৮) জলবিদ্যুৎ তৈরিতে পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়?
ক. গতিশক্তি
খ. রাসায়নিক শক্তি
গ. বিদ্যুৎ শক্তি
ঘ. বিভবশক্তি
উত্তর: ক
৭৯) সূর্যে কোন বিক্রিয়ায় তাপ উৎপাদন হয়?
ক. ফিশন
খ. ফিউশন
গ. তাপহারী
ঘ. জারন-বিজারন
উত্তর: খ
৮০) প্রভা কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
উত্তর: খ
৮১) বায়ুতে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কী হয়?
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কোনটা নয়
উত্তরঃ ক
৮২) নিচের কোনটি কম্পোজিট কণিকা?
ক. ইলেকট্রন
খ. মেসন
গ. আলফা
ঘ. পাইওন
উত্তরঃ গ
৮৩) নিচের কোনটি কাদুনে গ্যাস?
ক. ফসজিন গ্যাস
খ. প্রডিউসার গ্যাস
গ. ক্লোরোপিক্রিন
ঘ. সালফার ডাই অক্সাইড
উত্তরঃ গ
৮৪) সূর্যমুখীর তেলে কী এসিড থাকে?
ক. ইরোসিক এসিড
খ. লিনোলিক এসিড
গ. স্যালিক এসিড
ঘ. ফরমিক এসিড
উত্তরঃ খ
৮৫) মিথাইল অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে কী বর্ণ নেয়?
ক. লাল
খ. হলুদ
গ. নীল
ঘ. বর্ণহীন
উত্তরঃ খ
86. এক্সরে বিকিরণ পরিমাপ করার একক হলো
ক. কুরি
খ. বেকরলে
গ. ডায়াপ্টার
ঘ.রন্টজেন
উত্তর : ঘ
৮৭)নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় আবেশের ওপর প্রতিষ্ঠিত নয় ?
ক.ডায়ানামো
খ. মোটর
গ.ট্রান্সফরমার
ঘ.ডায়োট
উত্তর : ঘ
৮৮)বাসা বাড়িতে সরবরাহকৃত বিদু্যতের ফ্রিকোয়েন্সি কত ?
ক.২২০ হার্জ
খ.৬০ হার্জ
গ.৫০ হার্জ
ঘ.৪০ হার্জ
উত্তর : গ
৮৯)নকুলান্ধা দূর করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় ?
ক.দ্বি ফোকাস
খ. উত্তল
গ. অবতল
ঘ.টরিক
উত্তর : ঘ
৯০)প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের দূরত্ব হওয়া দরকার
ক.৪ মিটার
খ. ১/১০ মিটার
গ. ১৭ মিটার
ঘ.১৬.৬ মিটার
উত্তর : ঘ
৯১। রেফ্রিজারেটরে কোনটি ব্যবহৃত হয় ?
ক. ডিডিটি
খ. ক্লোরোফরম
গ. ফ্রেয়ন
ঘ. ক্লোরো পিক্রিন
উত্তর :গ
৯২।আপেক্ষিক ভর কে আবিষ্কার করে ?
ক. ডালটন
খ.বয়েল
গ.মোসলে
ঘ.ক্যাভেন্ডিস
উত্তর :ক
৯৩।কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
ক. সোডিয়াম
খ.বোরন
গ.পটাসিয়াম
ঘ.পারদ
উত্তর :ঘ
৯৪। মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ?
ক. ৯৮.৪ ডিগ্রি সেলসিয়াস
খ.৩৬.৯ ফারেনহাইট
গ.৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস
ঘ.কোনোটিই নয়
উত্তর :গ
৯৫।পানির তলার তেলের সন্চয় নির্ণায়ক যন্ত্র কোনটি ?
ক.হাইড্রোমিটার
খ.হাইগ্রোমিটার
গ.ওয়েলগেজ মিটার
ঘ.গ্রাডিমিটার
উত্তর :ঘ
৯৬।সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর যে গ্যাস ব্যবহার করা হয় ?
ক.নিয়ন
খ.সোডিয়াম
গ.আর্গন
ঘ.নাইট্রোজেন
উত্তর :ঘ
৯৭। ডেটলের প্রধান উপাদান কোনটি ?
ক. অ্যামোনিয়া
খ. ফেনল
গ.ট্রাইক্লোরোফেনল
ঘ. ক্লোরোফরম
উত্তর :গ
৯৮।মধ্যপ্রাচ্যের কোন দেশের সংসদ নাই ?
ক. ইরান
খ.কুয়েত
গ.সৌদি আরব
ঘ.ইয়েমেন
উত্তর :গ
৯৯।Tshogdu কোন দেশের আইন সভা ?
ক. উগান্ডা
খ. বুরন্ডি
গ.নেপাল
ঘ.ভুটান
উত্তর :ঘ
১০০।রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ কত ?
ক. ৫ বছর
খ.৪ বছর
গ.৩ বছর
ঘ.২ বছর
উত্তর :খ
///
পরীক্ষক
১। তানিয়া আক্তার
২।ডা: ফাহমিদা বিপাশা
৩। নিলয় সেন গুপ্ত
৪। মজিদুল ইসলাম
৫॥সুজন আহমেদ
৬।সুব্রত পোদ্দার
৭।জাকির হোসেন

কৃতজ্ঞতা- জাকির বি সি এস স্পেশাল 

No comments

Powered by Blogger.