দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

চাকরি পরীক্ষার জন্য ৩৭টি প্রশ্ন সম্বলিত মডেট টেস্ট


চাকরির প্রস্তুতিমূলক মডেল টেস্টঃ
==============================

১।        ‘জাগো বাহে কুনেঠ সবাই’—এটি কোন বিখ্যাত নাটকের সংলাপ?

ক. নীলদর্পণ
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়

গ. মেরাজ ফকিরের মা

ঘ. নূরলদীনের সারা জীবন

২।        কোন উদ্ভিদটিকে ‘সূর্যকন্যা’ বলা হয়?

ক. তুলাগাছ         খ. সূর্যমুখীগাছ

গ. দেবদারুগাছ   ঘ. কেওড়াগাছ

৩।        লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

ক. ২    খ. ৩    গ. ৫     ঘ. ৮

৪।        ইবোলা ভাইরাস কিসের নামানুসারে নামাঙ্কৃত?

ক. মাছ খ. মানুষ গ. নদী ঘ. বানর

৫।        নিচের কোনটি সবচেয়ে বেশি স্থিতিস্থাপক?

ক. প্লাস্টিক         খ. ওয়েট ক্লে

            গ. রাবার            ঘ. স্টিল

৬।        করতোয়া নদীর উত্পত্তিস্থল কোথায়?

ক. সিকিমের পর্বত অঞ্চল

            খ. কৈলাস পর্বত

            গ. লুসাই পাহাড় 
             ঘ. হিমালয় পর্বত

৭।        অর্থনীতিতে নোবেলজয়ী প্রথম নারী কে?

ক. মাদাম কুরি     খ. এলিজাবেথ ব্লাকবার্ন
গ. জন পিপলস        ঘ. এলিনর ওস্ট্রম

৮।        যদি আপনি ১ থেকে ১০০ পর্যন্ত গুনতে থাকেন, তবে এর মধ্যে কতটি ৫ পাবেন?

ক. ১১      খ. ১০     গ. ১৮     ঘ. ১৯

৯।        শূন্য সংখ্যার আদি ধারণা কাদের?

ক. চীন  খ. ভারতীয়  গ. গ্রিক  ঘ. আরব

১০। ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে—

ক. ১০টি   খ. ১১টি   গ. ১২টি  ঘ. ১৩টি

১১। একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

ক. ৭৩০             খ. ৭৩৫

গ. ৮০০ ঘ. ৭৮৬

১২। একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

ক. ১৮   খ. ১৯   গ. ১১   ঘ. ১২

১৩। ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?

ক. ৫%   খ. ৬%   গ. ৯%   ঘ. ১০%

১৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?

ক. যশোর           খ. চাঁপাইনবাবগঞ্জ

            গ. বরিশাল          ঘ. দিনাজপুর

১৫। বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব?

ক. বীরবিক্রম       খ. বীরপ্রতীক

            গ. বীরশ্রেষ্ঠ          ঘ. বীর-উত্তম

১৬। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে?

ক. রাইবোসোম    খ. মাইটোকন্ড্রিয়া

            গ. গলগি বডি      ঘ. নিউক্লিয়াস

১৭। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ?

ক. চুনাপাথর        খ. তেল

            গ. কয়লা            ঘ. প্রাকৃতিক গ্যাস

১৮| Choose the correct spelling.

ক. tusslye         খ. fujytive

            গ. speculative ঘ. tyranikal

১৯| Antonym of the word ‘temporal’ is-

ক. permanent   খ. spiritual

            গ. material       ঘ. temporary

২০। Antonym of the word ‘meager’ is...

ক. enough        খ. little

            গ. scant            ঘ. small

২১। We sprinkle parsley .... the tomatoes.

ক. on   খ. for   গ. in   ঘ. of

২২। নেপালের আইনসভার নাম কী?

ক. সংসদ খ. ফেডারেল অ্যাসেম্বলি গ. মজলিস ঘ. কংগ্রেস

২৩। ...... your shoes before entering the kitchen.

ক. put out         খ. put away

            গ. put off         ঘ. put on

২৪। ‘প্রসন্ন’-এর বিপরীত শব্দ নিচের কোনটি?

ক. বিষণ্ন             খ. দুঃখ

            গ. কণ্ঠ   ঘ. কোনোটিই নয়

২৫। ‘যা চিরস্থায়ী নয়’—এককথায় তাকে কী বলে?

ক. অস্থায়ী           খ. ক্ষণস্থায়ী

            গ. ভঙ্গুর             ঘ. নশ্বর

২৬। ‘অলীক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. অনীহা  খ. সত্য  গ. মিথ্যা  ঘ. আশা

২৭। ‘উত্তম-মধ্যম’ বাগধারাটির অর্থ কী?

ক. প্রহার            খ. আরামপ্রিয়

            গ. সম্মান            ঘ. মাঝামাঝি

২৮। ‘গাড়ি স্টেশন ছাড়ল’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদানে শূন্য খ. করণে সপ্তমী

            গ. কর্মে শূন্য        ঘ. কর্তায় সপ্তমী

২৯। ‘আট কপালে’ বাগধারাটির অর্থ কী?

ক. হতভাগ্য        খ. বিশাল কপাল

            গ. ছোট কপাল     ঘ. ভাগ্যবান

৩০।      ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি কার লেখা?

ক. কাজী নজরুল ইসলাম

            খ. মীর মশাররফ হোসেন

গ. প্রমথ চৌধুরী   ঘ. জহির রায়হান

৩১। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির রচয়িতা কে?

ক. কাজী নজরুল ইসলাম

            খ. সৈয়দ শামসুল হক

গ. মুনীর চৌধুরী   ঘ. কায়কোবাদ

৩২। Arif .... before ও came.

ক. left খ. will leave

            গ. had left        ঘ. would leave

৩৩। খনিতে সোনা পাওয়া যায়—বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্তায় সপ্তমী        খ. করণে সপ্তমী

            গ. অধিকরণে সপ্তমী   ঘ. অপাদানে শূন্য

৩৪। I .... here since 1980.

ক. live       খ. am living

            গ. had been living  ঘ. lived

৩৫। জাপানি মুদ্রার নাম কী?

ক. ইয়েন            খ. পাউন্ড

            গ. ডলার             ঘ. লিরা

৩৬. বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকারব্যবস্থা কয় স্তরবিশিষ্ট?

ক. এক স্তর         খ. দুই স্তর

            গ. তিন স্তর         ঘ. চার স্তর

৩৭। ‘গণতন্ত্রই সর্বোত্কৃষ্ট শাসনব্যবস্থা।’- উক্তিটি কার?

ক. রুশো            খ. অগাস্ট কোঁত্

            গ. লর্ড ব্রাইস       ঘ. ম্যাকাইভার



উত্তর মিলিয়ে নিন

১. ঘ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. ঘ, ৮. ক, ৯. খ, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. ঘ, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. খ, ২০. ক, ২১. ক, ২২. খ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. খ, ২৭. ক, ২৮. ক, ২৯. ক, ৩০. ঘ, ৩১. খ, ৩২. গ, ৩৩. গ, ৩৪.গ, ৩৫. ক, ৩৬. গ, ৩৭. গ।

কৃতজ্ঞতা- জাকির বি সি এস স্পেশাল   

No comments

Powered by Blogger.