দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

চাকুরী পরীক্ষার জন্য ১১০টি প্রশ্ন সম্বলিত মডেল টেস্ট | উত্তরসহ


প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মডেল টেস্ট 

চাকুরী পরীক্ষার জন্য ১১০টি মডেল প্রশ্ন

১। পাদচ্ছেদ কাকে বলে?
ক) কোলন
খ) ড্যাস
গ) কমা
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ গ

২। কোনটি দৃষ্টান্তচ্ছেদ?
ক) কোলন
খ) হাইফেন
গ) ইলেক
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ক

৩। কমা তে কতসময় বিরাম নিতে হয়?
ক) ১ সেকেন্ড
খ) ১ বলতে যে সময়
গ) ১ বলার দিগুণ
ঘ) থামতে হবে না
উত্তর ঃ 

৪। থামার দরকার নেই কোথায়?
ক) হাইফেন
খ)কমা
গ)কোলন
ঘ)সেমিকোলন
উত্তর ঃ ক

৫। বিরামচিহ্ন কতটি?
ক)১০
খ)১১
গ)১২
ঘ)১৩
উত্তর ঃ গ

৬। বিরাম কত প্রকার?
ক) ১
খ)২
গ)৩
ঘ)৪
উত্তর ঃ খ

৭। সমাসবদ্ধ পদের অংশগুলোকে আলাদা করে দেখার জন্য ব্যবহৃত হয়?
ক) হাইফেন
খ) কমা
গ)কোলন
ঘ)ড্যাস
উত্তর ঃ ক

৮। কোনটি কোলন?
ক)ঃ
খ),
গ).
ঘ) কোনটিই
উত্তর ঃ ঘ

৯। কোনটি অর্ধচছেদ?
ক) কমা
খ) সেমিকোলন
গ)ড্যাস
ঘ) কোলন
উত্তর ঃ খ

১০। থামার প্রয়োজন নেই কোথায়?
ক)ইলেক বা লোপ
খ) কমা কোলন
গ)দাঁড়ি
ঘ) সেমিকোলন
উত্তর ঃ ক

১১। যে লেখক অন্যের ভাব , ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় —এর এক কথায় প্রকাশ কী ?
ক)নকলবাজ
খ)কুসীদজীবী 
গ)লিপিকার
ঘ)কুম্ভীলক
উত্তর ঃ ঘ

১২। সম্পূর্ণ বিবেচনা করা হয় নাই এমন এর এক কথায় প্রকাশ কী ?
ক)অসমাপ্ত
খ)অসমীক্ষিত
গ) অসমর্থিত 
ঘ)সমর্থনহীন
উত্তর ঃ খ

১৩।রাত্রির শেষ ভাগ এর এক কথায় প্রকাশ কী ?
ক)নিশি
খ)যামিনী
গ)রাত্রিশেষ
ঘ) পররাত্র
উত্তর ঃ ঘ

১৪।একই সময়ে বর্তমান এর এক কথায় প্রকাশ কী ?
ক)যুগপৎ
খ)যুগল
গ)ঘটমান বর্তমান
ঘ)সমসাময়িক
উত্তর ঃ ঘ

১৫। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে এর এক কথায় প্রকাশ কী ?
ক) প্রোষিতভর্তৃকা 
খ)পোষিত 
গ)প্রবাসিনী 
ঘ) প্রোষিকপত্নীক 
উত্তর ঃ ঘ

১৬। বাঘের ডাককে এক কথায় কী বলে ?
ক) গর্জন
খ) হুংকার
গ) মন্দ
ঘ) বুক্কন
উত্তর ঃ 

১৭। হরিণের চামড়াকে এক কথায় কী বলে ?
ক) কূজন
খ) অজিন
গ) কৃত্তি
ঘ) নির্মোক
উত্তর ঃ খ

১৮।বমন করিবার ইচ্ছাকে  এক কথায় কী বলে ?
ক) বিজিগীষা
খ)বিবমিষা
গ) বুভুক্ষা
ঘ)কোনটিই নয়
উত্তর ঃ খ

১৯।যে রূপ ইচ্ছা এর এক কথায় প্রকাশ কী ?
ক)যদৃচ্ছা
খ) জিজিবিষা
গ) রিরংসা
ঘ)  কোনটিই নয়
উত্তর ঃ ক

২০।পরকে  প্রতিপালন করে যে এর এক কথায় প্রকাশ কী ?
ক) পরভৃত
খ)পরভৃৎ
গ) পরাভুত
ঘ)পরাভৃৎ
উত্তর ঃ খ

21. Which word best express the meaning of BARBARIAN
A.Unkind
B.Impolite
C.Unlikeness
D.Uncivilised
Answer : Option D

22. The word best express the meaning of BEMOAN
A.Lament
B.Soothe
C.Denounce
D.Loathe
Answer : Option A

23. Which of the following word best express the meaning of HAGGLE
A.Crisis
B.Impeach
C.Ignore
D.Bargain
Answer : Option D

24. The nearst word of CONNOISSEUR bearing similar meaning is
A.Lover of art
B.Ignorant
C.Stubborn
D.Violent
Answer : Option A

25.  Find the suitable word close to the word ZENITH
A.Middle
B.Under
C.Pinnacle
D.Nadir
Answer : Option C

26. Choose the word nearest in meaning to AMBITION
A.Plan
B.Proclamation
C.Desire
D.Decision
Answer : Option C

27. Choose nearest maning of TAINT
A.Soil
B.Stain
C.Dirty
D.Corrupt
Answer : Option D

28. Which word is more less synonym of ABLE
A.Not able
B.Not worthy
C.Ability
D.Capable
Answer : Option D

29. I believe in the unity of God. Here 'Unity' means
A.Uniqueness
B.Oneness
C.University
D.Universal
Answer : Option B

30. Coose the word nearest in meaning to CONCEAL
A.Unfold
B.Reveal
C.Open
D.Discover
Answer : Option B

31. Find nearest meaning of IMPASSE
A.Stalemate
B.Impossibility
C.Difficulty
D.Confrontation
Answer : Option A

32. Find nearest meaning of Candid
A.Stalemate
B.Impossibility
C.Honest
D.Confrontation
Answer : C

33. Choose the word wich is most nearly the same in meaning of SCUTTLE
A.Delay
B.Mix
C.Shuffle
D.Destroy
Answer : Option D

34. Find the Nearest meaning of SPURRED
A.Instigated
B.Prompted
C.Reflected
D.Agitated
Answer : Option B

35.Choose the word meaning SIMILAR to the word: SCRUTINY
A) Glance
B. Perlustration
C) Neglect
D) Ignorance
Ans : B

৩৬. Of the following countries which nis not a Scandinavian country?
নিচের কোন দেশটি স্ক্যানডিনেভীয় দেশ নয়?
ক. Sweden
খ. Holland
গ. Finland
ঘ. Norway
উত্তরঃ খ

৩৭.  কোনটি মধ্রপ্রাচ্যের দেশ নয়?
ক. ইরান
খ. কাতার
গ. ইয়েমেন
ঘ. কাজাখস্তান
উত্তরঃ ঘ

৩৮.  নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চল এর অন্তভূর্ভক্ত
ক. পূর্ব ইউরোপ
খ. মধ্য এশিয়াসহ ইউরোপের একাংশ
গ. উত্তর পশ্চিম আমেরিকা
ঘ. দক্ষিণ পূর্ব এশিয়া
উত্তরঃ ঘ

৩৯. প্রশ্নঃ পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে গোন্ডেন ট্রায়াঙ্গল, বলা হয়,
ক. মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন
খ. মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
গ. মায়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া
ঘ. ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
উত্তরঃ খ

৪০.  ড্রাগন অর্থনীতিসমূহের নিম্নের কোন দেশগুলো অন্তুভূর্ক্ত?
ক. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর
খ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, চীন ও থাইল্যান্ড
গ. দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও মালেশিয়া
ঘ. দক্ষিণ কোরিয়া, কোরিয়া,তাইওয়ান, হংকং ও চীন
উত্তরঃ ক

৪১.  Micronesia এর অবস্থান হল--
ক. এশিয়া ও ইউরোপের মাঝে
খ. উত্তর আটলান্টিক ও ভারত মহাসাগরীয় অঞ্চলের মাঝের দেশগুলো
গ. পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
ঘ. এশিয়ার পূর্বে ও মধ্য ইউরোপে
উত্তরঃ গ

৪২.  সামগ্রিকভাবে নক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত--
ক. ইউরেশিয়া
খ. পলিনেশিয়া
গ. মাইক্রোনেশিয়া
ঘ. ওশেনিয়া
উত্তরঃ ঘ

৪৩.  কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়?
ক.ফিনল্যান্ড
খ.পোল্যান্ড
গ.অস্ট্রিয়া
ঘ.সুইডেন
উত্তরঃ গ

৪৪.  মিনস্ক কোন দেশের রাজধানী?
ক. ফিনল্যান্ড
খ. পোল্যান্ড
গ.পর্তুগাল
ঘ.বেলারুশ
উত্তরঃ ঘ

৪৫. বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র-
ক. অষ্ট্রেলিয়া
খ. ইন্দোনেশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
 উত্তরঃ খ

৪৬. কোনটি দূরপ্রাচ্যের দেশ-
ক.ওমান
খ.জাপান
গ.  সিরিয়া
ঘ.ভিয়েতনাম
উত্তরঃ খ

৪৭.  'ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
ক.নিকট প্রাচ্য
খ.পূর্ব আফ্রিকা
গ.দক্ষিন-পূর্ব এশিয়া
ঘ.পূর্ব ইউরোপ
উত্তরঃ গ

৪৮.  জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
ক. মালদ্বীপ
খ. ইন্দোনেশিয়া
গ. জাপান
ঘ. শ্রীলংকা
উত্তরঃ ঘ

৪৯. সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগর
খ. ভারত মহাসাগর
গ. আটলান্টিক মহাসাগর
ঘ. উত্তর মহাসাগর
উত্তরঃ গ

৫০. কোন দেশটি অতীতে কখনোই ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ
ক. কানাডা
খ. রোয়ান্ডা
গ. যুক্তরাজ্য
ঘ. নাইজেরিয়া
উত্তর: খ

৫১. বিশ্বের একমাত্র দেশ যেখানে নাগরিকদের গ্যাস, বিদ্যুৎ, পানি সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়
ক. রাশিয়া
খ. আজারবাইজান
গ. তুর্কমেনিস্তান
ঘ. কানাডা
উত্তর: গ

৫২. কোনটি Next Eleven country নয়
ক. ইরান
খ. ভিয়েতনাম
গ. তুরস্ক
ঘ. ভারত
উত্তর: ঘ

৫৩.  উজবেকিস্তানের রাজধানীর নাম-
ক. সমরকন্দ
খ. আস্কাবাদ
গ. তাসখন্দ
ঘ. আস্তানা
উত্তরঃ গ

৫৪. ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ
ক. নিউজিল্যান্ডে
খ. অষ্ট্রেলিয়া
গ. নিউগিনি
ঘ. সলোমন দ্বীপপুঞ্জ
উত্তরঃ গ

৫৫.  কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
ক. কলম্বিয়া
খ. ইকুয়েডর
গ. পেরু
ঘ. পানামা
উত্তরঃ ঘ

56.If 9th of the month falls two days after Friday, what day of the week will precede the 24th of the month?
A. Saturday
B. Monday
C. Wednesday
D. Tuesday
Answer: Monday

57.রোমান M প্রতিকের অর্থ কি?
A. 50
B. 100
C. 1000
D. কোনটিই নয়
Answer: 1000

58.আমার জন্মদিন হল আমার ভাইয়ের জন্মদিনের ৬৪ দিন পরে। আমার ভাইয়ের জন্মদিন যদি সোমবারে পড়ে, আমার জন্মদিন কি বারে হবে?
A. মঙ্গলবার
B.  রবিবার
C. শনিবার
D. বুধবার
Answer: মঙ্গলবার

59.২০ কি. মি. উত্তরে হাঁটার পর একজন খামখেয়ালী ব্যক্তি ডান দিকে ঘুরে ৩০ কি. মি. হাঁটলো। এরপর ডানদিকে ঘুরে ৩৫ কি. মি. হাঁটলো এরপর সে তার বাঁ দিকে ঘুরে ১৫ কি. মি. হাঁটলো। যাত্রা শুরুর স্থান থেকে সে কতদূরে ও কোনদিকে আছে?
A. ৪৫ কি. ম. পূর্বে
B. ৩০ কি.মি. পূর্বে
C. ১৫ কি.মি. পশ্চিমে
D. ৩০ কি.মি. পশ্চিমে
Answer: ৪৫ কি. ম. পূর্বে

60.নিচের শব্দগুলির মধ্যে কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
A. কিলোমিটার
B. কিলোগ্রাম
C. মাইল
D. গজ
Answer: কিলোগ্রাম

61.ছয় সংখ্যার গড় যদি ৪.৫ হয় তবে সংখ্যাগুলির যোগফল কত?
A. ৪.৫
B. ২৪
C. ২৭
D. ৩০
E নির্ধারণ করা যায় না
Answer: ২৭

62.পরবর্তী সংখ্যা দুটাে কি হবে? ৬ ৭ ৫ ৮ ৪ - -
A. ৯ ও ৩
B. ৭ ও ৯
C. ৩ ও ৪
D. ০ ও ১
Answer: ৯ ও ৩

 63.নিম্নের শূন্যস্থানে কোনটি বসবে লিখুন AZ CX EV .....?
A. UB
B. GT
C. DW
D. EW
Answer: GT

 64.প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে? ৩,১০,৯,৮,২৭,৬,৮১,৪,২৪৩, (?)
A.
B.
C. ১৫
D. ১২
Answer:

65.ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো---
A. ৯০°
B. ১২০°
C. ৬০°
D. ১৫০°
Answer: ১২০°

66.নিচের কোন শব্দটি PHOTOSYNTHETIC শব্দটি দ্বারা গঠিত করা যায়না?
A. THOSE
B. SCENT
C. PRONE
D. COTTON
Answer: PRONE

67.যদি 1 এর সংকেত হয় f, 2 এর p, 3 এর x, 4 এর z, 5 এর B,6 এর W, 7 এর L, 8 এবং U এবং 9 এর D । তাহলে 853417 এর সংকেত কি হবে?
A. UBDXZF
B. UBXBFL
C. UBXZFL
D. UDXZFL
Answer: UDXZFL

68.মনে করুন, আপনাকে জানানো হলো যে, আপনি একটি সংখ্যালুগু দলের সদস্য বলে চাকরি পেতে পারেন না, যা আপনার পরিচয় জানার আগে আপনাকে দেয়া হবে বলে বলা হয়েছিলো। তখন আপনি কি করবেন?
A. কিছুই বলবেন না এবং অন্য চাকরির খোঁজ করবেন
B. যে ব্যক্তি আপনাকে জানালো তাকে তিরষ্কার করবেন
C. কর্মচারীদের ম্যানেজারের সাথে বিষয়টি আলোচনা করতে বলবেন
D. এ সম্পর্কে খবরের কাগজে রিপোর্ট করবেন
Answer: কর্মচারীদের ম্যানেজারের সাথে বিষয়টি আলোচনা করতে বলবেন

69.যত শীঘ্র আপনি যাত্রা করবেন, তত দ্রুত আপনি আপনার -----------পৌছাবেন।
A. লক্ষ্যে
B. সিদ্ধান্তে
C. ইচ্ছায়
D. গন্তব্যস্থলে
Answer: গন্তব্যস্থলে

70.Library is to book as book is to
A. Page
B. Copy
C. Cover
D. Crop
Answer: Page

71.একটি শতাব্দি লিপিয়ার হয়, যখন তাকে ভাগ করা যায়-
A. 300
B. 200
C. 400
D. 4
Answer: 400

72.আব্রাহাম লিঙ্কনের সাথে যেরুপ গণতন্ত্রের সম্পর্ক , তেমনি সম্পর্ক-
A. হিটলারের সাথে পুঁজিবাদের
B. চে'গুয়েভারার সাথে রাজতন্ত্রের
C. মুসোলীনির সাথে ফ্যাসিবাদের
D. সাদ্দামের সাথে সমাজতন্ত্রের
Answer: মুসোলীনির সাথে ফ্যাসিবাদের

73.A home always has--
A. a mother
B. heart
C. occupants
D. congeniality
Answer: occupants

74.দোকানদার লোকটির কাছে তার---------- ব্যক্ত করল।
A. পন্য
B. দুঃখ
C. উদ্দেশ্য
D. অভাব
Answer: উদ্দেশ্য

75.----------------- ই বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের প্রধান উপায়।
A. উৎপাদনের বৃদ্ধি ও বন্টনের সমন্বয়সাধন
B. অধিকতর ঋণদান প্রকল্প চালু করা
C. অর্থ সরবরাহ বৃদ্ধি করা
D. শিক্ষা বিস্তার
Answer: শিক্ষা বিস্তার

76.Vaccine : Prevent :: Antidole : ?
A. Poison
B. Counteract
C. Antiseptic
D. Conquer
Answer: Poison

77.সোনিয়া ১২ মিটার দক্ষিনে হেঁটেছিল, তারপর সে ১৪ মিটার হেঁটেছিল পূর্বদিকে। তারপর সে ১০ মিটার উত্তর দিকে হেঁটেছিল। তারপর ডানদিকে ঘুরল এবং ৬ মিটার হাঁটল। শুরু থেকে তার গন্তব্য স্থলের দূরত্ব কত?
A. ২৪ মিটার
B. ২২ মিটার
C. ৪০৪ মিটার
D. ১৫ মিটার
Answer: ৪০৪ মিটার

78.বাজার অর্থনিতির মূল চালিকা শক্তি হলো--
A. দ্রব্যমূল্য
B. প্রতিযোগিতা
C. শুল্ক
D. আমদানি
Answer: প্রতিযোগিতা

79.৪০ সংখ্যাটি a অপেক্ষা ১১ কম।  গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে? 
ক) a+১১ =৪০
খ) a+৪০ = ১১
গ) a= ৪০+১১
ঘ) a+১১ = ৪০+১১
উ:-  গ) a= ৪০+১১

79.কোন শব্দের বানান অশুদ্ধ? 
ক) বৈশিষ্ট
খ) সশ্রদ্ধ
গ) ঘনিষ্ঠ
ঘ) বৈদগ্ধ্য
উ:-  ক) বৈশিষ্ট

80.একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার।  এতে কত লিটার পানি ধরবে?
ক) ২৪০০ লিটার
খ) ২৪০০০ লিটার
গ) ২৪০ লিটার
ঘ) ২৪০০০০ লিটার
উ:-  খ) ২৪০০০ লিটার

81.১ ঘণ্টা ৪০ মিনিট ৫ ঘণ্টার কত অংশ?
ক) ১/৩
খ) ২/৩
গ) ১/৪
ঘ) ৩/৪
উ:-  ক)  ১/৩

82.A mirror always ___.
ক) Retracts
খ) Distorts
গ) Refracts
ঘ) Reflects
উ:-   ঘ) Reflects

83.Malaria : Mosquito :: ? 
ক) Poison : Death
খ) Cholera : Water
গ) Rat : Plague
ঘ) Medicine : Disease
উ:-  খ) Cholera : Water

84.Which letter is to the left of 'l' in the word PENCIL? 
ক) L
খ) C
গ) N
ঘ) E
উ:-  খ) 

৮৫।তানিয়া প্রথমে ১২ কি.মি. যায় উত্তরে । পরে ১২ কিমি যায় পশ্চিমে । সেখান থেকে ৬ কিমি যায় দক্ষিণে ! যাত্রা স্থান হতে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত ?    
ক ৯ কিমি
খ.১৩.৪৩ কিমি
গ.১১ কিমি
ঘ. ৬ কিমি
উত্তর : ঘ

৮৬) রক্ত লাল কিসের উপস্থিতির জন্য?
ক. বিলিরুবিন
খ. বিলিভার্ডিন
গ. ইউরোক্রোম
ঘ. হিমোগ্লোবিন
উত্তর: ঘ

৮৭) রক্ত জমাট বাধার জন্য সহায়ক কোন ধাতু?
ক. পটাশিয়াম
খ. ম্যাগনেসিয়াম
গ. ক্যালসিয়াম
ঘ. সোডিয়াম
উত্তর: গ

৮৮) মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
ক. ৯৮.৪ ফারেনহাইট
খ. ৯৮.৪ সেলসিয়াস
গ. ৯৮.৪ কেলভিন
ঘ. সবগুলো
উত্তর: ক

৮৯) মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তর: খ

৯০) কোনটা হৃদরোগের কারণ?
ক. ঘুম
খ. ধুমপান
গ. খাদ্য গ্রহণ
ঘ. রক্তপাত
উত্তর: খ

৯১) অগ্ন্যাশয় কি ধরনের গ্রন্থি?
ক. অন্তঃক্ষরা
খ. বহিঃক্ষরা
গ. মিশ্র
ঘ. কোনটা নয়
উত্তর: গ

৯২) নালীবিহীন গ্রন্থি হতে আসে-
ক. এনজাইম
খ. হরমোন
গ. পিত্তরস
ঘ. হাইড্রোক্লোরিক এসিড
উত্তর: খ

৯৩) কোনটা বেশি থাকা ভালো?
ক. LDL
খ. Triglyceride
গ. HDL
ঘ. Cholesterol
উত্তর: গ

৯৪) বৃক্কের কার্যকরী একক-
ক. নেফ্রন
খ. নিউরন
গ. এলভিওলাস
ঘ. ডায়াফ্রাম
উত্তর: ক

৯৫) মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কী?
ক. অগ্ন্যাশয়
খ. যকৃত
গ. পিটুইটারি
ঘ. থাইরয়েড
উত্তর: খ

৯৬) অস্থি পরস্পর যুক্ত থাকে কিসের দ্বারা?
ক. লিগামেন্ট
খ. টেন্ডন
গ. অস্টিওসাইট
ঘ. সবগুলো
উত্তর: ক

৯৭) ফুসফুসের পর্দাকে কি বলে?
ক. মেনিনজেস
খ. পেরিওস্টিয়াম
গ. প্ল্যুরা
ঘ. পেরিকার্ডিয়াম
উত্তর: গ

৯৮)আদর্শ খাদ্য বলা হয়-
ক. ডিম
খ. দুধ
গ. মাংস
ঘ. সব্জি
উত্তর: খ

৯৯) অতিরিক্ত শর্করা প্রাণীদেহে কি হিসেবে জমা থাকে?
ক. গ্লাইকোজেন
খ. গ্লুকোজ
গ. গ্লুকাগন
ঘ. ফ্রুক্টোজ
উত্তর: ক

১০০) পানিতে দ্রবণীয় ভিটামিন কোন গুলো?
ক. A, C
খ. B, D
গ. B, C
ঘ. A, D
উত্তর: গ

১০১) বেরিবেরি হয় কিসের অভাবে?
ক. B1
খ. B2
গ. B3
ঘ. B5
উত্তরঃ ক

১০২) কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটা?
ক. গলগি বডি
খ. নিউক্লিয়াস
গ. সাইটোপ্লাজম
ঘ. রাইবোজোম
উত্তরঃ ঘ

১০৩) পাতা সবুজ হয় কিসের জন্য?
ক. ক্রোমোপ্লাস্ট
খ. ক্রোমাটোপ্লাস্ট
গ. ক্লোরোপ্লাস্ট
ঘ. ক্লোরোলাস্ট
উত্তরঃ গ

১০৪) SARS এর পূর্ণরুপ-
ক. Severe Acute Respiratory Signs
খ. Severe Acute Respiratory Syndromes
গ. Severe Acute Respiratory Syndrome
ঘ. Serve Acute Respiratory Syndrome
উত্তরঃ গ

১০৫) করোনা ভাইরাসের কয়টি স্ট্রেইন আবিষ্কৃত হয়েছে?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৮
উত্তরঃ ঘ

১০৬) মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানীর নাম কী ?
ক, নাইপিদো
খ,মংডু
গ. সিত্তে
ঘ. আরাকান
উত্তরঃগ

১০৭) বিশ্বের উচ্চতম রাজধানীর নাম কী ?
ক।লাসা
খ।বলিভিয়া
গ।লাপাজ
ঘ।থিম্পু
উত্তরঃ গ

১০৮। কাজাখাস্তানের রাজধানীর নাম কী ?
ক . আস্তানা
খ. বিশকেক
গ. নুর ই সুলতান
ঘ. তাসখন্দ
উত্তরঃ গ
১০৯) গাম্বিয়ার রাজধানীর নাম কী ?
ক.  বুজুম্বরা
খ. তিগুচিগাল পা
গ. পোর্ট অব স্পেন
ঘ. বান্জুল
উত্তরঃ ঘ

১১০। বাংলাদেশকে কে ইমার্জিং এশিয়ান টাইগার হিসেবে উল্লেখ করেছে?
ক. বিশ্ব ব্যাংক
খ. আইএমএফ
গ. WEF
ঘ. Goldman Sachs
উত্তরঃ গ

বিশেষ কৃতজ্ঞতা নিম্নোক্ত পরীক্ষকবৃন্দের প্রতি-

১। তানিয়া আক্তার
২। ডা: ফাহমিদা বিপাশা
৩। নিলয় সেন গুপ্ত
৪। মজিদুল ইসলাম
৫। সুজন আহমেদ
৬। সুব্রত পোদ্দার
৭। জাকির হোসেন

কৃতজ্ঞতা-
Zakir's BCS specials

No comments

Powered by Blogger.