দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

বাংলা সাহিত্য | প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগ | ৩৭-৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান




বাংলা সাহিত্য-প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগ- ৩৭ থেকে ৪০তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান

 ৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান

চর্যাপদে যে ধর্মমতের কথা আছে- বৌদ্ধধর্ম

প্রাচীন যুগের কবি নন- রমনীপাদ

যে রচনা পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়- ময়মনসিংহ গীতিকা

জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত- বৃন্দাবন দাস

বৈষ্ণব পদাবলির সঙ্গে যে ভাষা সম্পর্কিত- ব্রজবুলি

বাংলা আধুনিক উপন্যাস এর প্রবর্তক ছিলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দীপ জ্বলার আগে সকালবেলায় সলতে পাকানো'-
বাক্যদ্বয় যে রচনা থেকে উদ্বৃত- যোগাযোগ

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- একটি কালো মেয়ের কথা

'কালো বরফ' উপন্যাসটির বিষয়- দেশভাগ

'ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার

'জীবনস্মৃতি' যার রচনা- রবীন্দ্রনাথ ঠাকুর

দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন- মাইকেল মধুসূদন দত্ত

'সকালে উঠিয়া আমি মনে মনে বলি,
সারাদিন যেন আমি ভালো হয়ে চলি'
চরণ দুটির রচয়িতা-
মদনমোহন তর্কালঙ্কার

জসীমউদ্‌দীনের রচনা- যাদের দেখেছি

'কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না' উক্তিটি যে উপন্যাসের- বঙ্কিমচন্দ্রের 'রাজসিংহ'

ইংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন- মাইকেল মধুসূদন দত্ত

'আগুন পাখি' উপন্যাসটির রচয়িতা- হাসান আজিজুল হক

'একুশে ফেব্রুয়ারি'র বিখ্যাত গানটির সুরকার- আলতাফ মাহমুদ
বাংলা সাহিত্য | প্রাচীন, মধ্যযুগ ও আধুনিক যুগ | ৩৭-৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান

 ৩৯তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান

বরীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক- বৈকুন্ঠের খাতা

মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ- গাজী মিয়াঁর বস্তানী

'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার' যার রচনা- রাজা রামমোহন রায়

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' যার রচনা- হুমায়ুন আহমেদ

'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটির পরিচালক- জহির রায়হান

'খনার বচন' এর মূলভাব- শুদ্ধ জীবনযাপন রীতি

জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন- বুদ্ধদেব বসু

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ- পদ্মরাগ

'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের যে ধরনের রচনা- উপন্যাস

৩৮ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান

গঠনরীতিতে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত- নাটগীতি (নাট্যগীতি)

'সন্ধ্যাভাষা' যে সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত- চর্যাপদ

দৌলত উজির বাহরাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন- চট্টগ্রাম

চন্দ্রাবতী হলো একটি- কাব্য

'বিদ্যাপতি' যে রাজসভার কবি ছিলেন- মিথিলার

যেটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা- আত্মচরিত

রোকেয়া সাখাওয়াত হোসেনের 'মতিচুর' যে ধরণের রচনা- প্রবন্ধ

যেটি জসীমউদ্‌দীনের রচনা- ঠাকুরবাড়ির আঙিনা

'আমার ঘরের চাবি পরের হাতে' গানটির রচয়িতা- লালন শাহ্‌

মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ- বন্দী শিবির থেকে

কাজী নজরুল ইসলামের 'অগ্নি-বীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস

দীনবন্ধু মিত্রের 'নীল-দর্পণ' নাটক প্রথম প্রকাশিত হয়- ঢাকা থেকে

যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ- শেষলেখা

'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা- হুমায়ুন কবির

'বীরবল' যে লেখকের ছন্মনাম- প্রমথ চৌধুরী

মুনীর চৌধুরীর মুখরা রমণী বশীকরণ- অনুবাদ নাটক

'চন্দরা' চরিত্রের স্রষ্টা- রবীন্দ্রনাথ ঠাকুর

'পুর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন-  সঞ্জয় ভট্টাচার্য

ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন- রামরাম বসু

'মেঘনাদবধ কাব্য' প্রথম প্রকাশিত হয়- ১৮৬১ সালে

৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান

ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম- Buddhist Mystic Songs

'চর্যাচর্যবিনিশ্চয়' এর অর্থ- কোনটি আচরনীয়, আর কোনটি নয়

শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে বলে- মধুর রস

শাক্ত পদাবলির জন্য বিখ্যাত- রামপ্রসাদ সেন

'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক- চন্দ্রকুমার দে

মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম- দীনেশরঞ্জন দাশ

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র লেখা- বাংলা সাহিত্যের কথা

সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ- অলীক মানুষ

রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয়- ১৯১০ সালে

Ode অর্থ- কোরাসগান

'প্রদীপ নিবিয়া গেল' উক্তিটি যে উপন্যাসের- বঙ্কিমচন্দ্রের 'কপালকুন্ডলা'

কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি- তৃতীয় পানিপথের যুদ্ধ

'আসাদের শার্ট' কবিতার লেখক- শামসুর রাহমান

কাজী নজরুল ইসলাম তার কবিতায় 'কালাপাহাড়' কে স্মরণ করেছেন-
প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে।

'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে' বলেছেন- মীর মশাররফ হোসেন

'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম' বলেছেন-  মোতাহের হোসেন চৌধুরী

'আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি'- রবীন্দ্রনাথের এ গানে 'নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে- পূজা অর্থে

'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা- হুমায়ুন আজাদ

বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' এর প্রবর্তক- সেলিম আল দীন  
-
'বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
- ১৯২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরু 'বিদ্রোহী' কবিতাটি লেখেন। আর তা ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

'গোবক্ষ বিজয়' কাব্য যে ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা- নাথধর্ম

2 comments:

  1. ভাই বাংলার জন্য কোন বইটি উত্তম হবে একটু বলবেন

    ReplyDelete
  2. বাংলা সাহিত্যের জন্য- কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী: হুমায়ুন আজাদ এঁর বইটি পড়তে পারেন এবং বাংলা ব্যাকরণ এর জন্য ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই অবশ্যই লাগবে।

    আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    ReplyDelete

Powered by Blogger.