আয়না - মো.আরিফুল ইসলাম | কবিতা
আয়না
-মো.আরিফুল ইসলাম
মজুদ করে বাড়ানো দাম
দেখবো কতো আর!
ফাঁসির রায়ে তাদের নাম
দেখতে চাই এবার।
ভেঙ্গে তালা আগুন জ্বালা
লুট করে নে সব,
দখল করো খাদ্যশালা
মানবো না পরাভব।
চাটছে দেখো চাটার দলে
তাদের বন্ধ গবেষণা,
ক্লাসে আসেন সময় হলে
জাতির মুক্তমনা।
রঙ-বেরঙ এ ভাগ হয়ে
ব্যস্ত সময় পার,
বড় কর্তার পা চাটিয়ে
সময় কাটে যার।
সারা বছর করে শোষণ,
সমাজের মহারাজ,
মুখে তোমার বড় ভাসন
মাথায় দিয়ে তাজ।
ক্রান্তিকালে হাত বাড়িয়ে
ঋণ করো পরিশোধ,
না হয় তোমার বুক মারিয়ে
মোরা নেব প্রতিশোধ।
No comments