দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

যাত্রীদের সংখ্যা বেশী হলে রোভার স্কাউটদের ব্যবহার করা যেতে পারে



বিদেশ থেকে আসা মানুষদের সনাক্ত করা সহজ।

বিমান আকাশে থাকতেই স্বাস্থ্য বিভাগের একটি ফর্ম পুরন করতে দেয়া হয়। এই ফর্মে যাত্রীর ঠিকানা, মোবাইল নম্বর, ফ্লাইট নম্বর, সিট নম্বর উল্লেখ করতে হয়।

গত ১৫ দিনে কোন কোন দেশে গিয়েছেন তা ও উল্লেখ করতে হয়। ঢাকা বিমান বন্দরে লাইনে দাঁড়িয়ে একজন একজন করে থার্মাল স্ক্যানারের মধ্য দিয়ে আসতে হয়। এতে শুধু সেই সময়ের শরীরের তাপমাত্রা মাপা হয়।

ফর্মের একটি অংশ স্বাস্থ্য কর্মকর্তা জমা রাখেন, বাকী অংশ ইমিগ্রেশন পুলিশ জমা রাখছেন। সকল তথ্য জমা হচ্ছে কিন্তু এই তথ্য ব্যাবহার হচ্ছে না।

এয়ারপোর্টে সকলকে স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকার কথা শক্তভাবে বলা যেতে পারতো, কিন্তু ১৫ তারিখ পর্যন্ত তা বলা হয় নাই। স্বাস্থ্য বিভাগ বা পুলিশের পক্ষ থেকে বিদেশ থেকে আসা যাত্রীদের কাছে তাঁরা স্ব কোয়ারেন্টিনে আছে কিনা তা জানতে চাইতে পারতো।

অন্ততঃ সে রকম কোন ফোন আমি পাই নাই। যাত্রীদের সংখ্যা অনেক বেশী হলে ফোন করার কাজে রোভার স্কাউটদের ব্যবহার করা যেতে পারে।

এতে বিদেশ থেকে আসা যাত্রীরা অন্তত ভাবতো যে আমার উপর খানিকটা হলেও নজরদারি আছে। এতে হয়তো  অযথা ঘোরাঘুরি করে এঁরা  অন্যের ঝুঁকি বাড়াতো না।
সবাই ভালো থাকুক।
#Cosmictraveller
লিখেছেন-

Sarwar Mohammad Shahriar
National Commissioner at Bangladesh Scouts
Founder at CRYSTAL OPEN SCOUTS





No comments

Powered by Blogger.