দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

বাংলাদেশে করোনায় প্রথম একজনের মৃত্যু- আইইডিসিআর



বাংলাদেশে করোনায় প্রথম একজনের মৃত্যু- আইইডিসিআর

দ্যা ডেইলি এডুকেশন ডেক্স-

বাংলাদেশে প্রথম করোনা রোগীর মৃত্যু; মৃতের বয়স ৭০ বছর। নতুন ৪ জন করোনা রোগী শনাক্ত (এর মধ্যে ৩ জনই বিদেশ ফেরত)।

সব মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন, আইসোলেশনে আছেন আরও ১৬ জন।

বিশ্বজুড়ে আতঙ্কের ত্রাস সৃষ্টি করা কোভিট ১৯ তথা করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার ১৮ মার্চ, বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের- আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি আরো বলেন,
করোনায় আক্রান্তের সংখ্যা আরো চার জন বেড়েছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

এদিকে সংক্রমণ বেড়ে দেশের করোনা পরিস্থিতি এখন ‘কমিউনিটি ট্রান্সমিশন’ পর্যায়ে কিনা এমন তথ্য জানতে চাইলে তিনি বলেন- 

আমাদের কাছে এমন কোন তথ্য নেই। এখন পর্যন্ত আক্রান্ত সবই পারিবারিকভাবে সংক্রমণ ঘটেছে।
বিদেশ ফেরত প্রবাসীদের সঠিকভাবে কোয়ারেন্টাইনে রাখা গেলে পরিস্থিতি প্রথম থেকে নিয়ন্ত্রণে থাকতো বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন।




No comments

Powered by Blogger.