দ্যা ডেইলি এজুখেইশনে বিজ্ঞাপন দিতে কল করুন

+88 01521 20 70 54 (Call for Ad)

মানুষ হ -মো.আরিফুল ইসলাম | কবিতা



মানুষ হ
-মো.আরিফুল ইসলাম

জ্বলছে বাড়ি মরছে মানুষ
খোদার ঘরে আগুন,
ধর্মের নামে অগ্নি ফানুস
করছে মানুষ খুন।
ধর্ম দেখে নাগরিক পঞ্জী
কার্যকর যেথা হয়,
জাতির পিতা মহাত্মা গান্ধী
কেমন করে রয়!

এই মসনদে ছিলেন ঘোরী
বাহাদুর শাহ আইবেক,
দেয়নি আগুন কারো বাড়ি
ইতিহাস পড়ে দেখ।
ছিলেন আরো বাবর জাহাঙ্গীর
হুমায়ুন শাহজাহান,
পড়ায়নি কালেমা কোনো বীর
দখল করে ময়দান।

রবীন্দ্রনাথ নেতাজী সুভাষ
কি করে গুরু হয়!
হিন্দু-মুসলিম নিয়ে বসবাস
করেছেন ভারত জয়।
হাজার বছরের সম্প্রীতি যারা
আগুনে পুড়িয়ে দেয়,
মানুষ কখনো নয়তো তারা
অমানুষের রুপ নেয়।

দেখ তোরা মহাভারত গীতা
রামায়ণ শূন্য পুরাণ,
কোথাও দেয়নি খুনের বৈধতা
ত্রিপিটক আল-কোরআন।
শুনো তবে ভন্ড পাপী
খুনী জন্তুু জানোয়ার,
মানুষ হ,নয় পাঠাবেন স্বামী
নজরুলের আনোয়ার।

No comments

Powered by Blogger.