টেলিভিশন কী?
টেলিভিশন কী?
টেলিভিশন নাটক সম্পর্কে জানতে হলে সবার প্রথমে টেলিভিশন নিয়ে জানা অতীব গুরুত্বপূর্ণ। টেলিভিশন এমন একটি যন্ত্র যা থেকে একই সঙ্গে ছবি দেখা যায় এবং শব্দও শোনা যায়। টেলিভিশন শব্দটি এসেছে, মূলতঃ প্রাচীন গ্রিক শব্দ "τῆλε" (ত্যালে অর্থাৎ "দূর") এবং লাতিন শব্দ "Vision" (ভিসিওন্, অর্থাৎ "দর্শন") থেকে। তাই টেলিভিশনকে বাংলায় কখনো দূরদর্শন যন্ত্র বলা হয়। ১
টেলিভিশন একটি অতি পরিচিত বিনোদন যন্ত্র। বিদ্যুৎ শক্তির সাহায্যে কোন কিছুর ছবি এক স্থান থেকে বিশেষ পদ্ধতিতে অন্য স্থানে পাঠানোর ব্যবস্থাই টেলিভিশন। বিদ্যুৎ চুম্বক তরঙ্গের আকারে ছবি প্রেরণ যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে পৌঁছে দেওয়া হয়। টেলিভিশনের পর্দায় সেই ছবি স্পষ্ট হয়ে ধরা দেয়। প্রযুক্তির উন্নয়নে বর্তমানে সাদা-কালো টেলিভিশন বিলুপ্তির পথে তাই এখন রঙ্গিন টেলিভিশন বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। ২
১৮৬২ সালে তারের মাধ্যমে প্রথম স্থির ছবি পাঠানো সম্ভব হয়। এরপর ১৮৭৩ সালে বিজ্ঞানী মে ও স্মিথ ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন। ব্রিটিশবিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। এর পর রুশ বংশোদ্ভুত প্রকৌশলী আইজাক শোয়েনবার্গের কৃতিত্বে ১৯৩৬ সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি। টেলিভিশন বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে। অতঃপর ১৯৪৫ সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেলিভিশন যন্ত্রের উল্লেখযোগ্য পরিবর্তন সূচিত হয়। গত শতাব্দীর ৫০ এর দশকে টেলিভিশন গণমাধ্যমের ভূমিকায় উঠে আসে।
মূলত তিনটি প্রযুক্তির সমন্বয়ে সৃষ্ট হয় টেলিভিশনের আউটপুট।
১) টিভি ক্যামেরা যার কাজ হচ্ছে শব্দ ও ছবিকে তড়িৎ-চৌম্বকীয় সংকেতে রূপান্তর করা
২) টিভি ট্রান্সমিটার যার কাজ হচ্ছে এই সংকেতকে বেতার তরঙ্গের মাধ্যমে প্রেরণ করা এবং
৩) টিভি সেট (রিসিভার) যার কাজ হচ্ছে এই সংকেত গ্রহণ করে তাকে আগের ছবি ও শব্দে রূপান্তরিত করা।
বর্তমানে স্যাটেলাইট পদ্ধতিতে সম্প্রচারিত টিভি চ্যানেলগুলোতে নিম্নোক্ত প্রক্রিয়ায় সম্প্রচার হয়ে থাকে। পুরো পৃথিবিতে একযোগে সম্প্রচার করতে চাইলে ন্যূনতম ৩টি স্যাটেলাইট ব্যবহার করতে হয়। অপরদিকে, বাংলাদেশ টেলিভিশন সাধারণত সিগনাল টাওয়ারের মাধ্যমে PAL প্রক্রিয়ায় সম্প্রচারিত হয়।
সারাবিশ্বে মোটামুটি ৩ প্রকার এনালগ সম্প্রচার পদ্ধতি দেখা যায়। যথা-
১) PAL- Phase Alternation by Lines
২) NTSC- National Television System Committee
৩) SECAM- Sequential Color-A-Memory
টেলিভিশনে সম্প্রচারিত নাটককে সাধারণত টেলিভিশন নাটক হিসেবে আখ্যায়িত করা হয়।
সংকলন ও ভয়েজ - মো. এনামুল হাসান কাওছার
No comments